ETV Bharat / state

Saraswati Puja 2023: নজর কাড়ছে কিশোর সংঘের বাগদেবী আরাধনার থিম 'আজকের মহাভারত'

বেহালা ডায়মন্ড হারবার রোড থেকে বেশ কিছুটা ভিতরে গেলে কিশোর সংঘ (Kishore Sangha of Behala Diamond Harbour Road)। সেখানে 48তম বর্ষের থিম 'আজকের মহাভারত'। বেশ কয়েকবছর ধরেই কোনও না কোনও থিম নিয়ে হাজির হচ্ছে এই সংগঠনটি।

Saraswati Puja 2023
কিশোর সংঘের সরস্বতী পুজো
author img

By

Published : Jan 26, 2023, 5:58 PM IST

কিশোর সংঘের বাগদেবী আরাধনার থিম আজকের মহাভারত

কলকাতা, 26 জানুয়ারি: এবারের সরস্বতী পুজোয় আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ৷ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন আট থেকে আশি সকেলই ৷ গতকাল হয়ে গিয়েছে কিশোর সংঘের সরস্বতী পুজোর উদ্ধোধন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন টেলি অভিনেতা অভ্রজিত ৷ বেহালা ডায়মন্ড হারবার রোড থেকে বেশ কিছুটা ভিতরে গেলে চোখে পড়বে কিশোর সংঘ। সেখানে 48তম বর্ষের থিম 'আজকের মহাভারত' (Kishore Sangha Celebrates Their Saraswati Puja) ৷

শিল্পী সৌরভ ভট্টাচার্যের কথায়, "এই মহাভারত পুরা কালের সেই মহাভারত নয়। দেশের সাহিত্য, সংস্কৃতি, রুচিবোধ সম্বন্ধে আমরা নিজেরাই উদাসীন। এদিকে দেশবাসীকে সচেতন হতে হবে। এই দিকটি উঠে এসেছে এবারের থিমে। পাশাপাশি অবনীন্দ্রনাথ ঠাকুরের 151তম জন্মবার্ষিকীকে মাথায় রেখে, তাঁর রচিত ভারত মাতা চিত্রটির আদলে তৈরি হয়েছে মা সরস্বতীর প্রতিমা। জ্ঞান স্বরূপা দেবী সরস্বতী ভারতবর্ষের অন্যতম আদি দেব দেবীদের মধ্যে একজন, যাঁর ব্যাখ্যা সরস্বতী সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে পাওয়া যায়, জ্ঞান স্বরূপা সরস্বতীর সামনে আজকের প্রকৃত ভারতবর্ষ একটি পাশ্চাত্য খাদ্যবস্তুর ন্যায় শরসজ্জা নিয়ে আছে। এই সবদিক নিয়েই থিম আজকের মহাভারত।"

এদিন এই পুজোর উদ্বোধনে আসেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজন। অভ্রজিৎ এই মুহূর্তে অভিনয় করছেন 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে। এদিন নিজের জীবনের সরস্বতী পুজোর স্মৃতি আওড়ে তিনি বলেন, "অন্য স্কুলে যেতাম খিচুড়ি খেতে। খেয়ে খেয়ে পেট ভরে যেত। অনেক মজার কারণ ছিল সেই যাওয়ার মধ্যে।" তিনি এদিন 'আজকের মহাভারত' থিমের প্রশংসা করে বলেন, "খাদ্য-খাদকের বিষয়টিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে থিমের মাধ্যমে। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে বিষয়টা। আর বাংলা মিডিয়াম ধারাবাহিকটি শেখায় যে কোনও মাধ্যমে পড়া হচ্ছে সেটা বড় কথা নয়, কতটা শিখছি সেটাই বড় কথা।"

আরও পড়ুন: থিমের প্রতিমা থেকে বারোয়ারির চাকচিক্য! শহরে জমজমাট বাগদেবীর আরাধনা

প্রসঙ্গত, পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর শুভক্ষণ নির্ধারণ করা হয় ৷ এই শুভক্ষণেই বাগদেবীর আরাধনা করা হয় ৷ অতএব এবছর বসন্ত পঞ্চমী তিথির সূচনা হয়েছে গতকাল, অর্থাৎ 25 জানুয়ারি দুপুর 12টা 34 মিনিটে যা আজ, অর্থাৎ 26 জানুয়ারি সকাল 10টা 28মিনিট পর্যন্ত ছিল। অতএব উদয়া তিথি মান্য হওয়ায় 2023-এর সরস্বতী পুজো আজ পালন হয়েছে ৷

