ETV Bharat / state

West Bengal Weather Update: সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে উপকূলে, উত্তরে হালকা থেকে মাঝারি বারিধারা - উত্তরে হালকা থেকে মাঝারি

শ্রাবণেও বৃষ্টির দেখা নেই ৷ তবে কিছুটা আশার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ উইক-এন্ডে উপকূলে বৃষ্টি বাড়তে পারে (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon Update
রাজ্যে বর্ষা
author img

By

Published : Jul 23, 2022, 7:02 AM IST

Updated : Jul 23, 2022, 8:03 AM IST

কলকাতা, 23 জুলাই: ভারী বৃষ্টিতে ভাসছে বাংলা ৷ এই ছবি চলতি বর্ষায় দেখা যাবে কি ? প্রশ্ন রয়েই যাচ্ছে ৷ আষাঢ় পেরিয়ে শ্রাবণে পা দিয়েছে বাংলা ক্যালেন্ডার । তবু মরশুমের বৃষ্টির দেখা নেই । দক্ষিণবঙ্গে তো সেভাবে বৃষ্টি হলই না । বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে মাত্র (IMD Kolkata weather forecasts partly cloudy sky with one or two spells of rain in South Bengal) ।

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । কিন্তু 23 ও 24 তারিখ অর্থাৎ আজ ও আগামিকাল দক্ষিণের উপকূলীয় অঞ্চল অর্থাৎ, দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে । বাকি জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টি হবে । শুধুমাত্র কালিম্পং ও জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গে এখনও 50 শতাংশ বৃষ্টির ঘাটতি । তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গে । কলকাতাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।"

দক্ষিণে বৃষ্টির পূর্বাভাসের কথা জানালেন উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: বাস্তবদৃষ্টিভঙ্গি দিয়ে আজ সবদিক বিচার করবেন মেষ রাশির ব্যক্তিরা, বাকিদের দিন কেমন যাবে জানুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ শনিবারের আকাশ মূলত মেঘলাই থাকবে । দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

কলকাতা, 23 জুলাই: ভারী বৃষ্টিতে ভাসছে বাংলা ৷ এই ছবি চলতি বর্ষায় দেখা যাবে কি ? প্রশ্ন রয়েই যাচ্ছে ৷ আষাঢ় পেরিয়ে শ্রাবণে পা দিয়েছে বাংলা ক্যালেন্ডার । তবু মরশুমের বৃষ্টির দেখা নেই । দক্ষিণবঙ্গে তো সেভাবে বৃষ্টি হলই না । বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে মাত্র (IMD Kolkata weather forecasts partly cloudy sky with one or two spells of rain in South Bengal) ।

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । কিন্তু 23 ও 24 তারিখ অর্থাৎ আজ ও আগামিকাল দক্ষিণের উপকূলীয় অঞ্চল অর্থাৎ, দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে । বাকি জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টি হবে । শুধুমাত্র কালিম্পং ও জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গে এখনও 50 শতাংশ বৃষ্টির ঘাটতি । তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গে । কলকাতাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।"

দক্ষিণে বৃষ্টির পূর্বাভাসের কথা জানালেন উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: বাস্তবদৃষ্টিভঙ্গি দিয়ে আজ সবদিক বিচার করবেন মেষ রাশির ব্যক্তিরা, বাকিদের দিন কেমন যাবে জানুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ শনিবারের আকাশ মূলত মেঘলাই থাকবে । দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

Last Updated : Jul 23, 2022, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.