ETV Bharat / state

কোরোনা সংক্রমণ রুখতে KMC-র হাতিয়ার হলুদ ব্যাগ ও বিন

author img

By

Published : Aug 19, 2020, 6:00 AM IST

পৌর নিগমের তরফ থেকে সংক্রমিত বাড়ি থেকে সেই হলুদ প্লাস্টিকের ব্যাগ গুলো সংগ্রহ করবে। এছাড়াও শহরজুড়ে হলুদ ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। ব্যবহৃত গ্লাভস মাক্স সার্জিক্যাল ক্যাপ রাস্তায় যত্রতত্র না ফেলে নির্দিষ্ট হলুদ ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক করা হয়েছে।

KMC
KMC

কলকাতা, 19 অগাস্ট : কোরোনার সংক্রমণ রুখতে এবার কলকাতা পৌর নিগমের নতুন হাতিয়ার হলুদ ব্যাগ। হোম আইসোলেশনে থাকা কোরোনা আক্রান্তদের জন্য এই হলুদ ব্যাগ ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম। কোরোনা আক্রান্তের ব্যবহৃত বর্জ্য ফেলার জন্য ব্যবহার করা হবে হলুদ ব্যাগ গুলি। হোম আইসোলেশন এ থাকা রোগীদের বাড়িতে কলকাতা পৌরনিগম এই হলুদ ব্যাগ গুলো পৌছে দেবে।

পৌর নিগমের তরফ থেকে সংক্রমিত বাড়ি থেকে সেই হলুদ প্লাস্টিকের ব্যাগ গুলো সংগ্রহ করবে। এছাড়াও শহরজুড়ে হলুদ ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। ব্যবহৃত গ্লাভস মাক্স সার্জিক্যাল ক্যাপ রাস্তায় যত্রতত্র না ফেলে নির্দিষ্ট হলুদ ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক করা হয়েছে।

কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগ নিয়োগ দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ জানিয়েছেন প্রতিটি ওয়ার্ডে সংক্রমিত বাড়িগুলোতে এই হলুদ ব্যাগ পৌঁছে দেওয়া হবে। এবং হোম আইসোলেশন এ থাকা রোগীদের এই হলুদ ব্যবহার করা বাধ্যতামূলক। শুধু পৌঁছে দেওয়া নয় তার ওপর নজরদারি ও রাখা হবে। যাতে কোরোনা আক্রান্ত রোগীর ব্যবহৃত জিনিস পত্র ও মেডিকেল ওয়েস্ট নির্দিষ্টভাবে ওই প্যাকেটেই ফেলা হয়। কোনমতেই পুর নিগমের ডাস্টবিন এ না ফেলা হয়। নিয়ম ভাঙলে সতর্ক করার জন্য চিঠি পাঠাবে কলকাতা পৌরনিগম। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন অতীন ঘোষ।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন হোম আইসোলেশন এ থাকা ব্যক্তি নিয়ম ভাঙলে নিজেদের খরচায় বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে। কলকাতা পৌরনিগম ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি থেকে হলুদ ব্যাগ সংগ্রহ করার জন্য। তবে নিয়ম ভাঙলে ব্যক্তিগত খরচে মেডিকেল ওয়েস্ট ব্যবহৃত বর্জ্য ফেলতে হবে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে।

রাস্তায় যত্রতত্রভাবে মুখের মাক্স গ্লাভস মেডিকেল ওয়েস্ট থেকে কোরোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং পুর কর্মীরাও সংক্রমিত হতে পারেন। তাই বাড়িতে বাড়িতে এই প্লাস্টিক ব্যাগ পৌঁছে দেওয়া হবে। এদিকে শহরের বিভিন্ন জায়গায় হলুদ ডাস্টবিন বসানো শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় কলকাতা পৌরনিগম হলুদ ডাস্টবিন বসানো হয়েছে। ধাপে ধাপে শহরজুড়ে এই হলুদ ডাস্টবিন বসানো হবে।

কলকাতা, 19 অগাস্ট : কোরোনার সংক্রমণ রুখতে এবার কলকাতা পৌর নিগমের নতুন হাতিয়ার হলুদ ব্যাগ। হোম আইসোলেশনে থাকা কোরোনা আক্রান্তদের জন্য এই হলুদ ব্যাগ ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম। কোরোনা আক্রান্তের ব্যবহৃত বর্জ্য ফেলার জন্য ব্যবহার করা হবে হলুদ ব্যাগ গুলি। হোম আইসোলেশন এ থাকা রোগীদের বাড়িতে কলকাতা পৌরনিগম এই হলুদ ব্যাগ গুলো পৌছে দেবে।

পৌর নিগমের তরফ থেকে সংক্রমিত বাড়ি থেকে সেই হলুদ প্লাস্টিকের ব্যাগ গুলো সংগ্রহ করবে। এছাড়াও শহরজুড়ে হলুদ ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। ব্যবহৃত গ্লাভস মাক্স সার্জিক্যাল ক্যাপ রাস্তায় যত্রতত্র না ফেলে নির্দিষ্ট হলুদ ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক করা হয়েছে।

কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগ নিয়োগ দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ জানিয়েছেন প্রতিটি ওয়ার্ডে সংক্রমিত বাড়িগুলোতে এই হলুদ ব্যাগ পৌঁছে দেওয়া হবে। এবং হোম আইসোলেশন এ থাকা রোগীদের এই হলুদ ব্যবহার করা বাধ্যতামূলক। শুধু পৌঁছে দেওয়া নয় তার ওপর নজরদারি ও রাখা হবে। যাতে কোরোনা আক্রান্ত রোগীর ব্যবহৃত জিনিস পত্র ও মেডিকেল ওয়েস্ট নির্দিষ্টভাবে ওই প্যাকেটেই ফেলা হয়। কোনমতেই পুর নিগমের ডাস্টবিন এ না ফেলা হয়। নিয়ম ভাঙলে সতর্ক করার জন্য চিঠি পাঠাবে কলকাতা পৌরনিগম। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন অতীন ঘোষ।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন হোম আইসোলেশন এ থাকা ব্যক্তি নিয়ম ভাঙলে নিজেদের খরচায় বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে। কলকাতা পৌরনিগম ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি থেকে হলুদ ব্যাগ সংগ্রহ করার জন্য। তবে নিয়ম ভাঙলে ব্যক্তিগত খরচে মেডিকেল ওয়েস্ট ব্যবহৃত বর্জ্য ফেলতে হবে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে।

রাস্তায় যত্রতত্রভাবে মুখের মাক্স গ্লাভস মেডিকেল ওয়েস্ট থেকে কোরোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং পুর কর্মীরাও সংক্রমিত হতে পারেন। তাই বাড়িতে বাড়িতে এই প্লাস্টিক ব্যাগ পৌঁছে দেওয়া হবে। এদিকে শহরের বিভিন্ন জায়গায় হলুদ ডাস্টবিন বসানো শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় কলকাতা পৌরনিগম হলুদ ডাস্টবিন বসানো হয়েছে। ধাপে ধাপে শহরজুড়ে এই হলুদ ডাস্টবিন বসানো হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.