ETV Bharat / sports

ফের ব্যর্থ বিরাট, পারথে বিপাকে ভারত - IND VS AUS 1ST TEST AT PERTH

পারথের অপটাস স্টেডিয়ামের বাউন্সি পিচে প্রথম দু'ঘণ্টাতেই নাস্তানাবুদ টিম ইন্ডিয়া ৷ ব্যর্থ বিরাট কোহলি ৷ শুরুটা ভালো করেও বড় রান করতে ব্যর্থ লোকেশ রাহুল ৷

Virat Kohli Fails Again
পারথে ব্যর্থ বিরাট, সেলিব্রেশন হ্যাজেলউডের (এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 22, 2024, 9:57 AM IST

পারথ, 22 নভেম্বর: বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচেই বিপাকে ভারত ৷ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম দু'ঘণ্টাতেই নাস্তানাবুদ টিম ইন্ডিয়ার 'গুরুগম্ভীর' ব্যাটিং ৷ লাঞ্চের আগেই চার ব্যাটার ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে ৷ মধ্যহ্নভোজে ভারতের স্কোর 51 রানে 4 উইকেট ৷

ব্যার্থ বিরাট কোহলি ৷ শুরুটা ভালো করেও ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না লোকেশ রাহুল ৷ খাতা খুলতে পারেননি যশস্বী জসওয়াল ও দেবদূত পাড়িক্কল ৷ বিরাটের সংগ্রহ 12 বলে 5 রান ৷ জোস হ্যাজেলউডের ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন কোহলি ৷ রাহুল 109 মিনিট ক্রিজে কাটিয়ে 26 রান করে মিচেল স্টার্কের শিকার ৷ এর আগে অবশ্য এদিন টেস্ট ক্রিকেটে 3 হাজার রানের গণ্ডি টপকে যান রাহুল ৷

টস জিতে পারথের অপটাস স্টেডিয়ামের বাইশগজে অজি পেস ব্যাটারির বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার স্টান্ড-ইন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা ৷ ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ রোহিত না-থাকায় ভারতীয় ব্যাটিংয়ের গুরু দায়িত্ব ছিল বিরাটের কাঁধে ৷ কিন্তু, প্রত্যাশাপূরণে ব্যর্থ বিরাট ৷ রোহিত ছাড়াও আঙুলের চোটের কারণে এই টেস্টে নেই শুভমন গিল ৷ ফলে যশস্বী জসওয়ালের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ৷ ভারতীয় দলের টেস্ট জার্সিতে এদিন অভিষেক হয় নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার ৷

শুরুটা মোটেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার ৷ জসওয়াল ও রাহুল ওপেনিং জুটিতে মাত্র 5 রান যোগ করে ৷ কোনও রান না-করেই প্যালিভিলনে ফেরেন জসওয়াল ৷ স্টার্কের বলে আউট হন তিনি ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন দেবদূত পাড়িক্কলও ৷

চলতি বছরেই ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিযেক হয় পাড়িক্কলের ৷ পরে অবশ্য বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়নি কেরলের বাঁ-হাতি এই ব্যাটারের ৷ একটি মাত্র টেস্টের অভিজ্ঞতা নিয়ে এদিন পারথে অজি পেসারদের মোকাবিলা করতে নামেন পাড়িক্কল ৷ কিন্তু 39 মিনিট ক্রিজে কাটিয়ে 23 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ৷

14 রানে 2 উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন রাহুল ও কোহলি ৷ কিন্তু, মাত্র 5 রানে ফিরে যান কোহলি ৷ শেষ 10টি ইনিংসে মাত্র হাফ-সেঞ্চুরি করা কোহলির ব্যাটের দিকেই তাকিয়ে ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷ বাংলাদেশ ও কিউয়িদের বিরুদ্ধে বড় রান না-পাওয়া বিরাট সপরিবারে সিরিজের অনেক আগেই অজিভূমে পৌঁছে গিয়েছিলেন ৷ তবে সিরিজের প্রথম ইনংসে রান পেলেন না ক্রিকেটের 'মর্ডান গ্রেট ব্যাটার'৷

India vs Australia 1st Test
বিরাটের উইকেট নেওয়ার পর অজি ক্রিকেটারদের উচ্ছ্বাস (এপি)

এর আগে 2018 সালে অপটাস স্টেডিয়ামের পিচে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন কোহলি ৷ পারথের অপটাস স্টেডিয়ামে ভারত এর আগে একটি মাত্র টেস্ট খেলেছিল ৷ 2018-19 মরশুমে কোহলির নেতৃত্বে ভারত এই টেস্ট জিততে না-পারলেও লড়াকু সেঞ্চুরি এসেছিলে বিরাটের ব্যাট থেকে ৷

