কলকাতা, 14 অক্টোবর : CAB-র অন্দরমহলে একটা ছবি টাঙানো রয়েছে । যেখানে দেখা যাচ্ছে জগমোহন ডালমিয়া মুকুট পরিয়ে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলিকে । ছবি অনেক সময় অনেক না বলা কথা বলে দেয় । এ যেন উত্তর পুরুষের হাতে সেদিন রাজ্যপাট তুলে দিয়েছিলেন প্রয়াত জগমোহন ডালমিয়া ।
2015 সালে সৌরভ গাঙ্গুলি যখন CAB-র যুগ্মসচিবের চেয়ারে বসেন তখন ডালমিয়া অসুস্থতার ভারে প্রায় ন্যুব্জ । এরপর ধীরে ধীরে CAB-র প্রশাসনিক কাজে মনোনিবেশ করেছেন সৌরভ । একটা সময় জগমোহন ডালমিয়াও বঙ্গ ক্রিকেটের যাবতীয় সিদ্ধান্তের ভার কার্যত সৌরভের উপরই ছেড়ে দিয়েছিলেন । এসময় তাঁকে আবার বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসতে হয়েছিল । ফলে BCCI ও CAB-র কাজের চাপ সামলানো জগমোহন ডালমিয়ার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়ে ছিল ।
যৌথ দায়িত্ব পালন করতে করতেই প্রয়াত হন জগমোহন ডালমিয়া । বঙ্গ ক্রিকেটের মসনদে কে বসবে তা নিয়ে CAB-র অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে । প্রশাসক হিসেবে সৌরভ গাঙ্গুলির আত্মপ্রকাশের আগে যেসমস্ত কর্তারা বঙ্গ ক্রিকেট প্রশাসনে আরও জাঁকিয়ে বসার স্বপ্ন দেখেছিলেন, তাঁরাই সেদিন দাঁত নখ বের করে সামনে চলে আসেন । অবস্থা সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে । অশৌচ গায়ে দাঁড়িয়ে থাকা জগমোহন ডালমিয়া পুত্র অভিষেক, বিশ্বরূপ দে ও সৌরভ গাঙ্গুলিকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঘোষণা করেছিলেন CAB প্রেসিডেন্ট সৌরভই ।
সৌরভ যখন বাংলার ক্রিকেটের শীর্ষ কর্তা হলেন ততদিনে ক্রিকেট প্রশাসনে ক্রিকেটারদের সফল হওয়া নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে । কারণ কর্নাটক ক্রিকেট প্রশাসনে অনিল কুম্বলে ও জাভাগল শ্রীনাথ ব্যর্থ হয়েছেন । প্রাক্তন সতীর্থদের ব্যর্থতা থেকেই বোধহয় শিক্ষা নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি । ধীরে কিন্তু দৃঢ়ভাবে বঙ্গ ক্রিকেটের রাজ্যপাটে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন । পেশাদার মানসিকতা, ক্রিকেটীয় প্রজ্ঞা ও দূরদর্শিতা এবং সবাইকে নিয়ে চলার ক্ষমতা সৌরভকে পুরোদস্তুর ক্রিকেট প্রশাসকে পরিণত করেছে । তবে প্রশাসক সৌরভ গাঙ্গুলি যে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে ঢাকতে পারেননি তা বারে বারে প্রমাণিত হয়েছে ৷ IPL-এ দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হয়ে যথেষ্ঠ সফলতার সাথে কাজ করেছিলেন ৷ সৌরভ নিজেও বলেন মাঠেই তিনি বেশি স্বচ্ছন্দ ।
লোধা কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময়সীমা পার করার পরে সব প্রশাসককে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে । সেদিক থেকে সৌরভের হাতে রয়েছে মাত্র দশমাস । রবিবার সন্ধ্যায় অনেক নাটকের পরে BCCI-র মসনদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি । শোনা যাচ্ছিল রাজনৈতিক চাপের কাছে সৌরভ নতিস্বীকার না করায় ব্রিজেশ প্যাটেল দায়িত্ব পেতে চলেছেন । কিন্তু সদস্যদের বিপুল সমর্থন ঝুঁকে ছিল মহারাজের দিকেই ৷ ফলে BCCI-র মসনদে বসতে চলেছেন সৌরভই ৷ এদিকে যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ । আপাতত ঠিক হয়েছে জয় শাহ দেখবেন প্রশাসনিক কর্মকাণ্ড । সৌরভ দেখবেন ক্রিকেটীয় দিক । পরিকাঠামো উন্নয়ন ও ভারতীয় দলের পারফরমেন্স রিপোর্ট যে এবার এবং প্রথমবার ক্রিকেটীয় বিশ্লেষণ দ্বারা বিচার্য হবে তা বলাই বাহুল্য ।
এদিকে বঙ্গ ক্রিকেটে জমে উঠেছে আর এক নাটক ৷ BCCI-তে সৌরভ । CAB তে কে? এই প্রশ্নটা দশমাস পরে উঠত । কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নটা উঠতে শুরু করেছে ৷ শোনা যাচ্ছে স্নেহাশিস গাঙ্গুলি ও বাবলু কোলের মধ্যে যেকোনও একজন CAB সভাপতি হতে পারেন । প্রাক্তন সচিব বাবলু কোলের আরও একবছর মেয়াদ রয়েছে । তিনি প্রাথমিক ভাবে অনিচ্ছা প্রকাশ করলেও এখন রাজি । এদিকে স্নেহাশিস গাঙ্গুলি অ্যাপেক্স কমিটিতে রয়েছেন । সভাপতি হিসেবে সকলের পছন্দ তিনি । তাই স্নেহাশিস গাঙ্গুলি সভাপতি হলে অবাক হওয়ার মতো কিছু হবে না । তবে পরিবারতন্ত্রের কাঁটা রয়েছে ৷ কারণ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ, CAB কোষাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি, এরসঙ্গে স্নেহাশিস CAB সভাপতি হলে ময়দানে পরিবারতন্ত্র কানাঘুষো চলবেই । তবে সৌরভের BCCI-র মসনদে বসার দিনে অবশ্য অপ্রিয় প্রশ্নে মুখ বন্ধ ময়দানের ৷