ETV Bharat / state

রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত 7, নতুন করে আক্রান্ত 70

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা মুক্ত হয়েছেন 45 জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 956 ৷

কোরোনা ভাইরাস
কোরোনা ভাইরাস
author img

By

Published : May 3, 2020, 12:18 PM IST

কলকাতা, 3 মে : COVID-19 সংক্রান্ত বিষয়ে শুক্র ও শনিবার দুই দিনের বুলেটিন একসঙ্গে প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 956। মোট মৃত্যু হয়েছে 48 জনের। সুস্থ হয়েছেন 199 জন ৷


2 মে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় রাজ্যে সাতজন COVID-19 আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ শনিবার স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ আপডেট হওয়া ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এরাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা 956। সেই সঙ্গে 48 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 2 মে পর্যন্ত রাজ্যে মোট 199 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। সেই সঙ্গে COVID-19- মুক্ত এমন 45 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 2 মে পর্যন্ত রাজ্যে নতুন করে 2410 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ সব মিলে মোট 20,976 টি কোরোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷ ICMR মনোনীত রাজ্যে মোট 16 টি পরীক্ষা কেন্দ্র রয়েছে যেখানে এই পরীক্ষাগুলি করা হচ্ছে ৷ রাজ্যে এখন পর্যন্ত 67 টি COVID হাসপাতাল রয়েছে । এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে বর্তমানে 254 জন ভরতি রয়েছেন ।

কলকাতা, 3 মে : COVID-19 সংক্রান্ত বিষয়ে শুক্র ও শনিবার দুই দিনের বুলেটিন একসঙ্গে প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 956। মোট মৃত্যু হয়েছে 48 জনের। সুস্থ হয়েছেন 199 জন ৷


2 মে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় রাজ্যে সাতজন COVID-19 আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ শনিবার স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ আপডেট হওয়া ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এরাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা 956। সেই সঙ্গে 48 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 2 মে পর্যন্ত রাজ্যে মোট 199 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। সেই সঙ্গে COVID-19- মুক্ত এমন 45 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 2 মে পর্যন্ত রাজ্যে নতুন করে 2410 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ সব মিলে মোট 20,976 টি কোরোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷ ICMR মনোনীত রাজ্যে মোট 16 টি পরীক্ষা কেন্দ্র রয়েছে যেখানে এই পরীক্ষাগুলি করা হচ্ছে ৷ রাজ্যে এখন পর্যন্ত 67 টি COVID হাসপাতাল রয়েছে । এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে বর্তমানে 254 জন ভরতি রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.