ETV Bharat / state

KMC Property Tax : সম্পত্তি কর আদায়ে আয় বাড়ল কলকাতা পৌরনিগমের - সম্পত্তি কর আদায় বাবদ আয় বাড়ল কলকাতা পৌরসভার

2021-22 অর্থবর্ষে সম্পত্তি কর বাবদ প্রায় 29 কোটি টাকা অতিরিক্ত আয় হয়েছে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ৷

KMC Property Tax
সম্পত্তি কর আদায় বাবদ আয় বাড়ল কলকাতা পৌরসভার
author img

By

Published : Apr 4, 2022, 10:58 PM IST

কলকাতা, 4 এপ্রিল : 2019-20 অর্থবর্ষের তুলনায় সদ্য সমাপ্ত 2021-22 অর্থবর্ষে বাড়ল কলকাতা পৌরনিগমের সম্পত্তি কর আদায়ের পরিমাণ (Kolkata Municipal Corporation Property Tax Collection) ৷ গত বছরের তুলনায় এবার সম্পত্তি কর আদায় বাবদ 29 কোটি টাকা অতিরিক্ত আয় হয়েছে ৷ আর্থিক সঙ্কটে ভুগে চলা কলকাতা পৌরসভা কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি কিছুটা স্বস্তির ৷ কিন্তু এতেই আত্মসন্তুষ্টিতে ভুগতে রাজি নয় পৌরনিগম কর্তৃপক্ষ৷ আয় বাড়ানোর লক্ষ্যে তাই বকেয়া না-মেটানোয় এবার দু'টি বেসরকারি সম্পত্তি নিলামে তুলছে পৌরনিগম ।

যদিও 2020-2021 আর্থিক বছরে সম্পত্তি কর মেটানোর জন্য ওয়েভার স্কিম ছিল কলকাতা পৌর নিগমের ৷ ফলে ওই বছরকে তুলনায় টানতে চাইছে না পৌর কর্তৃপক্ষ । সম্পত্তি কর বাবদ বিপুল টাকা দীর্ঘ দিন বকেয়া রাখা ব্যক্তিদের তালিকা তৈরি করেছিল পৌরনিগম । তারপর ধাপে ধাপে বকেয়াধারীদের চিঠি দেওয়া হয় কর মেটাতে । চিঠিতে কাজ না হওয়া কর খেলাপিদের হোটেল-রেস্টুরেন্টে ইতিমধ্যেই তালা ঝুলিয়ে দিয়েছে কেএমসি ৷ এবার কয়েক কোটি টাকা কর বকেয়া থাকা 2টি বেসরকারি সম্পত্তি নিলামের জন্য পদক্ষেপ করছে পৌরসভা ৷

আরও পড়ুন : নিউ মার্কেটের 48 জন কর্মীর বেতন বন্ধ করল কলকাতা পৌরনিগম

জানা গিয়েছে, গত অর্থবর্ষে সম্পত্তি কর থেকে পৌরনিগমের আদায় হয়েছে 885 কোটি টাকা । 2019-20 অর্থবর্ষ এই আদায় হয়েছিল প্রায় 856 কোটি টাকা । অর্থাৎ আয় বেড়েছে প্রায় 29 কোটি টাকা ৷ 2020-21 অর্থবর্ষে সম্পত্তি কর থেকে আদায় হয়েছিল আনুমানিক 1 হাজার 182 কোটি টাকা । যার মধ্যে শুধুমাত্র ওয়েভার স্কিমে আয় হয় 550 কোটি টাকা ।

কলকাতা, 4 এপ্রিল : 2019-20 অর্থবর্ষের তুলনায় সদ্য সমাপ্ত 2021-22 অর্থবর্ষে বাড়ল কলকাতা পৌরনিগমের সম্পত্তি কর আদায়ের পরিমাণ (Kolkata Municipal Corporation Property Tax Collection) ৷ গত বছরের তুলনায় এবার সম্পত্তি কর আদায় বাবদ 29 কোটি টাকা অতিরিক্ত আয় হয়েছে ৷ আর্থিক সঙ্কটে ভুগে চলা কলকাতা পৌরসভা কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি কিছুটা স্বস্তির ৷ কিন্তু এতেই আত্মসন্তুষ্টিতে ভুগতে রাজি নয় পৌরনিগম কর্তৃপক্ষ৷ আয় বাড়ানোর লক্ষ্যে তাই বকেয়া না-মেটানোয় এবার দু'টি বেসরকারি সম্পত্তি নিলামে তুলছে পৌরনিগম ।

যদিও 2020-2021 আর্থিক বছরে সম্পত্তি কর মেটানোর জন্য ওয়েভার স্কিম ছিল কলকাতা পৌর নিগমের ৷ ফলে ওই বছরকে তুলনায় টানতে চাইছে না পৌর কর্তৃপক্ষ । সম্পত্তি কর বাবদ বিপুল টাকা দীর্ঘ দিন বকেয়া রাখা ব্যক্তিদের তালিকা তৈরি করেছিল পৌরনিগম । তারপর ধাপে ধাপে বকেয়াধারীদের চিঠি দেওয়া হয় কর মেটাতে । চিঠিতে কাজ না হওয়া কর খেলাপিদের হোটেল-রেস্টুরেন্টে ইতিমধ্যেই তালা ঝুলিয়ে দিয়েছে কেএমসি ৷ এবার কয়েক কোটি টাকা কর বকেয়া থাকা 2টি বেসরকারি সম্পত্তি নিলামের জন্য পদক্ষেপ করছে পৌরসভা ৷

আরও পড়ুন : নিউ মার্কেটের 48 জন কর্মীর বেতন বন্ধ করল কলকাতা পৌরনিগম

জানা গিয়েছে, গত অর্থবর্ষে সম্পত্তি কর থেকে পৌরনিগমের আদায় হয়েছে 885 কোটি টাকা । 2019-20 অর্থবর্ষ এই আদায় হয়েছিল প্রায় 856 কোটি টাকা । অর্থাৎ আয় বেড়েছে প্রায় 29 কোটি টাকা ৷ 2020-21 অর্থবর্ষে সম্পত্তি কর থেকে আদায় হয়েছিল আনুমানিক 1 হাজার 182 কোটি টাকা । যার মধ্যে শুধুমাত্র ওয়েভার স্কিমে আয় হয় 550 কোটি টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.