পারথে হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে চার টেস্টের সিরিজ 2-1 জিতেছিলে কোহলির ভারত ৷ 2020-21 মরশুমেও অস্ট্রেলিয়ার মাটিতে 2-1 সিরিজ জেতে টিম ইন্ডিয়া ৷ এবারই তাই ভারতের সামনে অজিভূমে সিরিজ জয়ের হ্যাটট্রিকের হাতছানি ৷

পারথ, 22 নভেম্বর: বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচেই বিপাকে ভারত ৷ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম দু'ঘণ্টাতেই নাস্তানাবুদ টিম ইন্ডিয়ার 'গুরুগম্ভীর' ব্যাটিং ৷ লাঞ্চের আগেই চার ব্যাটার ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে ৷ মধ্যহ্নভোজে ভারতের স্কোর 51 রানে 4 উইকেট ৷

ব্যার্থ বিরাট কোহলি ৷ শুরুটা ভালো করেও ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না লোকেশ রাহুল ৷ খাতা খুলতে পারেননি যশস্বী জসওয়াল ও দেবদূত পাড়িক্কল ৷ বিরাটের সংগ্রহ 12 বলে 5 রান ৷ জোস হ্যাজেলউডের ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন কোহলি ৷ রাহুল 109 মিনিট ক্রিজে কাটিয়ে 26 রান করে মিচেল স্টার্কের শিকার ৷ এর আগে অবশ্য এদিন টেস্ট ক্রিকেটে 3 হাজার রানের গণ্ডি টপকে যান রাহুল ৷

টস জিতে পারথের অপটাস স্টেডিয়ামের বাইশগজে অজি পেস ব্যাটারির বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার স্টান্ড-ইন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা ৷ ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ রোহিত না-থাকায় ভারতীয় ব্যাটিংয়ের গুরু দায়িত্ব ছিল বিরাটের কাঁধে ৷ কিন্তু, প্রত্যাশাপূরণে ব্যর্থ বিরাট ৷ রোহিত ছাড়াও আঙুলের চোটের কারণে এই টেস্টে নেই শুভমন গিল ৷ ফলে যশস্বী জসওয়ালের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ৷ ভারতীয় দলের টেস্ট জার্সিতে এদিন অভিষেক হয় নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার ৷

শুরুটা মোটেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার ৷ জসওয়াল ও রাহুল ওপেনিং জুটিতে মাত্র 5 রান যোগ করে ৷ কোনও রান না-করেই প্যালিভিলনে ফেরেন জসওয়াল ৷ স্টার্কের বলে আউট হন তিনি ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন দেবদূত পাড়িক্কলও ৷

চলতি বছরেই ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিযেক হয় পাড়িক্কলের ৷ পরে অবশ্য বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়নি কেরলের বাঁ-হাতি এই ব্যাটারের ৷ একটি মাত্র টেস্টের অভিজ্ঞতা নিয়ে এদিন পারথে অজি পেসারদের মোকাবিলা করতে নামেন পাড়িক্কল ৷ কিন্তু 39 মিনিট ক্রিজে কাটিয়ে 23 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ৷

14 রানে 2 উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন রাহুল ও কোহলি ৷ কিন্তু, মাত্র 5 রানে ফিরে যান কোহলি ৷ শেষ 10টি ইনিংসে মাত্র হাফ-সেঞ্চুরি করা কোহলির ব্যাটের দিকেই তাকিয়ে ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷ বাংলাদেশ ও কিউয়িদের বিরুদ্ধে বড় রান না-পাওয়া বিরাট সপরিবারে সিরিজের অনেক আগেই অজিভূমে পৌঁছে গিয়েছিলেন ৷ তবে সিরিজের প্রথম ইনংসে রান পেলেন না ক্রিকেটের 'মর্ডান গ্রেট ব্যাটার'৷

India vs Australia 1st Test
বিরাটের উইকেট নেওয়ার পর অজি ক্রিকেটারদের উচ্ছ্বাস (এপি)

এর আগে 2018 সালে অপটাস স্টেডিয়ামের পিচে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন কোহলি ৷ পারথের অপটাস স্টেডিয়ামে ভারত এর আগে একটি মাত্র টেস্ট খেলেছিল ৷ 2018-19 মরশুমে কোহলির নেতৃত্বে ভারত এই টেস্ট জিততে না-পারলেও লড়াকু সেঞ্চুরি এসেছিলে বিরাটের ব্যাট থেকে ৷

পারথে হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে চার টেস্টের সিরিজ 2-1 জিতেছিলে কোহলির ভারত ৷ 2020-21 মরশুমেও অস্ট্রেলিয়ার মাটিতে 2-1 সিরিজ জেতে টিম ইন্ডিয়া ৷ এবারই তাই ভারতের সামনে অজিভূমে সিরিজ জয়ের হ্যাটট্রিকের হাতছানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.