কলকাতা, 5 জানুয়ারি : হাসপাতালে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর ইডেন ঘুরে দেখলেন বিসিসিআই সচিব জয় শাহ এবং অরুণ ধামাল । বোর্ডের এই দুই শীর্ষকর্তাকে ইডেন ঘুরিয়ে দেখান সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং যুগ্মসচিব দেবব্রত দাস ।
পিঙ্ক বল টেস্টের সময় বোর্ড সচিব ইডেনে এসেছিলেন । মাঝে কোরোনা পরিস্থিতিতে খেলাধূলা বন্ধ হয়ে গিয়েছিল । ফের স্বাভাবিক ছন্দে ফিরছে বাইশ গজ । বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করেছে বোর্ড । এবার ঘরোয়া ক্রিকেটে বল গড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে । এর আগে বোর্ড সচিব এবং কোষাধ্যক্ষ ইডেন ঘুরে তার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন ।
আরও পড়ুন : "সৌরভ গাঙ্গুলি লাউঞ্জ", ভিজিটারদের জন্য বিশেষ ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের
সিএবি প্রেসিডেন্ট এবং যুগ্মসচিব বোর্ডের দুই কর্তাকে নবরূপে গড়ে তোলা ইডেনের ইনডোর ক্রিকেট স্টেডিয়াম ঘুরিয়ে দেখান । অত্যাধুনিক ইনডোর ক্রিকেট পরিকাঠামো এর আগে ইডেনে ছিল না । এবার সেই খামতি দূর করা হয়েছে । এই পরিকাঠামো গড়ে তোলার জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ।
এদিকে বোর্ডের কাছে সিএবির বিশাল পরিমাণ অর্থ বকেয়া । এই বিষয়ে একাধিকবার দরবার করা হয়েছে । সোমবার হাতের কাছে বোর্ড সচিব এবং কোষাধ্যক্ষকে পেয়ে ফের বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন সিএবি প্রেসিডেন্ট । জয় শাহ নিজে এই সমস্যা মেটানোর বিষয়ে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন ।