ETV Bharat / state

শহরের বিভিন্ন বস্তিতে সোয়াব পরীক্ষা করছে কলকাতা পৌরনিগম - COVID19 test in slams area

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার থেকে নিয়মিতভাবে কলকাতার শহরের বিভিন্ন বস্তির ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে সোয়াব পরীক্ষার উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । বিশেষ করে যেসব জায়গায় ইতিমধ্যেই সংক্রমণ হয়েছে বা উপসর্গ দেখা দিচ্ছে সেই সব এলাকা চিহ্নিত করে পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে ।

kolkata
কলকাতা পৌরনিগম
author img

By

Published : May 7, 2020, 2:34 PM IST

কলকাতা, 7মে : COVID-19 পরীক্ষা করবে কলকাতা পৌরনিগম । শহরের বস্তিগুলিতেও পরীক্ষা হবে । এছাড়াও ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে যেখানে কোরোনার সংক্রমণের সম্ভাবনা রয়েছে সেইসব এলাকায় গিয়ে সোয়াব পরীক্ষা করবেন পৌর স্বাস্থ্যকর্মীরা এবং পৌরচিকিৎসকরা ।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার থেকে নিয়মিতভাবে কলকাতার শহরের বিভিন্ন বস্তির ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে সোয়াব পরীক্ষার উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । বিশেষ করে যেসব জায়গায় ইতিমধ্যেই সংক্রমন হয়েছে বা উপসর্গ দেখা দিচ্ছে সেই সব এলাকা চিহ্নিত করে পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে । সেই নমুনা সংগ্রহ করে SSKM হাসপাতালে পাঠানো হবে । আজ থেকে মোবাইল সোয়াব টেস্ট শুরু করা হয়েছে । আজ কলকাতার ছয়টি জায়গা থেকে লালারসে নমুনা সংগ্রহ করেছেন পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ।

আজ চিকিৎসক শান্তনু সেন ফিরহাদ হাকিমের হাতে প্রোটেকশন গিয়ার হিসেবে বেশ কিছু সামগ্রী তুলে দেন । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ও কলকাতা পৌরনিগমের চিকিৎসকরা কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকা, কোরোনা আক্রান্ত এলাকা, বস্তিগুলোতে ভেতরে গিয়ে কাজ করছেন । তাই তাদের এই ধরনের পার্সোনাল প্রোটেকশন গিয়ারের প্রয়োজন ।

kolkata
কলকাতা পৌরনিগম

ফিরহাদ হাকিমের হাতে 300টি PPE , 300টি ভেসটিং, 400টি সার্জিকাল মাস্ক, 400 জোরা গ্লাভস, 1000 বোতল স্যানিটাইজ়ার তুলে দেন শান্তনু সেন । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে এই পদক্ষেপ করা হয় । শান্তনু সেন জানিয়েছেন, কলকাতা পৌরনিগম কোরোনা প্রতিরোধে অত্যন্ত সক্রিয় । এখনও মুম্বইয়ের মতো পরিস্থিতি হয়নি কলকাতায় । তাই পৌরস্বাস্থ্যকর্মীরা এবং পৌরচিকিৎসকরা যেইভাবে কাজ করছেন তাঁদের এই প্রোটেকশন গিয়ারগুলি অত্যন্ত প্রয়োজন ।


মেয়র বলেন, “এই পার্সোনাল প্রোটেকশন গিয়ারগুলি কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের দেওয়া হবে । আগামীদিনে যখন কলকাতা পৌরনিগমের কর্মীরা ও পৌরচিকিৎসকরা আক্রান্ত এলাকাগুলিতে যাবে তখন এই পার্সোনাল প্রোটেকশন ব্যবহার করবেন । এই গিয়ারগুলি এই সময় অত্যন্ত প্রয়োজনীয়।”

কলকাতা, 7মে : COVID-19 পরীক্ষা করবে কলকাতা পৌরনিগম । শহরের বস্তিগুলিতেও পরীক্ষা হবে । এছাড়াও ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে যেখানে কোরোনার সংক্রমণের সম্ভাবনা রয়েছে সেইসব এলাকায় গিয়ে সোয়াব পরীক্ষা করবেন পৌর স্বাস্থ্যকর্মীরা এবং পৌরচিকিৎসকরা ।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার থেকে নিয়মিতভাবে কলকাতার শহরের বিভিন্ন বস্তির ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে সোয়াব পরীক্ষার উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । বিশেষ করে যেসব জায়গায় ইতিমধ্যেই সংক্রমন হয়েছে বা উপসর্গ দেখা দিচ্ছে সেই সব এলাকা চিহ্নিত করে পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে । সেই নমুনা সংগ্রহ করে SSKM হাসপাতালে পাঠানো হবে । আজ থেকে মোবাইল সোয়াব টেস্ট শুরু করা হয়েছে । আজ কলকাতার ছয়টি জায়গা থেকে লালারসে নমুনা সংগ্রহ করেছেন পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ।

আজ চিকিৎসক শান্তনু সেন ফিরহাদ হাকিমের হাতে প্রোটেকশন গিয়ার হিসেবে বেশ কিছু সামগ্রী তুলে দেন । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ও কলকাতা পৌরনিগমের চিকিৎসকরা কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকা, কোরোনা আক্রান্ত এলাকা, বস্তিগুলোতে ভেতরে গিয়ে কাজ করছেন । তাই তাদের এই ধরনের পার্সোনাল প্রোটেকশন গিয়ারের প্রয়োজন ।

kolkata
কলকাতা পৌরনিগম

ফিরহাদ হাকিমের হাতে 300টি PPE , 300টি ভেসটিং, 400টি সার্জিকাল মাস্ক, 400 জোরা গ্লাভস, 1000 বোতল স্যানিটাইজ়ার তুলে দেন শান্তনু সেন । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে এই পদক্ষেপ করা হয় । শান্তনু সেন জানিয়েছেন, কলকাতা পৌরনিগম কোরোনা প্রতিরোধে অত্যন্ত সক্রিয় । এখনও মুম্বইয়ের মতো পরিস্থিতি হয়নি কলকাতায় । তাই পৌরস্বাস্থ্যকর্মীরা এবং পৌরচিকিৎসকরা যেইভাবে কাজ করছেন তাঁদের এই প্রোটেকশন গিয়ারগুলি অত্যন্ত প্রয়োজন ।


মেয়র বলেন, “এই পার্সোনাল প্রোটেকশন গিয়ারগুলি কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের দেওয়া হবে । আগামীদিনে যখন কলকাতা পৌরনিগমের কর্মীরা ও পৌরচিকিৎসকরা আক্রান্ত এলাকাগুলিতে যাবে তখন এই পার্সোনাল প্রোটেকশন ব্যবহার করবেন । এই গিয়ারগুলি এই সময় অত্যন্ত প্রয়োজনীয়।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.