কিশোর সংঘের বাগদেবী আরাধনার থিম আজকের মহাভারত

কলকাতা, 26 জানুয়ারি: এবারের সরস্বতী পুজোয় আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ৷ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন আট থেকে আশি সকেলই ৷ গতকাল হয়ে গিয়েছে কিশোর সংঘের সরস্বতী পুজোর উদ্ধোধন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন টেলি অভিনেতা অভ্রজিত ৷ বেহালা ডায়মন্ড হারবার রোড থেকে বেশ কিছুটা ভিতরে গেলে চোখে পড়বে কিশোর সংঘ। সেখানে 48তম বর্ষের থিম 'আজকের মহাভারত' (Kishore Sangha Celebrates Their Saraswati Puja) ৷

শিল্পী সৌরভ ভট্টাচার্যের কথায়, "এই মহাভারত পুরা কালের সেই মহাভারত নয়। দেশের সাহিত্য, সংস্কৃতি, রুচিবোধ সম্বন্ধে আমরা নিজেরাই উদাসীন। এদিকে দেশবাসীকে সচেতন হতে হবে। এই দিকটি উঠে এসেছে এবারের থিমে। পাশাপাশি অবনীন্দ্রনাথ ঠাকুরের 151তম জন্মবার্ষিকীকে মাথায় রেখে, তাঁর রচিত ভারত মাতা চিত্রটির আদলে তৈরি হয়েছে মা সরস্বতীর প্রতিমা। জ্ঞান স্বরূপা দেবী সরস্বতী ভারতবর্ষের অন্যতম আদি দেব দেবীদের মধ্যে একজন, যাঁর ব্যাখ্যা সরস্বতী সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে পাওয়া যায়, জ্ঞান স্বরূপা সরস্বতীর সামনে আজকের প্রকৃত ভারতবর্ষ একটি পাশ্চাত্য খাদ্যবস্তুর ন্যায় শরসজ্জা নিয়ে আছে। এই সবদিক নিয়েই থিম আজকের মহাভারত।"

এদিন এই পুজোর উদ্বোধনে আসেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজন। অভ্রজিৎ এই মুহূর্তে অভিনয় করছেন 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে। এদিন নিজের জীবনের সরস্বতী পুজোর স্মৃতি আওড়ে তিনি বলেন, "অন্য স্কুলে যেতাম খিচুড়ি খেতে। খেয়ে খেয়ে পেট ভরে যেত। অনেক মজার কারণ ছিল সেই যাওয়ার মধ্যে।" তিনি এদিন 'আজকের মহাভারত' থিমের প্রশংসা করে বলেন, "খাদ্য-খাদকের বিষয়টিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে থিমের মাধ্যমে। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে বিষয়টা। আর বাংলা মিডিয়াম ধারাবাহিকটি শেখায় যে কোনও মাধ্যমে পড়া হচ্ছে সেটা বড় কথা নয়, কতটা শিখছি সেটাই বড় কথা।"

আরও পড়ুন: থিমের প্রতিমা থেকে বারোয়ারির চাকচিক্য! শহরে জমজমাট বাগদেবীর আরাধনা

প্রসঙ্গত, পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর শুভক্ষণ নির্ধারণ করা হয় ৷ এই শুভক্ষণেই বাগদেবীর আরাধনা করা হয় ৷ অতএব এবছর বসন্ত পঞ্চমী তিথির সূচনা হয়েছে গতকাল, অর্থাৎ 25 জানুয়ারি দুপুর 12টা 34 মিনিটে যা আজ, অর্থাৎ 26 জানুয়ারি সকাল 10টা 28মিনিট পর্যন্ত ছিল। অতএব উদয়া তিথি মান্য হওয়ায় 2023-এর সরস্বতী পুজো আজ পালন হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.