ETV Bharat / bharat

বিশ্বকর্মার আশীর্বাদে আজ সুখের জোয়ারে মঙ্গলময় হবে কারা? - Daily Horoscope for 17th September - DAILY HOROSCOPE FOR 17TH SEPTEMBER

Today's Horoscope in Bangla: আজ বিশ্বকর্মা পুজো ৷ জ্যোতিষ গণনা অনুসারে আজ কোন কোন রাশির জাতকরা ভগবানের আশীর্বাদে জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন? আর সেই ভাগ্যবান রাশির তালিকায় কারা কারা রয়েছেন? শুভ যোগের প্রভাবে কোন কোন রাশির জাতকরা উন্নতির শিখরে পৌঁছবেন? তা জানুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Today's Horoscope in Bangla
আজকের রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 5:30 AM IST

মেষ: আজকের সন্ধ্যেটা নিজের বন্ধুবান্ধব এবং প্রেমাস্পদর সঙ্গে কাটবে। আপনার নিজেকে একা মনে হবে না এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিজের গর্ব অনুব হবে। আপনার প্রেমাস্পদর হাসিখুশি ভাব আপনাকে আনন্দিত করবে।আপনার কর্মক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা আপনাকে কিছু অস্বাভাবিক কাজ করার মুড এনে দেবে। সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। একসঙ্গে কাজ করাটাই আপনার কাছে সবথেকে বেশি অগ্রাধিকার পাবে।

বৃষ: আপনার আজকে ইচ্ছে করবে নিজের প্রেমাস্পদর সঙ্গে কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাতে কিন্তু তা খুব সম্ভবত আজকে সম্ভব হবে না। আপনার সহকর্মীদের সঙ্গে নিয়ে আজকে একটি টীম গঠন করতে হতে পারে একটি গুরুত্বপূর্ণ কাজের রূপদানের জন্য। কর্মব্যস্ত জীবন আপনাকে বিশ্রামের সুযেোগ দেবে না।আপনি নতুন কৌশল বা কর্মপদ্ধতিতে নব পরিবর্তন আনতে পারেন।আপনার কর্মশক্তিতে আপনি আরও বেশি নির্ভর করতে পারেন। আপনি ক্রমাগত নিজের কাজ এবং সেইসম্পর্কিত বিষয়ে ক্রমাগত চিন্তাভাবনা করবেন।

মিথুন: আজকের দিনটা পরিবারের সদস্যদের সঙ্গে এবং প্রিয় মানুষের সঙ্গে চমৎকার কাটবে। কোনও প্রাকৃতিক সুরম্যস্থানে আপনার প্রেমাস্পদকে নিয়ে বেড়াতে গেলে তা খুবই সুখকর হবে। আজ আপনি নতুন উদ্ভাবনী চিন্তায় কানায় কানায় পূর্ণ থাকবেন কিন্তু তার বাস্তব প্রয়োগ করবেন অন্য কাজে।আপনি জীবনকে হার্দিকভাবে উপভোগ করতে চান, যেমন হয়তো কোনও অনলাইন শপিংয়ের খুশি আপনার সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। আপনি যুক্তিপূর্ণভাবে সমস্ত বিষয় সমাধান করবেন।

কর্কট: আপনার আজ নিজের প্রিয়তম সঙ্গী/সঙ্গীনির থেকে সমাদর পাওয়ার ইচ্ছে হবে। এমনকি তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত কথোপকথনও আপনাকে পরিতৃপ্ত করবে।আপনার সঙ্গীর সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আপনার খুব একটা সমস্যা হবে না যদি আপনি তার কাছ থেকে মানসিক সহায়তা পান। কর্মক্ষেত্রে, এরকম হতে পারে যে অন্য কেউ আপনার দায়িত্ব পরিচালনা করতে পারেন, কিন্তু তাতে আপনার নিজেকে নিরাপত্তাহীন মনে করার কোনও কারণ নেই। নিজেকে প্রমাণ করার জন্য আপনি খুব দ্রুত প্রাত্যহিক কর্ম সম্পাদন করবেন।

সিংহ: নিজের মাথা খুব ঠান্ডা রাখার চেষ্টা করুন যখন নিজের প্রেমাস্পদর সঙ্গে সময় কাটাবেন।আপনার প্রেমের সম্পর্ককে আপনি যতটা সম্ভব মসৃণ রাখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার প্রেমাস্পদকে বুঝতে পারেন এবং সেই অনুসারে কাজ করেন তাহলে সবকিছু শান্তিপূর্ণ থাকবে।কাজ-অনুসারে, পেশাগত জগতের কাজে আপনাকে গভীর বিশ্লেষণদর্মী হতে হবে। এই দিনটিতে আপনাকে অন্যদের সমস্যা এবং চাহিদা বুঝতে হবে। আপনার সহকর্মীদের নিকট থেকে কোনওপ্রকার সহযোগিতা না পাওয়ার কারণে আপনার বিরক্ত লাগবে।

কন্যা: আপনার প্রেমজ জীবনে, আপনি মন খুলে কথা বলতে চাইলেও সঠিক শব্দচয়ন করবেন, তাহলেই আপনার প্রেমাস্পদকে আপনি প্রভাবিত করতে পারবেন।আপনার যুক্তিপূর্ণ কথাবার্তা প্রাথমিকভাবে তাদের সন্তুষ্ট করতে না পারলেও, অবশেষে তাদের বোঝাতে সক্ষম হবেন। এখন আপনার কাজ নতুন করে নির্ধারণ করতে হবে এবং নতুন পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে, নয়তো আপনি অত্যন্ত পিছিয়ে পড়বেন। আপনার কাজ সঠিক পথে এগোনোর জন্য আপনি আরও যুক্তিপূর্ণ এবং সুবিন্যস্ত থাকবেন।

তুলা: আজ আপনি নিজের উদ্ভাবনী দক্ষতার পরিচয় দিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবেন।আপনি একটি নতুন রোম্যান্টিক সময়কে কাছে পেতে চলেছেন। প্রাত্যহিক কাজগুলি আজকে পড়ে থাকতে পারে কারণ হাতে কোনও চরম গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এসে পড়তে পারে। নিজের কেরিয়ার সম্পর্কিত চিন্তাভাবনার জট পরিস্কার করা দরকার এবং নির্দিষ্ট লক্ষ্যস্থির করা প্রয়োজন। এই সময়ে নিজের দক্ষতাকে ঘষেমেজে ক্ষুরধার করে তুলুন এবং নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে নতুন করে কর্মারম্ভ করুন।

বৃশ্চিক: আপনাকে সারাদিন খুব শান্ত থাকতে হবে। আপনি আজকের সন্ধ্যেটা বাড়ির প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটাতে চাইবেন।এই সময় আপনার সঙ্গীকে প্রেম নিবেদনের জন্য একদম সঠিক। আপনার একগুঁয়ে স্বভাব আপনাকে সমস্যায় ফেলবে তাই আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কর্মক্ষেত্রে নিজেকে সন্দিগ্ধ রাখতে।আপনার নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে কারণ আপনার সহকর্মীরা অহেতুক আপনার বিরোধিতা করবে।

ধনু: আপনার সমঝোতামূলক প্রস্তাব আপনার প্রেম জীবনকে ঝঞ্ঝাটমুক্ত করবে। আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে চাইবেন। কাজের ক্ষেত্রে, বাকি থাকা কাজগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনি সবচেয়ে গুরুত্ব দেবেন।আজ আপনার মনে নিত্যনতুন চিন্তাভাবনার উদ্ভব ঘটবে।সেগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কিছু আকর্ষণীয় পন্থা অবলম্বন করতে হবে।কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য আজকের দিনটি প্রশস্ত। স্বাস্থ্য ভালো থাকবে। এক কথায়, দিনটি মনোরম উপভোগ্য হবে।

মকর: আপনার জীবনসঙ্গীকে ভালো রাখার জন্য আপনার অতিরিক্ত যত্ন নিতে হবে। যদি আপনি টেকনিক্যাল কাজে যুক্ত থাকেন, আপনাকে ভবিষ্যতের কার্যকারিতা সুনিশ্চিত করতে বর্তমানে আরও সচেষ্ট হতে হবে। আপনি মিটিংয়ের পর একটা দারুণ লাঞ্চের পরিকল্পনা করতে পারেন এবং একটা গুরুত্বপূর্ণ প্রোজেক্ট হাতে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। দিনটিকে আপনার খুব কর্মচাপযুক্ত মনে হবে। শারীরিকভাবে আপনি ফিট থাকবেন। নতুন নতুন প্রোজেক্ট হাতে নেওয়ার ক্ষেত্রে আপনি উৎসাহী হতে পারেন। যদি আপনি ইতিবাচক মনোভাবাপন্ন হন তাহলে দিনটি খুব চাপযুক্ত হবে না।

কুম্ভ: একটা রোম্যান্টিক সন্ধ্যে দুই প্রেমিক হৃদয়কে কাছাকাছি এনে দেবে। আপনার কর্মসূচীতে বাড়িতে একটা আনন্দ-মধুময় পরিবেশ সৃষ্টি করা আপনার আজ মূল লক্ষ্য হবে। আপনার মনোমুগ্ধকর স্বভাব আপনার সঙ্গীকে আকৃষ্ট করবেই। উচ্চ কর্মশক্তির স্ফূরণ একটা আনন্দপূর্ণ কাজের পরিবেশ সুনিশ্চিত করবে। আপনার মনোজগতের পরিবর্তন আরও ভালোর দিকে অগ্রসর হবে। আপনার ইতিবাচক ব্যক্তিত্বের কারণে মিটিংয়ে অন্যান্য কর্মীদের মধ্যে একটা সৃজনশীল চিন্তাধারার স্ফূরণ ঘটবে।আপনার চারপাশে থাকা মানুষজনের উপর আপনি যথেষ্ট রেখাপাত করবেন।

মীন: আপনার স্বজ্ঞাত কর্মশক্তি আপনার সঙ্গীকে সম্মোহিত করবে আপনার কাছে টেনে আনতে এবং তার অনুভূতিগুলো আপনার সঙ্গে ভাগ করে নিতে। আপনার সহজাত প্রবৃত্তি সব বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার পেশাগত জীবনে আপনি আজ সৌভাগ্যশালী হতে পারবেন না। আপনাকে কিছু গভীর প্রচেষ্টা চালাতে হতে পারে। তবুও, টার্গেটগুলো হয়তো পূরণ হবে না। আপনার আবেগ সংযত করতে হবে যাতে সম্পর্কটা সহজ হয়ে উঠতে পারে।

মেষ: আজকের সন্ধ্যেটা নিজের বন্ধুবান্ধব এবং প্রেমাস্পদর সঙ্গে কাটবে। আপনার নিজেকে একা মনে হবে না এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিজের গর্ব অনুব হবে। আপনার প্রেমাস্পদর হাসিখুশি ভাব আপনাকে আনন্দিত করবে।আপনার কর্মক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা আপনাকে কিছু অস্বাভাবিক কাজ করার মুড এনে দেবে। সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। একসঙ্গে কাজ করাটাই আপনার কাছে সবথেকে বেশি অগ্রাধিকার পাবে।

বৃষ: আপনার আজকে ইচ্ছে করবে নিজের প্রেমাস্পদর সঙ্গে কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাতে কিন্তু তা খুব সম্ভবত আজকে সম্ভব হবে না। আপনার সহকর্মীদের সঙ্গে নিয়ে আজকে একটি টীম গঠন করতে হতে পারে একটি গুরুত্বপূর্ণ কাজের রূপদানের জন্য। কর্মব্যস্ত জীবন আপনাকে বিশ্রামের সুযেোগ দেবে না।আপনি নতুন কৌশল বা কর্মপদ্ধতিতে নব পরিবর্তন আনতে পারেন।আপনার কর্মশক্তিতে আপনি আরও বেশি নির্ভর করতে পারেন। আপনি ক্রমাগত নিজের কাজ এবং সেইসম্পর্কিত বিষয়ে ক্রমাগত চিন্তাভাবনা করবেন।

