ETV Bharat / sports

ইডেনে পর্যুদস্ত বাটলাররা, ইংল্য়ান্ডের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় ভারতের - INDIA VS ENGLAND 1ST T20I

ইডেনে সাত উইকেটে জয় সূর্যকুমার অ্যান্ড কোম্পানির ৷ 43 বল বাকি থাকতে এই জয় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20'তে ভারতের সবচেয়ে বড় জয় ৷

ABHISHEK SHARMA
অর্ধশতরানের পর অভিষেক (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 22, 2025, 10:12 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: বিশ্বচ্যাম্পিয়নদের পারফরম্যান্স কেমন হওয়া উচিত? ইডেন গার্ডেন্সে বুধবার সন্ধেয় দেখাল সূর্য অ্যান্ড কোম্পানি ৷ তারকাখচিত ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই সহজ হবে না ৷ সিরিজ শুরুর আগে বলাবলি করছিলেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু ইডেনে সাত উইকেটে জিতে সূর্যকুমার অ্যান্ড কোম্পানি বোঝাল মহাতারকাদের প্রস্থানের পরেও সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতীয় দল রয়েছে বিশ্বস্ত হাতেই ৷ গত তিনটি সিরিজে জয়ের ধারা বজায় রেখে পাঁচম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত ৷

মাত্র 12.5 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় 133 রান তুলে ফেলল 'মেন ইন ব্লু' ৷ অর্থাৎ, ক্রিকেটের নন্দনকাননে ভারত জিতল 43 বলে বাকি থাকতে ৷ যা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20'তে ভারতের সবচেয়ে বড় জয় (বল বাকির নিরিখে) ৷ বল হাতে এদিন ভারতের জয়ের নায়ক যদি হন বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং, তাহলে ব্য়াট হাতে ভারতকে জেতালেন ওপেনার অভিষেক শর্মা ৷ সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 34 বলে বিধ্বংসী 79 রান এলে বাঁ-হাতি ওপেনারের ব্য়াট থেকে ৷ 20 বলে অর্ধশতরান পূর্ণ করা ওপেনার মারলেন পাঁচটি ছয়, আটটি ছক্কা ৷

19 রানে অপরাজিত রইলেন তিলক বর্মা ৷ ম্যাচের উইনিং স্ট্রোক এল তাঁর ব্যাটেই ৷ শুরুটা ভালো করেও অবশ্য 26 রানে ফিরতে হল আরেক ওপেনার সঞ্জু স্যামসনকে ৷ 21 রানে জোফ্রা আর্চারের জোড়া উইকেট ছাড়া ভারতীয় ব্যাটিংয়ের সামনে অসহায় ইংরেজ বোলাররা ৷ যেমনটা শুরুতে এদিন ছিলেন সফরকারী দলের ব্য়াটাররা ৷ বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিংদের দাপুটে বোলিংয়ের সামনে ইডেনের পিচে এদিন একা লড়াই করেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ 44 বলে 68 রান করেন তিনি ৷

মাত্র তিন ইংরেজ ব্য়াটারই দু'অঙ্কের রানে পৌঁছতে সমর্থ হন ৷ 23 রানে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী ৷ চেনা ইডেনে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন তিনি ৷ দু'টি করে উইকেট নেন আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্য়াটেল ৷ ইডেনে এদিন ইংল্য়ান্ড ফিল্ডিংয়েরও হতশ্রী দশা ৷ চার-পাঁচটি ক্য়াচ ফেলে ভারতের জয় সহজ করে দিলেন ব্র্যান্ডন ম্যাককালোমের ছেলেরা ৷ 25 জানুয়ারি চিপকে সিরিজের দ্বিতীয় ম্য়াচ খেলবে দুই দল ৷

আরও পড়ুন:

কলকাতা, 22 জানুয়ারি: বিশ্বচ্যাম্পিয়নদের পারফরম্যান্স কেমন হওয়া উচিত? ইডেন গার্ডেন্সে বুধবার সন্ধেয় দেখাল সূর্য অ্যান্ড কোম্পানি ৷ তারকাখচিত ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই সহজ হবে না ৷ সিরিজ শুরুর আগে বলাবলি করছিলেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু ইডেনে সাত উইকেটে জিতে সূর্যকুমার অ্যান্ড কোম্পানি বোঝাল মহাতারকাদের প্রস্থানের পরেও সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতীয় দল রয়েছে বিশ্বস্ত হাতেই ৷ গত তিনটি সিরিজে জয়ের ধারা বজায় রেখে পাঁচম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত ৷

মাত্র 12.5 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় 133 রান তুলে ফেলল 'মেন ইন ব্লু' ৷ অর্থাৎ, ক্রিকেটের নন্দনকাননে ভারত জিতল 43 বলে বাকি থাকতে ৷ যা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20'তে ভারতের সবচেয়ে বড় জয় (বল বাকির নিরিখে) ৷ বল হাতে এদিন ভারতের জয়ের নায়ক যদি হন বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং, তাহলে ব্য়াট হাতে ভারতকে জেতালেন ওপেনার অভিষেক শর্মা ৷ সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 34 বলে বিধ্বংসী 79 রান এলে বাঁ-হাতি ওপেনারের ব্য়াট থেকে ৷ 20 বলে অর্ধশতরান পূর্ণ করা ওপেনার মারলেন পাঁচটি ছয়, আটটি ছক্কা ৷

19 রানে অপরাজিত রইলেন তিলক বর্মা ৷ ম্যাচের উইনিং স্ট্রোক এল তাঁর ব্যাটেই ৷ শুরুটা ভালো করেও অবশ্য 26 রানে ফিরতে হল আরেক ওপেনার সঞ্জু স্যামসনকে ৷ 21 রানে জোফ্রা আর্চারের জোড়া উইকেট ছাড়া ভারতীয় ব্যাটিংয়ের সামনে অসহায় ইংরেজ বোলাররা ৷ যেমনটা শুরুতে এদিন ছিলেন সফরকারী দলের ব্য়াটাররা ৷ বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিংদের দাপুটে বোলিংয়ের সামনে ইডেনের পিচে এদিন একা লড়াই করেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ 44 বলে 68 রান করেন তিনি ৷

মাত্র তিন ইংরেজ ব্য়াটারই দু'অঙ্কের রানে পৌঁছতে সমর্থ হন ৷ 23 রানে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী ৷ চেনা ইডেনে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন তিনি ৷ দু'টি করে উইকেট নেন আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্য়াটেল ৷ ইডেনে এদিন ইংল্য়ান্ড ফিল্ডিংয়েরও হতশ্রী দশা ৷ চার-পাঁচটি ক্য়াচ ফেলে ভারতের জয় সহজ করে দিলেন ব্র্যান্ডন ম্যাককালোমের ছেলেরা ৷ 25 জানুয়ারি চিপকে সিরিজের দ্বিতীয় ম্য়াচ খেলবে দুই দল ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.