ETV Bharat / state

পাম্পিং স্টেশনের গাফিলতিতেই জল-যন্ত্রণা, একাধিক নির্দেশ কলকাতা পৌরনিগমের - কলকাতা

এদিন তারক সিং জানান, বেহালা, মহেশতলা, পর্ণশ্রী, ডায়মন্ড হারবার রোডের দু'ধারে দিনের পর দিন জল জমে রয়েছে পাম্পিং স্টেশনগুলি গাফিলতির জন্যেই ৷ এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন তিনি ।

পাম্পিং স্টেশনেই গলদ গাফিলতির জেরে শহরে জল-যন্ত্রণা
পাম্পিং স্টেশনেই গলদ গাফিলতির জেরে শহরে জল-যন্ত্রণা
author img

By

Published : Jun 23, 2021, 5:58 AM IST

কলকাতা, 23 জুন: জল জমার কারণ খতিয়ে দেখতেই উঠে এল অভ্যন্তরীণ গলদ ৷ গলদ পাম্পিং স্টেশনগুলির ৷ কড়া পদক্ষেপ নিল কলকাতা পৌরনিগম ৷ 38 টি বিষয় নিয়ে নতুন 'এসওপি' তৈরি করল পৌরনিগম । বাড়ানো হচ্ছে পাম্পিং স্টেশন ও সেখানকার কর্মীদের ওপর নজরদারী ৷

গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা । জলমগ্ন হওয়ার কারণ খতিয়ে দেখতে গিয়ে নিকাশি পাম্পিং স্টেশনগুলির গাফিলতিই উঠে এসেছে সামনে । সেই কারণেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পৌরনিগম । পৌরনিগম প্রশাসক মণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের প্রধান তারক সিং বিভিন্ন পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত ঠিকাদার ও কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন সোমবার । সেখানেই বেশকিছু গাফিলতির প্রসঙ্গ এসেছে । বড়সড় গাফিলতি ধরা পড়েছে দক্ষিণ কলকাতার একটি পাম্পিং স্টেশনে । যা দায়ী বেহালার জলমগ্ন পরিস্থিতির জন্যে ।

এদিন তারক সিং জানান, বেহালা, মহেশতলা, পর্ণশ্রী, ডায়মন্ড হারবার রোডের দু'ধারে দিনের পর দিন জল জমে রয়েছে পাম্পিং স্টেশনগুলির গাফিলতির জন্যেই ৷ এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছন তিনি । কোন কোন পাম্পিং স্টেশনে কী কী গাফিলতি রয়েছে তা তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। গাফিলতি বন্ধ করতেই কড়া পদক্ষেপ নেওয়ার জন্যে পৌর প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন তারক সিং ।

আরও পড়ুন : Firhad Hakim : বিশ্বব্যাঙ্কের টাকায় সংস্কার হবে টালি নালা, জানালেন ফিরহাদ

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি পাম্পিং স্টেশনে বসানো হচ্ছে সিসিটিভি । সিসিটিভি থেকে নজর রাখা হবে পাম্পিং স্টেশনের ভেতরে কর্মীরা ঠিকমতো কাজ করছেন কি-না । কলকাতা পৌরনিগমের সদর দফতর থেকে প্রত্যেকটি পাম্পিং স্টেশনের উপর নজরদারি চালানো হবে । পাম্পিং স্টেশনগুলিতে বসানো হচ্ছে বায়োমেট্রিক । পৌরকর্মীরা ঠিক সময়ে কাজে যোগদান করছে কি-না, কে কখন কাজে আসছেন, সেই বিষয়েও নজরদারি চালানো হবে এবার থেকে ।

কলকাতা, 23 জুন: জল জমার কারণ খতিয়ে দেখতেই উঠে এল অভ্যন্তরীণ গলদ ৷ গলদ পাম্পিং স্টেশনগুলির ৷ কড়া পদক্ষেপ নিল কলকাতা পৌরনিগম ৷ 38 টি বিষয় নিয়ে নতুন 'এসওপি' তৈরি করল পৌরনিগম । বাড়ানো হচ্ছে পাম্পিং স্টেশন ও সেখানকার কর্মীদের ওপর নজরদারী ৷

গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা । জলমগ্ন হওয়ার কারণ খতিয়ে দেখতে গিয়ে নিকাশি পাম্পিং স্টেশনগুলির গাফিলতিই উঠে এসেছে সামনে । সেই কারণেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পৌরনিগম । পৌরনিগম প্রশাসক মণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের প্রধান তারক সিং বিভিন্ন পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত ঠিকাদার ও কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন সোমবার । সেখানেই বেশকিছু গাফিলতির প্রসঙ্গ এসেছে । বড়সড় গাফিলতি ধরা পড়েছে দক্ষিণ কলকাতার একটি পাম্পিং স্টেশনে । যা দায়ী বেহালার জলমগ্ন পরিস্থিতির জন্যে ।

এদিন তারক সিং জানান, বেহালা, মহেশতলা, পর্ণশ্রী, ডায়মন্ড হারবার রোডের দু'ধারে দিনের পর দিন জল জমে রয়েছে পাম্পিং স্টেশনগুলির গাফিলতির জন্যেই ৷ এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছন তিনি । কোন কোন পাম্পিং স্টেশনে কী কী গাফিলতি রয়েছে তা তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। গাফিলতি বন্ধ করতেই কড়া পদক্ষেপ নেওয়ার জন্যে পৌর প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন তারক সিং ।

আরও পড়ুন : Firhad Hakim : বিশ্বব্যাঙ্কের টাকায় সংস্কার হবে টালি নালা, জানালেন ফিরহাদ

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি পাম্পিং স্টেশনে বসানো হচ্ছে সিসিটিভি । সিসিটিভি থেকে নজর রাখা হবে পাম্পিং স্টেশনের ভেতরে কর্মীরা ঠিকমতো কাজ করছেন কি-না । কলকাতা পৌরনিগমের সদর দফতর থেকে প্রত্যেকটি পাম্পিং স্টেশনের উপর নজরদারি চালানো হবে । পাম্পিং স্টেশনগুলিতে বসানো হচ্ছে বায়োমেট্রিক । পৌরকর্মীরা ঠিক সময়ে কাজে যোগদান করছে কি-না, কে কখন কাজে আসছেন, সেই বিষয়েও নজরদারি চালানো হবে এবার থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.