কলকাতা, 27 এপ্রিল: উত্তর কলকাতার কাশিপুর, বেলগাছিয়া থেকে শুরু করে দক্ষিণের বালিগঞ্জ প্লেস । কলকাতায় এরকম 227টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার । মূলত এই এলাকাগুলোতেই সংক্রমণ হয়েছে । তালিকায় রয়েছে বাগবাজার, পার্ক স্ট্রিট, ট্যাংরা, তপসিয়া, এন্টালি, বউবাজার, ভবানীপুর সহ বহু এলাকার নাম । অথচ হুঁশ নেই সাধারণ মানুষের । তারা দিব্যি লকডাউন ভেঙে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে । আজ দিনভর লকডাউন না মানার জন্য কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে 598 জনকে ।
কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । বারবার পুলিশের তরফে দেওয়া হচ্ছে সতর্কবার্তা । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বলা হচ্ছে বাড়িতে থাকার জন্য । সেটাই সংক্রমণ এড়ানোর একমাত্র পথ । কিন্তু তারপরেও মানুষজন বেরিয়ে পড়ছেন পথে । আর পুলিশও নাছোড়বান্দা । লকডাউনে কলকাতা জুড়ে চলছে নাকা চেকিং । সেই সূত্রে চেক করা হচ্ছে সমস্ত গাড়ি এবং বাইক আরোহীদের । দেখা হচ্ছে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তারা । মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন কিনা তাও দেখা হচ্ছে । কারণ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার ।
সোমবার কলকাতায় মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 146 জনকে । প্রকাশ্য থুতু ফেলে গ্রেপ্তার হয়েছেন 22 জন । মোট গাড়ি সিজ় করা হয়েছে 24টি ।