মুম্বই ও রাঁচি, 20 নভেম্বর: মিটল দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ বুধবার মহারাষ্ট্রের 288টি এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় বা শেষ দফায় 38টি আসনে ভোট হল ৷ বিজেপির নেতৃত্বে মহাযুতি জোট শাসিত মহারাষ্ট্রে ভোট পড়েছে 58.22 শতাংশ ৷ ঝাড়খণ্ডে ভোট পড়েছে 67.59 শতাংশ ৷ আগামী 23 নভেম্বর ফল ঘোষণা ৷
বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা বলছে, দু'টি রাজ্যেই সহযোগী দলগুলিকে নিয়ে সরকার গড়ার জায়গায় আছে বিজেপি । কোনও কোনও সমীক্ষায় আবার উঠে এসেছে দু'টি জায়গাতেই কট্টর লড়াই হবে। কোনও সমীক্ষাই মহারাষ্ট্রে বিরোধীদের এগিয়ে না রাখলেও ঝাড়খণ্ডে বিরোধীরা জিতবে বলে উঠে এসেছে এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায়।
কী বলছে মহারাষ্ট্রের বুথফেরত সমীক্ষা ?
মারাঠা-ভূমে ভোটের লড়াই যে দারুণ উত্তেজক হতে চলেছে তা প্রচারের সময় থেকেই বোঝা গিয়েছিল। বুথ ফেরত সমীক্ষাতেও সেই ছবি ধরা পড়ল। টাইমস নাউ-জেভিসির মতে বিজেপি জোট 150টি থেকে 167টি আসন পাবে। অন্যদিকে কংগ্রেস-সহ বিরোধীরা পাবে 107টি থেকে 125টি আসন। অন্যরা পেতে পারে 13 থেকে 14 টি আসন। মানে এই সমীক্ষা অনুসারে নির্দল এবং ছোট ছোট দলগুলি সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে। আবার চাণক্য স্ট্র্যাটেজিস বলছে, 125 থেকে 140টি আসন পেতে পারে শাসক জোট । বিরোধীরা জিততে পারে 130 থেকে 138টি আসনে।
বুথ ফেরত সমীক্ষা
বুথ ফেরত সমীক্ষার সংস্থা | মহাযুতি জোট | এমভিএ জোট | অন্যান্য |
ম্য়াট্রিজ | 150-170 | 110-130 | 8-10 |
পি-মার্ক | 137-157 | 126-146 | 2-8 |
পিপল'স পালস | 175-195 | 85-112 | 7-12 |
লোকশাহী মারাঠী-রুদ্র | 128-142 | 125-140 | 18-23 |
চাণক্য স্ট্র্যাটেজিস | 152-160 | 130-138 | 6-8 |
দৈনিক ভাস্কর | 125-140 | 135-150 | 2-25 |
টাইমস নাউ-জেভিসি | 150-167 | 107-125 | 13-14 |
পোল ডায়েরি | 122-186 | 69-121 | 10-27 |
ইলেক্টোরাল এজ | 118 | 150 | 20 |
রাজ্যের 9.7 কোটি ভোটার 4 হাজার 136 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন আজ ৷ মহাযুতি জোটে বিজেপি 149টি, শিবসেনা (শিন্ডে শিবির) 81টি এবং এনসিপি (অজিত পাওয়ার) 59টি বিধানসভা আসনে লড়েছে ৷ এই রাজ্যে সরকার গড়ার ম্যাজিক ফিগার 145 ৷ অন্যদিকে বিরোধী এমভিএ জোটে কংগ্রেসের 101 জন প্রার্থী, শিবসেনা (উদ্ধব ঠাকরে) 95 জন এবং শরদ পাওয়ারের এনসিপি'র (এসপি) 86 জন প্রার্থী নির্বাচনে লড়েছেন ৷ এছাড়া বিএসপির 237 জন, এআইএমআইএম-এর 17 জন এই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷
মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার ছিল তারকাখচিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা দলের প্রার্থীদের জন্য জোরদার প্রচার চালিয়েছেন ৷
কী বলছে ঝাড়খণ্ডের বুথফেরত সমীক্ষা ?
আকারে ছোট হলেও জাতিগত সমীকরণ-সহ একাধিক কারণে ঝাড়খণ্ডের নির্বাচন নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে। তারপর অনেকেই ভেবেছিলেন তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ভালো ফল করবে। কিন্তু তা হয়নি। বিজেপির ফল ভালো হয়। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে সেই ধারা বজায় থাকতে চলেছে বিধানসভা নির্বাচনেও।
টাইমস নাউ-জেভিসি বলছে, 81 আসনের বিধানসভায় 40 থেকে 44টি আসন পাবে বিজেপি জোট। বিরোধীরা পাবে 30 থেকে 40টি আসন । অন্যদের দখলে যেতে পারে 1টি আসন। এক্সিস মাই ইন্ডিয়া অবশ্য বলছে ঝাড়খণ্ড জিতবে বিরোধীরা। তাদের হিসেব অনুযায়ী 25টি আসন পাবে এনডিএ। জেএমম-কংগ্রেস-সহ বিরোধীরা পাবে 53টি আসন। অন্যদের পক্ষে যাবে 3টি আসন । প্রসঙ্গত, আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত এই রাজ্যের 528 জন প্রার্থীদের মধ্যে জনপ্রতিনিধিদের বেছে নিয়েছেন 1.23 কোটি ভোটার ৷ 81টি আসনের এই রাজ্যে সরকার গড়ার ম্যাজিক ফিগার 41 ৷
এনডিএ | ইন্ডিয়া | অন্যান্য | |
ম্য়াট্রিজ | 42-47 | 25-30 | 1-4 |
পি-মার্ক | 31-40 | 37-47 | 1-6 |
পিপল'স পালস | 44-53 | 25-37 | 5-9 |
টাইমস নাউ-জেভিসি | 40-44 | 30-40 | 1 |
এক্সিস মাই ইন্ডিয়া | 25 | 53 | 3 |
দৈনিক ভাস্কর | 37-40 | 36-39 | 0-2 |
চাণক্য স্ট্র্যাটেজিস | 45-50 | 35-58 | 3-5 |
ইলেক্টোরাল এজ | 32 | 42 | 7 |