ETV Bharat / state

আরজি করের ঘটনার তদন্তের দায়িত্বে থাকা আইপিএস মুরলীধর শর্মার বদলি - IPS MURLIDHAR SHARMA TRANSFER

আইপিএস মুরলীধর শর্মাকে বদলি করা হল ৷ তিনি আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন ৷

IPS Murlidhar Sharma Transfer
আইপিএস মুরলীধর শর্মা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 11:02 PM IST

কলকাতা, 20 নভেম্বর: পুলিশের অতিরিক্ত নগরপাল মুরলিধর শর্মার বদলি ৷ তাঁকে পাঠানো হল ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে ৷ সেখানে তিনি ইনস্পেক্টর জেনারেল (আইজি) পদে বহাল হলেন ৷

বিশেষজ্ঞদের একাংশের মতে, পুলিশে দীর্ঘদিন ধরে থাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার যবনিকা পতন করা এই দুঁদে আইপিএস আধিকারিককে কম গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরিত করা হল। কিন্তু কেন ? এই বিষয়ে আইপিএস মহলের একাংশের দাবি, আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের এই পোড়খাওয়া আইপিএস আধিকারিক ৷

আরজি করে হাসপাতালের এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক- উভয় দিক দিয়েই চাপের মধ্যে পড়েছে রাজ্য সরকার ৷ চারদিনের মাথায় এই ধর্ষণ-খুনের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সম্ভবত এই সংক্রান্ত কারণে তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল ৷

তবে নবান্ন সূত্রে অবশ্য বলা হয়েছে, এটি একটি রুটিং বদলি ৷ এর আগে 2012 সালে পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনা ঘটেছিল। তাতে অভিযুক্ত কাদেরকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করেছিলেন কলকাতা পুলিশের তৎকালীন ডিসি (দক্ষিণ) এই মুরলীধর শর্মাই ৷ সেক্সপিয়ার সরণি থানার আওতাধীন তিন নম্বর রবিনসন স্ট্রিটে কঙ্কাল কাণ্ডের সময়েও কলকাতা পুলিশের তৎকালীন ডিসি সাউথ মুরলীধর শর্মা গোটা ঘটনার যবনিকা পতন করেছিলেন ৷ এদিন শুধুমাত্র মুরলীধর শর্মার বদলি হয়নি ৷ তাঁকে নিয়ে মোট ছ'জন আইপিএস-এর বদলি করা হয়েছে ৷

কলকাতা, 20 নভেম্বর: পুলিশের অতিরিক্ত নগরপাল মুরলিধর শর্মার বদলি ৷ তাঁকে পাঠানো হল ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে ৷ সেখানে তিনি ইনস্পেক্টর জেনারেল (আইজি) পদে বহাল হলেন ৷

বিশেষজ্ঞদের একাংশের মতে, পুলিশে দীর্ঘদিন ধরে থাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার যবনিকা পতন করা এই দুঁদে আইপিএস আধিকারিককে কম গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরিত করা হল। কিন্তু কেন ? এই বিষয়ে আইপিএস মহলের একাংশের দাবি, আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের এই পোড়খাওয়া আইপিএস আধিকারিক ৷

আরজি করে হাসপাতালের এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক- উভয় দিক দিয়েই চাপের মধ্যে পড়েছে রাজ্য সরকার ৷ চারদিনের মাথায় এই ধর্ষণ-খুনের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সম্ভবত এই সংক্রান্ত কারণে তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল ৷

তবে নবান্ন সূত্রে অবশ্য বলা হয়েছে, এটি একটি রুটিং বদলি ৷ এর আগে 2012 সালে পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনা ঘটেছিল। তাতে অভিযুক্ত কাদেরকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করেছিলেন কলকাতা পুলিশের তৎকালীন ডিসি (দক্ষিণ) এই মুরলীধর শর্মাই ৷ সেক্সপিয়ার সরণি থানার আওতাধীন তিন নম্বর রবিনসন স্ট্রিটে কঙ্কাল কাণ্ডের সময়েও কলকাতা পুলিশের তৎকালীন ডিসি সাউথ মুরলীধর শর্মা গোটা ঘটনার যবনিকা পতন করেছিলেন ৷ এদিন শুধুমাত্র মুরলীধর শর্মার বদলি হয়নি ৷ তাঁকে নিয়ে মোট ছ'জন আইপিএস-এর বদলি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.