কলকাতা, 12 ফেব্রুয়ারি : রাজ্য বিজেপির তরফে বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবি উঠলেও শেষমেশ রাজ্য পুলিশের দায়িত্বেই হচ্ছে পৌরভোট ৷ এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । বিধাননগরের পৌরভোটকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয়, তাই বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধাননগর পৌরনিগম (Kolkata Police and CCTV Surveillance in Four Municipal Corporation Elections 2022) । বিধাননগরের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন এডিজি, এসটিএফ, সিআইডি জ্ঞানবন্ত সিং। তাঁকে সাহায্য করবেন আইজি সিআইডি আনন্দ কুমার ও বিধাননগরের সিপি সুপ্রতিম সরকার । অন্যদিকে শিলিগুড়িতে থাকছেন ডিপি সিং, চন্দননগরে সুনীল চৌধুরী এবং আসানসোলে থাকবেন সঞ্জয় সিং।
চারটি পৌরনিগমে বুথের সংখ্যা:
বিধাননগর - 523
চন্দননগর - 176
আসানসোল - 1182
শিলিগুড়ি - 502
ভোটগ্রহণ কেন্দ্র:
বিধাননগর - 209
চন্দননগর - 62
আসানসোল - 509
শিলিগুড়ি - 150
ইভিএম-এর সংখ্যা:
বিধাননগর - 740
চন্দননগর - 261
আসানসোল - 1664
শিলিগুড়ি - 705
ভোটারের সংখ্যা:
বিধাননগর - 4 লক্ষ 46 হাজার 740
চন্দননগর - 1 লক্ষ 44 হাজার 839
আসানসোল - 9 লক্ষ 42 হাজার 90
শিলিগুড়ি - 4 লক্ষ 2 হাজার 895
প্রতিটি পৌরনিগমে চারজন সাধারণ পর্যবেক্ষক ও একজন বিশেষ পর্যবেক্ষক মোতায়ন থাকবেন ।
আরও পড়ুন : Corporation Election 2022 : রাত পোহালেই চার পৌরনিগমে ভোট, বিশেষ কন্ট্রোলরুম বিজেপির
গতকাল পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনে যত সংখ্যক এফআইআর জমা পড়েছে, তার সংখ্যা:
বিধাননগর - 137
চন্দননগর - 32
আসানসোল - 324
শিলিগুড়ি - 139
এছাড়া বিভিন্ন ছোটখাটো ঘটনা ও গণ্ডগোলে যাঁরা আহত হয়েছেন :
বিধাননগর: 10
আসানসোল: 2
শিলিগুড়ি: 5
জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির সংখ্যা:
বিধাননগর: 91
চন্দননগর: 36
আসানসোল: 500
শিলিগুড়ি: 450
নির্বাচনকে ঘিরে সকাল 10টা থেকে থাকছে হেল্পলাইন । হেল্পলাইন নম্বর- 033-22900040/41 ৷
নির্বাচনে 2 হাজার 78টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে । তবে কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য কমিশন, তাই প্রত্যেকটি বুথে থাকবে সিসিটিভি-র নজরদারি ।
আরও পড়ুন : AMC Election 2022 : ভোটের আগে ম্যারেজ হলে বহিরাগতরা, অভিযোগ পেয়ে আটক করল পুলিশ