ETV Bharat / state

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ! অভিযোগ দায়ের

সম্প্রতি কবসায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা করা হয় ৷ এবার আর এক তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ল অপরিচিত ব্যক্তি ৷

TMC COUNCILLOR SUDARSHANA MUKHERJEE
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

Updated : 6 hours ago

কলকাতা, 22 নভেম্বর: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এবার বালিগঞ্জের 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ল অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি ৷ বাড়ির নিরাপত্তা নিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের তৃণমূল কাউন্সিলরের ৷ আটক করা হয় ব্যক্তিকে ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে ঢুকে পড়ে ওই ব্যক্তি ৷ সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে ৷ তাঁকে বাড়ির চারিদিকে ঘোরাফেরা করতে দেখা যায় ৷ সিঁড়ি দিয়ে উপরেও উঠে যান তিনি ৷ বিষয়টি নজরে আসতেই গড়িয়াহাট থানায় খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷

এরপর সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয় ৷ কী কারণে তিনি তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকেছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করে লালবাজার গোয়েন্দা বিভাগের পুলিশ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তির কাছ থেকে কোনও আগ্নেয়াস্ত্র কিংবা অন্য সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি । তবে ঘটনায় বেশ আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর ৷

উল্লেখ্য, গত বছরও সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে দুষ্কৃতি হামলা হয় । সেবার বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে একাধিক আসবাবপত্র চুরি করেছিল । প্রশ্ন উঠেছিল পুলিশি নিরাপত্তা নিয়ে ৷ বছর ঘুরতে না-ঘুরতেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আরও একবার সেই প্রশ্নই উস্কে দিয়েছে ৷

প্রায় সপ্তাহখানেক আগে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা ঘটে ৷ কসবা রাজডাঙ্গায় তাঁর বাড়ির সামনে গুলি চালায় আততায়ীরা ৷ ঘটনার তদন্তে বিহারের একাধিক গ্যাংস্টারের যোগ থাকার তথ্য পেয়েছে কলকাতার পুলিশ । একজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ সেই ঘটনায় কলকাতা পুলিশের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলেরই একাংশ । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আরও এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে পড়ার ঘটনা সামনে এল ৷

পড়ুন: সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টায় নাম জড়াল বিহারের জেল ফেরত আরও এক গ্যাংস্টারের

কলকাতা, 22 নভেম্বর: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এবার বালিগঞ্জের 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ল অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি ৷ বাড়ির নিরাপত্তা নিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের তৃণমূল কাউন্সিলরের ৷ আটক করা হয় ব্যক্তিকে ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে ঢুকে পড়ে ওই ব্যক্তি ৷ সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে ৷ তাঁকে বাড়ির চারিদিকে ঘোরাফেরা করতে দেখা যায় ৷ সিঁড়ি দিয়ে উপরেও উঠে যান তিনি ৷ বিষয়টি নজরে আসতেই গড়িয়াহাট থানায় খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷

এরপর সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয় ৷ কী কারণে তিনি তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকেছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করে লালবাজার গোয়েন্দা বিভাগের পুলিশ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তির কাছ থেকে কোনও আগ্নেয়াস্ত্র কিংবা অন্য সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি । তবে ঘটনায় বেশ আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর ৷

উল্লেখ্য, গত বছরও সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে দুষ্কৃতি হামলা হয় । সেবার বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে একাধিক আসবাবপত্র চুরি করেছিল । প্রশ্ন উঠেছিল পুলিশি নিরাপত্তা নিয়ে ৷ বছর ঘুরতে না-ঘুরতেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আরও একবার সেই প্রশ্নই উস্কে দিয়েছে ৷

প্রায় সপ্তাহখানেক আগে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা ঘটে ৷ কসবা রাজডাঙ্গায় তাঁর বাড়ির সামনে গুলি চালায় আততায়ীরা ৷ ঘটনার তদন্তে বিহারের একাধিক গ্যাংস্টারের যোগ থাকার তথ্য পেয়েছে কলকাতার পুলিশ । একজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ সেই ঘটনায় কলকাতা পুলিশের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলেরই একাংশ । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আরও এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে পড়ার ঘটনা সামনে এল ৷

পড়ুন: সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টায় নাম জড়াল বিহারের জেল ফেরত আরও এক গ্যাংস্টারের
Last Updated : 6 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.