মিথুন: আজকের দিনটা পরিবারের সদস্যদের সঙ্গে এবং প্রিয় মানুষের সঙ্গে চমৎকার কাটবে। কোনও প্রাকৃতিক সুরম্যস্থানে আপনার প্রেমাস্পদকে নিয়ে বেড়াতে গেলে তা খুবই সুখকর হবে। আজ আপনি নতুন উদ্ভাবনী চিন্তায় কানায় কানায় পূর্ণ থাকবেন কিন্তু তার বাস্তব প্রয়োগ করবেন অন্য কাজে।আপনি জীবনকে হার্দিকভাবে উপভোগ করতে চান, যেমন হয়তো কোনও অনলাইন শপিংয়ের খুশি আপনার সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। আপনি যুক্তিপূর্ণভাবে সমস্ত বিষয় সমাধান করবেন।

কর্কট: আপনার আজ নিজের প্রিয়তম সঙ্গী/সঙ্গীনির থেকে সমাদর পাওয়ার ইচ্ছে হবে। এমনকি তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত কথোপকথনও আপনাকে পরিতৃপ্ত করবে।আপনার সঙ্গীর সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আপনার খুব একটা সমস্যা হবে না যদি আপনি তার কাছ থেকে মানসিক সহায়তা পান। কর্মক্ষেত্রে, এরকম হতে পারে যে অন্য কেউ আপনার দায়িত্ব পরিচালনা করতে পারেন, কিন্তু তাতে আপনার নিজেকে নিরাপত্তাহীন মনে করার কোনও কারণ নেই। নিজেকে প্রমাণ করার জন্য আপনি খুব দ্রুত প্রাত্যহিক কর্ম সম্পাদন করবেন।

সিংহ: নিজের মাথা খুব ঠান্ডা রাখার চেষ্টা করুন যখন নিজের প্রেমাস্পদর সঙ্গে সময় কাটাবেন।আপনার প্রেমের সম্পর্ককে আপনি যতটা সম্ভব মসৃণ রাখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার প্রেমাস্পদকে বুঝতে পারেন এবং সেই অনুসারে কাজ করেন তাহলে সবকিছু শান্তিপূর্ণ থাকবে।কাজ-অনুসারে, পেশাগত জগতের কাজে আপনাকে গভীর বিশ্লেষণদর্মী হতে হবে। এই দিনটিতে আপনাকে অন্যদের সমস্যা এবং চাহিদা বুঝতে হবে। আপনার সহকর্মীদের নিকট থেকে কোনওপ্রকার সহযোগিতা না পাওয়ার কারণে আপনার বিরক্ত লাগবে।

কন্যা: আপনার প্রেমজ জীবনে, আপনি মন খুলে কথা বলতে চাইলেও সঠিক শব্দচয়ন করবেন, তাহলেই আপনার প্রেমাস্পদকে আপনি প্রভাবিত করতে পারবেন।আপনার যুক্তিপূর্ণ কথাবার্তা প্রাথমিকভাবে তাদের সন্তুষ্ট করতে না পারলেও, অবশেষে তাদের বোঝাতে সক্ষম হবেন। এখন আপনার কাজ নতুন করে নির্ধারণ করতে হবে এবং নতুন পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে, নয়তো আপনি অত্যন্ত পিছিয়ে পড়বেন। আপনার কাজ সঠিক পথে এগোনোর জন্য আপনি আরও যুক্তিপূর্ণ এবং সুবিন্যস্ত থাকবেন।

তুলা: আজ আপনি নিজের উদ্ভাবনী দক্ষতার পরিচয় দিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবেন।আপনি একটি নতুন রোম্যান্টিক সময়কে কাছে পেতে চলেছেন। প্রাত্যহিক কাজগুলি আজকে পড়ে থাকতে পারে কারণ হাতে কোনও চরম গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এসে পড়তে পারে। নিজের কেরিয়ার সম্পর্কিত চিন্তাভাবনার জট পরিস্কার করা দরকার এবং নির্দিষ্ট লক্ষ্যস্থির করা প্রয়োজন। এই সময়ে নিজের দক্ষতাকে ঘষেমেজে ক্ষুরধার করে তুলুন এবং নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে নতুন করে কর্মারম্ভ করুন।

