কলকাতা, 23 মে : কলকাতা পৌরনিগমের তরফে প্রবীণ নাগরিকদের জন্য ফের চালু হচ্ছে করোনা টিকার প্রথম ডোজ় ৷ প্রথম দফায় ষাটোর্ধ্ব অনেক প্রবীণ নাগরিক করোনার প্রথম ডোজ় নেননি ৷ যাঁরা টিকাকরণ থেকে বাদ পড়েছিলেন , তাঁদের জন্যই ফের এই ব্যবস্থা চালু করা হল ৷ গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন । সেখানেই তিনি প্রবীণ নাগরিকদের টিকাকরণ চালু করার নির্দেশ দেন।
সেইসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, বাজারের মাছ, সবজি বিক্রেতা ও মুদি দোকান ব্যবসায়ীদের টিকা নেওয়া বেশি প্রয়োজন । কারণ বাজার থেকে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে । অনেক সময়ে বাজারের মাছ সবজি বিক্রেতারা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন না । সেক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের বাজারে গিয়ে বিক্রেতাদের বুঝিয়ে করোনা টিকার ডোজ় দেওয়ার ব্যবস্থা করতে হবে । আধার কার্ডে বাজার কমিটি স্টাম্প দিলেই বিনামূল্যে বাজারের বিক্রেতাদের করোনা টিকা দেবে পৌরনিগম ।
আরও পড়ুন : বাঁকুড়ায় 3 জনের শরীরে মিলল ব্ল্যাক ফাংগাসের হদিস
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে কার্যত লকডাউন চলছে ৷ ফলে সংক্রমণ কিছুটা হলেও কমেছে ৷ করোনা সংক্রমণকে রুখতে ফের বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজ়েশন শুরুর উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ কলকাতার 10,11,12,13 ও 16 নম্বর বোরোতে করোনা সংক্রমণ সবথেকে বেশি ৷ তাই এই বোরোগুলিতে বেশি করে স্যানিটাইজেশন অভিযান শুরু করবে কলকাতা পৌরনিগম।
অন্যদিকে উত্তর কলকাতার দুই নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ শেঠ লেন মহিলা হোস্টেলে প্রায় 40 টি ঘরের একটি সেফহোম চালু করেছেন স্থানীয় বিধায়ক অতীন ঘোষ । পাশাপাশি দক্ষিণ কলকাতার 89 মিলন সংঘ সৌমিত্র নামে আরও একটি সেফহোম উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার ।