ETV Bharat / state

ক্যামাক স্ট্রিটে অভিষেক-সুশান্ত বৈঠক, কী কথা হল ? - ABHISHEK BANERJEE

সুশান্ত ঘোষের সঙ্গে একান্তে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, এদিন মূলত কসবার ঘটনা নিয়েই দু'জনের মধ্যে কথা হয়েছে।

SHUSANTA GHOSH and ABHISHEK BANERJEE
সুশান্ত ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 10:59 PM IST

কলকাতা, 20 নভেম্বর: তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর সুশান্ত ঘোষের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার ক্যামাক স্ট্রিটে ডেকে নিয়ে আলাদা করে কাউন্সিলরের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । দু'জনের মধ্যে প্রায় এক ঘণ্টার কাছাকাছি কথা হয় । দলীয় সূত্রের খবর, এদিন মূলত কসবার ঘটনা নিয়েই দু'জনের মধ্যে কথা হয়েছে ।

সাম্প্রতিক অতীতে এই তৃণমূল কাউন্সিলরকে বলতে শোনা গিয়েছিল যেভাবে গুলি চালানোর ঘটনাটি ঘটছে তাতে ক্রমশ রাজনীতির উপর বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন । রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয় নিয়েও ভাবছেন । যদিও এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর সঙ্গে ফোনে কথা বলেন । তাতে খানিকটা আশ্বস্তও হন সুশান্ত । তারপর তিনি নিজেই জানিয়ে দেন রাজনীতি ছাড়ার কথা ভাবছেন না ।

এতকিছুর পর জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কাউন্সিলরকে নিজের অফিসে ডেকে নেন । দীর্ঘক্ষণ একান্তে তাঁদের মধ্যে কথা হয় । অভিষেক তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন । দল যে এই অবস্থায় সম্পূর্ণভাবে তাঁর পাশে রয়েছে সেই বার্তা দেওয়ার চেষ্টাও করেছেন । একই সঙ্গে দলের কোনও কিছু নিয়ে তাঁর কোনও অভিযোগ আছে কিনা তাও জানার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে ।

যদিও এদিনের বৈঠক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত ঘোষ কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের অন্তরে সবচেয়ে আলোচনার বিষয় সাংগঠনিক রদবদল । এই নিয়ে চর্চার মধ্যে আচমকাই কাউন্সিল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ সুশান্ত ঘোষের বৈঠকের পর এর প্রভাব পরবর্তী সাংগঠনিক রদ বদলে পড়ে কিনা সেটাও এখন দেখার ।

মাত্র কয়েকদিন আগে আচমকাই কলকাতার পুরনিগমের দীর্ঘদিনের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে এক নাবালক । কিন্তু ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি চলেনি । পরবর্তী সময়ে এই ঘটনার মূল অভিযুক্ত-সহ বাকিদের গ্রেফতার করা হয়েছে ।

কলকাতা, 20 নভেম্বর: তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর সুশান্ত ঘোষের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার ক্যামাক স্ট্রিটে ডেকে নিয়ে আলাদা করে কাউন্সিলরের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । দু'জনের মধ্যে প্রায় এক ঘণ্টার কাছাকাছি কথা হয় । দলীয় সূত্রের খবর, এদিন মূলত কসবার ঘটনা নিয়েই দু'জনের মধ্যে কথা হয়েছে ।

সাম্প্রতিক অতীতে এই তৃণমূল কাউন্সিলরকে বলতে শোনা গিয়েছিল যেভাবে গুলি চালানোর ঘটনাটি ঘটছে তাতে ক্রমশ রাজনীতির উপর বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন । রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয় নিয়েও ভাবছেন । যদিও এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর সঙ্গে ফোনে কথা বলেন । তাতে খানিকটা আশ্বস্তও হন সুশান্ত । তারপর তিনি নিজেই জানিয়ে দেন রাজনীতি ছাড়ার কথা ভাবছেন না ।

এতকিছুর পর জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কাউন্সিলরকে নিজের অফিসে ডেকে নেন । দীর্ঘক্ষণ একান্তে তাঁদের মধ্যে কথা হয় । অভিষেক তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন । দল যে এই অবস্থায় সম্পূর্ণভাবে তাঁর পাশে রয়েছে সেই বার্তা দেওয়ার চেষ্টাও করেছেন । একই সঙ্গে দলের কোনও কিছু নিয়ে তাঁর কোনও অভিযোগ আছে কিনা তাও জানার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে ।

যদিও এদিনের বৈঠক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত ঘোষ কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের অন্তরে সবচেয়ে আলোচনার বিষয় সাংগঠনিক রদবদল । এই নিয়ে চর্চার মধ্যে আচমকাই কাউন্সিল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ সুশান্ত ঘোষের বৈঠকের পর এর প্রভাব পরবর্তী সাংগঠনিক রদ বদলে পড়ে কিনা সেটাও এখন দেখার ।

মাত্র কয়েকদিন আগে আচমকাই কলকাতার পুরনিগমের দীর্ঘদিনের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে এক নাবালক । কিন্তু ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি চলেনি । পরবর্তী সময়ে এই ঘটনার মূল অভিযুক্ত-সহ বাকিদের গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.