ETV Bharat / state

বাড়ির অ্যাসেসমেন্ট, মিউটেশন আটকে রয়েছে ? চটজলদি সমাধানে আসছে 'দুয়ারে কেএমসি' - অ্যাসেসমেন্ট

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য়জুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ তাই বহু নাগরিকের পক্ষে কলকাতা পৌরনিগমের দফতরে গিয়ে তাঁদের বাড়ি, ফ্ল্যাট, আবাসনের অ্যাসেসমেন্ট, মিউটেশন সংক্রান্ত কাজ করা সম্ভব হচ্ছে না ৷ এদিকে পৌরনিগমেরও বকেয়া করের পরিমাণ বেড়ে চলেছে ৷ সমস্যা সমাধানে এবার পৌরনিগমের প্রতিনিধিদল পৌঁছে যাবে জনসাধারণের বাড়িতে ৷

"দুয়ারে কেএমসি" চালু করছে কলকাতা পৌরনিগম
"দুয়ারে কেএমসি" চালু করছে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jul 9, 2021, 7:00 AM IST

Updated : Jul 9, 2021, 7:12 AM IST

কলকাতা, 9 জুলাই : "দুয়ারে রেশন"-এর পর এবার "দুয়ারে কেএমসি" প্রকল্প । আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা পৌরনিগম "দুয়ারে কেএমসি" শুরু করতে চলেছে । এই প্রকল্পে কলকাতা পৌরনিগমের আধিকারিকরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে । শহরের 144 টি ওয়ার্ডে চালু হচ্ছে এই প্রকল্প । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা পৌরনিগম এই পদক্ষেপ করছে ।

বহু নাগরিকের বাড়ি, ফ্ল্যাট, আবাসনের অ্যাসেসমেন্ট ও মিউটেশন বাকি রয়েছে । কিন্তু করোনা অতিমারিতে রাজ্যজুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ সাধারণ মানুষ তাঁদের বাড়ি-ফ্ল্যাট অথবা আবাসনের অ্যাসেসমেন্ট ও মিউটেশন করাতে পৌরনিগমে আসতে পারছেন না ৷ তাই সমস্যা সমাধানে এবার তাঁদের বাড়িতে পৌঁছে যাবে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীরা : পার্থ

প্রত্যেক ওয়ার্ডে কলকাতা পৌরনিগমের প্রতিনিধিদল ক্যাম্প করবে । যে আবাসনগুলির অ্যাসেসমেন্ট ও মিউটেশন হয়নি, সেই সব আবাসনে ক্যাম্প করে সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ও মিউটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন পৌরকর্মীরা । যাঁদের বাড়ির অ্যাসেসমেন্ট বা মিউটেশন হয়নি, তাঁরাও নিজেদের অ্যাসেসমেন্ট ও মিউটেশন জমা দিতে পারবেন । কলকাতার কোনও নাগরিককে কলকাতা পৌরনিগমের সদর দফতরে বা পৌরনিগমের অন্যান্য অফিসগুলিতে যেতে হবে না । এতে নাগরিকদের দুর্ভোগ কমবে । কলকাতা পৌরনিগমের অ্যাসেসমেন্ট ও মিউটেশনের বিপুল অঙ্কের কর বাকি রয়েছে । তাই পাশাপাশি চলবে পৌরনিগমের বকেয়া কর আদায়ের কাজও ।

এর আগে "দুয়ারে কেএমসি" শুরুর সিদ্ধান্ত নিলেও কড়া বিধিনিষেধের ফলে তা বন্ধ হয়ে যায় । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে এই প্রকল্প শুরু করা হবে । কলকাতায় ভবানীপুর এলাকায় প্রথম সূচনা হবে, এরপর ধাপে ধাপে কলকাতার 144 টি ওয়ার্ডে কলকাতা পৌরনিগম ক্যাম্প করবে ।

কলকাতা, 9 জুলাই : "দুয়ারে রেশন"-এর পর এবার "দুয়ারে কেএমসি" প্রকল্প । আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা পৌরনিগম "দুয়ারে কেএমসি" শুরু করতে চলেছে । এই প্রকল্পে কলকাতা পৌরনিগমের আধিকারিকরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে । শহরের 144 টি ওয়ার্ডে চালু হচ্ছে এই প্রকল্প । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা পৌরনিগম এই পদক্ষেপ করছে ।

বহু নাগরিকের বাড়ি, ফ্ল্যাট, আবাসনের অ্যাসেসমেন্ট ও মিউটেশন বাকি রয়েছে । কিন্তু করোনা অতিমারিতে রাজ্যজুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ সাধারণ মানুষ তাঁদের বাড়ি-ফ্ল্যাট অথবা আবাসনের অ্যাসেসমেন্ট ও মিউটেশন করাতে পৌরনিগমে আসতে পারছেন না ৷ তাই সমস্যা সমাধানে এবার তাঁদের বাড়িতে পৌঁছে যাবে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীরা : পার্থ

প্রত্যেক ওয়ার্ডে কলকাতা পৌরনিগমের প্রতিনিধিদল ক্যাম্প করবে । যে আবাসনগুলির অ্যাসেসমেন্ট ও মিউটেশন হয়নি, সেই সব আবাসনে ক্যাম্প করে সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ও মিউটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন পৌরকর্মীরা । যাঁদের বাড়ির অ্যাসেসমেন্ট বা মিউটেশন হয়নি, তাঁরাও নিজেদের অ্যাসেসমেন্ট ও মিউটেশন জমা দিতে পারবেন । কলকাতার কোনও নাগরিককে কলকাতা পৌরনিগমের সদর দফতরে বা পৌরনিগমের অন্যান্য অফিসগুলিতে যেতে হবে না । এতে নাগরিকদের দুর্ভোগ কমবে । কলকাতা পৌরনিগমের অ্যাসেসমেন্ট ও মিউটেশনের বিপুল অঙ্কের কর বাকি রয়েছে । তাই পাশাপাশি চলবে পৌরনিগমের বকেয়া কর আদায়ের কাজও ।

এর আগে "দুয়ারে কেএমসি" শুরুর সিদ্ধান্ত নিলেও কড়া বিধিনিষেধের ফলে তা বন্ধ হয়ে যায় । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে এই প্রকল্প শুরু করা হবে । কলকাতায় ভবানীপুর এলাকায় প্রথম সূচনা হবে, এরপর ধাপে ধাপে কলকাতার 144 টি ওয়ার্ডে কলকাতা পৌরনিগম ক্যাম্প করবে ।

Last Updated : Jul 9, 2021, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.