ETV Bharat / state

Justice Abhijit Gangopadhyay: নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার ডিরেক্টরকে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই ডিরেক্টর প্রবীণ কুমার সুদকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 4 অক্টোবর তাঁকে আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 5:33 PM IST

Updated : Sep 20, 2023, 6:07 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার পর বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত সংক্রান্ত 8টি ফাইল হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই । সেই ফাইল দেখে এদিন ফের সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের জমা করা কেস ডায়েরি খতিয়ে দেখে এদিন ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে টাকার লেনদেন হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসাই করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই ডিরেক্টর প্রবীণ কুমার সুদকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 4 অক্টোবর আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

যে সমস্ত প্রার্থীরা যোগ্য নয়, যারা পরীক্ষায় উত্তীর্ণ না-হয়েও টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জিজ্ঞসাবাদে সিবিআইয়ের গা-ছাড়া মনোভাব দেখে এদিন বিস্ময় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ আদালতের কাছে এদিন সিবিআই আধিকারিক ওয়াসিম আক্রম খান জানান, মাত্র 4 জন প্রার্থী জিজ্ঞাসাবাদে চাকরি পাওয়ার জন্য টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন । তাদের গ্রেফতার করা হয়েছে । এরপরই বিচারপতি মন্তব্য করেন, "সিবিআই আদালতের সঙ্গে খেলছে । অত্যন্ত গুরুত্ব দিয়ে ভালো করে এই বিপুল দুর্নীতির বিষয়ে তদন্ত করছে না ।" সেই জন্য সিবিআই ডিরেক্টর প্রবীণ কুমার সুদকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4 অক্টোবর আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । যাতে আদালতের প্রশ্নের জবাবদিহি করতে পারেন তিনি ।

উল্লেখ্য, গত 4 এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে এই মামলার শুনানি করতে বারন করেনি, সেই জন্য ডিজিটাইজড মার্কশিটের ব্যাপারে শুনানি করতে কোনও বাধা নেই ৷ সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত বিষয়ে মানিক ভট্টাচার্যকে সুরক্ষা দিলেও, মামলার শুনানিতে কোনও স্থগিতাদেশ দেয়নি বলেও জানান বিচারপতি ৷

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীকে রিপোর্ট পাঠাব', নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় ও কোম্পানির পার্থ সেন ও কৌশিক মাঝি নামে দু'জনকে এদিন সিবিআই জিজ্ঞসাবাদের জন্য ডেকেছে বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । এরপর সিবিআই যে কেস ডায়েরি এদিন আদালতে জমা দিয়েছে তা দীর্ঘক্ষণ খতিয়ে দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সিবিআই মোট 8টি ফাইল এদিন জমা দেয় আদালতে । সেই ফাইল দেখার পর ফের সিবিআই আধিকারিকদের কটাক্ষ করেন তিনি ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার পর বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত সংক্রান্ত 8টি ফাইল হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই । সেই ফাইল দেখে এদিন ফের সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের জমা করা কেস ডায়েরি খতিয়ে দেখে এদিন ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে টাকার লেনদেন হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসাই করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই ডিরেক্টর প্রবীণ কুমার সুদকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 4 অক্টোবর আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

যে সমস্ত প্রার্থীরা যোগ্য নয়, যারা পরীক্ষায় উত্তীর্ণ না-হয়েও টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জিজ্ঞসাবাদে সিবিআইয়ের গা-ছাড়া মনোভাব দেখে এদিন বিস্ময় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ আদালতের কাছে এদিন সিবিআই আধিকারিক ওয়াসিম আক্রম খান জানান, মাত্র 4 জন প্রার্থী জিজ্ঞাসাবাদে চাকরি পাওয়ার জন্য টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন । তাদের গ্রেফতার করা হয়েছে । এরপরই বিচারপতি মন্তব্য করেন, "সিবিআই আদালতের সঙ্গে খেলছে । অত্যন্ত গুরুত্ব দিয়ে ভালো করে এই বিপুল দুর্নীতির বিষয়ে তদন্ত করছে না ।" সেই জন্য সিবিআই ডিরেক্টর প্রবীণ কুমার সুদকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4 অক্টোবর আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । যাতে আদালতের প্রশ্নের জবাবদিহি করতে পারেন তিনি ।

উল্লেখ্য, গত 4 এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে এই মামলার শুনানি করতে বারন করেনি, সেই জন্য ডিজিটাইজড মার্কশিটের ব্যাপারে শুনানি করতে কোনও বাধা নেই ৷ সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত বিষয়ে মানিক ভট্টাচার্যকে সুরক্ষা দিলেও, মামলার শুনানিতে কোনও স্থগিতাদেশ দেয়নি বলেও জানান বিচারপতি ৷

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীকে রিপোর্ট পাঠাব', নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় ও কোম্পানির পার্থ সেন ও কৌশিক মাঝি নামে দু'জনকে এদিন সিবিআই জিজ্ঞসাবাদের জন্য ডেকেছে বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । এরপর সিবিআই যে কেস ডায়েরি এদিন আদালতে জমা দিয়েছে তা দীর্ঘক্ষণ খতিয়ে দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সিবিআই মোট 8টি ফাইল এদিন জমা দেয় আদালতে । সেই ফাইল দেখার পর ফের সিবিআই আধিকারিকদের কটাক্ষ করেন তিনি ।

Last Updated : Sep 20, 2023, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.