কলকাতা, 9 সেপ্টেম্বর: লক্ষাধিক টাকার সাপের বিষ-সহ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার দুই যুবক । অভিযুক্তদের শনিবার দুপুরে পূর্ব যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । এই ঘটনার বিষয়ে কলকাতা পুলিশের এসটিএফের এক অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "ওই দুই যুবককে আমরা নিজেদের হেফাজতে চাইব । তারা কোথা থেকে এই মূল্যবান বিষ পেল তাও জানার চেষ্টা করা হবে । আজ গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আমরা গ্রেফতার করেছি।"
অভিযুক্তরা হলেন বিবেক অগ্রহরি, বয়স 21 বছর ৷ তাঁর বাড়ি তিলজনা থানা এলাকায় ৷ অন্যজন হলেন তানিষ্ক পান্ডে, তাঁর বয়সও 21 বছর ৷ তানিষ্কের বাড়ি কসবা থানা এলাকায়। লালবাজারের তরফে খবর, বেশ কিছুদিন ধরেই গোপন সূত্রে বিষ পাচারের খবর পাচ্ছিল তদন্তকারীরা ৷ এর জেরে কলকাতার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ । জানা গিয়েছিল যে সাপের বিষ সরবরাহের জন্য মাঝেমধ্যেই কলকাতায় পা রাখছেন অভিযুক্তরা । এরপরেই পুলিশ খবর পায়, কলকাতার বাসিন্দা দুই যুবক এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন । তারপরেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন: সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের
কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, মূলত সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে এই সাপের বিষ পাচার হচ্ছে । পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য মণিপুরে এই কারবারের একটা সক্রিয় চক্র রয়েছে । বাংলাতে তারা তাদের জাল বিস্তার করেছে । রাজ্য এবং কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা এর আগেও সাপের বিষ পাচারের অভিযোগে অনেককে গ্রেফতার করেছে ৷ ওই সকল ব্যক্তিদের সঙ্গে এই দুই যুবকের কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও ভালোভাবে খতিয়ে দেখা হবে বলে লালবাজারের তরফে জানা গিয়েছে। এর থেকে নতুন কোনও তথ্য উঠে আসতে পারে বলেও তদন্তকারীদের অনুমান ৷