ETV Bharat / state

রিষড়ার ওয়েলিংটন জুটমিলে ভয়াবহ আগুন - FIRE AT JUTE MILL

হঠাৎ রিষড়ার একটি জুটমিলে আগুন ধরে যায় ৷ আজ জুটমিলের একটি বিভাগ ছাড়া বাকিদের ছুটি ছিল ৷

Jute Mill Fire Incident
রিষড়ার জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 9:18 AM IST

রিষড়া, 22 নভেম্বর: আগুন লাগল ওয়েলিংটন জুটমিলের একটি অংশ ৷ সূত্রের খবর, রাত সাড়ে 8টা নাগাদ রিষড়া ওয়েলিংটন জুটমিলে আগুন লাগার ঘটনা ঘটে ৷ হঠাৎ একটি ইউনিটে আগুন লেগে যায় ৷ খবর দেওয়া হয় শ্রীরামপুর দমকলে ৷ দফায় দফায় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে ৷ সব মিলিয়ে 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

প্রথম দিকে ফাঁকা জায়গায় আগুন লাগলেও পরে তা পাটের সুতো তৈরির জায়গায় ছড়িয়ে পড়ে ৷ ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি ৷ তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনই বলতে পারছে না দমকল বাহিনী ৷ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ জুটমিল কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে নারাজ ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সমম্ভব হয় ৷

রিষড়ার জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড (ইটিভি ভারত)

দমকল আধিকারিক রঞ্জন কুমার ঘোষ বলেন, "আগুন মোটামুটি নিয়ন্ত্রণেই আছে ৷ পাশের একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ চলছে ৷ এখনও পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন এসেছে আরও একটি ইঞ্জিন আনা হচ্ছে ৷"

জুটমিলের এক শ্রমিক মহম্মদ হোসেনের কথায়, "আজ আমাদের ছুটির দিন ছিল ৷ জুট মিল বন্ধ ছিল ৷ কেবলমাত্র একটি ইউনিট খোলা ছিল ৷ সেই ডিপার্টমেন্টেই আগুন লেগেছে ৷ এক-দেড় ঘণ্টা হয়ে গিয়েছে ৷" তাঁর আক্ষেপ, "এত বড় জুট মিলে কোনও জলের ব্যবস্থা ছিল না ৷ সেই কারণে আগুন ছড়িয়ে যায় ৷ এই জুটমিলে বারোশো শ্রমিক কাজ করে ৷ আর স্প্রিং ইউনিটে বর্তমানে 400 শ্রমিক কাজ করে ৷ মেশিনে কোনও আগুন লাগেনি ৷ তাই জুট মিলের কাজ বন্ধ হবে না ৷"

রিষড়া, 22 নভেম্বর: আগুন লাগল ওয়েলিংটন জুটমিলের একটি অংশ ৷ সূত্রের খবর, রাত সাড়ে 8টা নাগাদ রিষড়া ওয়েলিংটন জুটমিলে আগুন লাগার ঘটনা ঘটে ৷ হঠাৎ একটি ইউনিটে আগুন লেগে যায় ৷ খবর দেওয়া হয় শ্রীরামপুর দমকলে ৷ দফায় দফায় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে ৷ সব মিলিয়ে 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

প্রথম দিকে ফাঁকা জায়গায় আগুন লাগলেও পরে তা পাটের সুতো তৈরির জায়গায় ছড়িয়ে পড়ে ৷ ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি ৷ তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনই বলতে পারছে না দমকল বাহিনী ৷ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ জুটমিল কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে নারাজ ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সমম্ভব হয় ৷

রিষড়ার জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড (ইটিভি ভারত)

দমকল আধিকারিক রঞ্জন কুমার ঘোষ বলেন, "আগুন মোটামুটি নিয়ন্ত্রণেই আছে ৷ পাশের একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ চলছে ৷ এখনও পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন এসেছে আরও একটি ইঞ্জিন আনা হচ্ছে ৷"

জুটমিলের এক শ্রমিক মহম্মদ হোসেনের কথায়, "আজ আমাদের ছুটির দিন ছিল ৷ জুট মিল বন্ধ ছিল ৷ কেবলমাত্র একটি ইউনিট খোলা ছিল ৷ সেই ডিপার্টমেন্টেই আগুন লেগেছে ৷ এক-দেড় ঘণ্টা হয়ে গিয়েছে ৷" তাঁর আক্ষেপ, "এত বড় জুট মিলে কোনও জলের ব্যবস্থা ছিল না ৷ সেই কারণে আগুন ছড়িয়ে যায় ৷ এই জুটমিলে বারোশো শ্রমিক কাজ করে ৷ আর স্প্রিং ইউনিটে বর্তমানে 400 শ্রমিক কাজ করে ৷ মেশিনে কোনও আগুন লাগেনি ৷ তাই জুট মিলের কাজ বন্ধ হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.