বৃশ্চিক: আপনাকে সারাদিন খুব শান্ত থাকতে হবে। আপনি আজকের সন্ধ্যেটা বাড়ির প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটাতে চাইবেন।এই সময় আপনার সঙ্গীকে প্রেম নিবেদনের জন্য একদম সঠিক। আপনার একগুঁয়ে স্বভাব আপনাকে সমস্যায় ফেলবে তাই আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কর্মক্ষেত্রে নিজেকে সন্দিগ্ধ রাখতে।আপনার নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে কারণ আপনার সহকর্মীরা অহেতুক আপনার বিরোধিতা করবে।

ধনু: আপনার সমঝোতামূলক প্রস্তাব আপনার প্রেম জীবনকে ঝঞ্ঝাটমুক্ত করবে। আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে চাইবেন। কাজের ক্ষেত্রে, বাকি থাকা কাজগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনি সবচেয়ে গুরুত্ব দেবেন।আজ আপনার মনে নিত্যনতুন চিন্তাভাবনার উদ্ভব ঘটবে।সেগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কিছু আকর্ষণীয় পন্থা অবলম্বন করতে হবে।কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য আজকের দিনটি প্রশস্ত। স্বাস্থ্য ভালো থাকবে। এক কথায়, দিনটি মনোরম উপভোগ্য হবে।

মকর: আপনার জীবনসঙ্গীকে ভালো রাখার জন্য আপনার অতিরিক্ত যত্ন নিতে হবে। যদি আপনি টেকনিক্যাল কাজে যুক্ত থাকেন, আপনাকে ভবিষ্যতের কার্যকারিতা সুনিশ্চিত করতে বর্তমানে আরও সচেষ্ট হতে হবে। আপনি মিটিংয়ের পর একটা দারুণ লাঞ্চের পরিকল্পনা করতে পারেন এবং একটা গুরুত্বপূর্ণ প্রোজেক্ট হাতে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। দিনটিকে আপনার খুব কর্মচাপযুক্ত মনে হবে। শারীরিকভাবে আপনি ফিট থাকবেন। নতুন নতুন প্রোজেক্ট হাতে নেওয়ার ক্ষেত্রে আপনি উৎসাহী হতে পারেন। যদি আপনি ইতিবাচক মনোভাবাপন্ন হন তাহলে দিনটি খুব চাপযুক্ত হবে না।

কুম্ভ: একটা রোম্যান্টিক সন্ধ্যে দুই প্রেমিক হৃদয়কে কাছাকাছি এনে দেবে। আপনার কর্মসূচীতে বাড়িতে একটা আনন্দ-মধুময় পরিবেশ সৃষ্টি করা আপনার আজ মূল লক্ষ্য হবে। আপনার মনোমুগ্ধকর স্বভাব আপনার সঙ্গীকে আকৃষ্ট করবেই। উচ্চ কর্মশক্তির স্ফূরণ একটা আনন্দপূর্ণ কাজের পরিবেশ সুনিশ্চিত করবে। আপনার মনোজগতের পরিবর্তন আরও ভালোর দিকে অগ্রসর হবে। আপনার ইতিবাচক ব্যক্তিত্বের কারণে মিটিংয়ে অন্যান্য কর্মীদের মধ্যে একটা সৃজনশীল চিন্তাধারার স্ফূরণ ঘটবে।আপনার চারপাশে থাকা মানুষজনের উপর আপনি যথেষ্ট রেখাপাত করবেন।

মীন: আপনার স্বজ্ঞাত কর্মশক্তি আপনার সঙ্গীকে সম্মোহিত করবে আপনার কাছে টেনে আনতে এবং তার অনুভূতিগুলো আপনার সঙ্গে ভাগ করে নিতে। আপনার সহজাত প্রবৃত্তি সব বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার পেশাগত জীবনে আপনি আজ সৌভাগ্যশালী হতে পারবেন না। আপনাকে কিছু গভীর প্রচেষ্টা চালাতে হতে পারে। তবুও, টার্গেটগুলো হয়তো পূরণ হবে না। আপনার আবেগ সংযত করতে হবে যাতে সম্পর্কটা সহজ হয়ে উঠতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.