ETV Bharat / state

West Bengal Weather Update: দাবদাহ থেকে সাময়িক মুক্তি, শনি থেকে স্বস্তির বৃষ্টি বঙ্গে - কাল থেকে বৃষ্টি হতে পারে

উত্তর-পশ্চিম ভারত থেকে শুষ্ক ও গরম হাওয়া রাজ্যে প্রবেশ করছে ৷ এদিকে দক্ষিণ দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে না ৷ এই জন্যেই রাজ্যে এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তবে কাল থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

Bengal Summer
বঙ্গে বৃষ্টি
author img

By

Published : Apr 21, 2023, 6:45 AM IST

Updated : Apr 21, 2023, 7:10 AM IST

আগামী ক'দিনের আবহাওয়া নিয়ে জানালেন আলিপুরের আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 21 এপ্রিল: উত্তর-পশ্চিম ভারত থেকে প্রবেশ করা শুষ্ক বাতাসকে ছাপিয়ে শক্তি বাড়াচ্ছে দখিনা বাতাস ৷ ফলে বঙ্গে ফিরছে বৃষ্টির আশা ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পাহাড়ে বৃষ্টি শুরু হয়েছে এবং এখন তা চলবে ৷ দার্জিলিংয়ের গরুবাথানে শিলাবৃষ্টিও হয়েছে ৷ শুধু তাই নয়, এই বৃষ্টির প্রভাব পড়বে গোটা রাজ্যেই ৷

পয়লা এপ্রিলের পর শুষ্ক গরম রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করে রেখেছে ৷ আগামিকাল থেকে তার পরিবর্তন হতে শুরু করবে ৷ কাঙ্খিত বৃষ্টির দেখা মিলবে শনিবার থেকে ৷ আজ পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ চলবে ৷ উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরে আজ তাপপ্রবাহ চলবে ৷ আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পরবর্তী তিনদিন অর্থাৎ 22, 23, 24 এপ্রিল শনি-রবি-সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ 21 ও 22 এপ্রিল উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ 23 ও 24 এপ্রিল কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷

শনিবার বেলা তিনটে পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে ৷ বৃহস্পতিবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.3 ডিগ্রি সেলসিয়াস ৷ পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস ৷ শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.6 ডিগ্রি সেলসিয়াস ৷ এছাড়া মগড়ায় 42 ডিগ্রি, বর্ধমানে 42.5 ডিগ্রি, আসানসোলে 42.9 ডিগ্রি, ঝাড়গ্রামে 42.5 ডিগ্রি, পুরুলিয়ায় 42.3 ডিগ্রি, মালদায় 42.1 ডিগ্রি, কলাইকুণ্ডায় 42.6 ডিগ্রি, মেদিনীপুরে 42 ডিগ্রি তাপমাত্রা ছিল ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চল- সল্টলেকে 41.5 ডিগ্রি, ব্যারাকপুরে 41.6 এবং দমদমে 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৷

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত যে দুঃসহ গরম চলছিল তা কিছুটা হলেও কমবে ৷ আপাতত কিছুদিন তাপপ্রবাহের মতো গরম আর ফিরবে না ৷ আজ শুক্রবারও অস্বস্তিকর গরম চলবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 40 ডিগ্রি ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: বাগদানের জন্য শুভ যোগ মিথুন রাশির, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

আগামী ক'দিনের আবহাওয়া নিয়ে জানালেন আলিপুরের আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 21 এপ্রিল: উত্তর-পশ্চিম ভারত থেকে প্রবেশ করা শুষ্ক বাতাসকে ছাপিয়ে শক্তি বাড়াচ্ছে দখিনা বাতাস ৷ ফলে বঙ্গে ফিরছে বৃষ্টির আশা ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পাহাড়ে বৃষ্টি শুরু হয়েছে এবং এখন তা চলবে ৷ দার্জিলিংয়ের গরুবাথানে শিলাবৃষ্টিও হয়েছে ৷ শুধু তাই নয়, এই বৃষ্টির প্রভাব পড়বে গোটা রাজ্যেই ৷

পয়লা এপ্রিলের পর শুষ্ক গরম রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করে রেখেছে ৷ আগামিকাল থেকে তার পরিবর্তন হতে শুরু করবে ৷ কাঙ্খিত বৃষ্টির দেখা মিলবে শনিবার থেকে ৷ আজ পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ চলবে ৷ উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরে আজ তাপপ্রবাহ চলবে ৷ আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পরবর্তী তিনদিন অর্থাৎ 22, 23, 24 এপ্রিল শনি-রবি-সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ 21 ও 22 এপ্রিল উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ 23 ও 24 এপ্রিল কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷

শনিবার বেলা তিনটে পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে ৷ বৃহস্পতিবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.3 ডিগ্রি সেলসিয়াস ৷ পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস ৷ শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.6 ডিগ্রি সেলসিয়াস ৷ এছাড়া মগড়ায় 42 ডিগ্রি, বর্ধমানে 42.5 ডিগ্রি, আসানসোলে 42.9 ডিগ্রি, ঝাড়গ্রামে 42.5 ডিগ্রি, পুরুলিয়ায় 42.3 ডিগ্রি, মালদায় 42.1 ডিগ্রি, কলাইকুণ্ডায় 42.6 ডিগ্রি, মেদিনীপুরে 42 ডিগ্রি তাপমাত্রা ছিল ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চল- সল্টলেকে 41.5 ডিগ্রি, ব্যারাকপুরে 41.6 এবং দমদমে 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৷

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত যে দুঃসহ গরম চলছিল তা কিছুটা হলেও কমবে ৷ আপাতত কিছুদিন তাপপ্রবাহের মতো গরম আর ফিরবে না ৷ আজ শুক্রবারও অস্বস্তিকর গরম চলবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 40 ডিগ্রি ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: বাগদানের জন্য শুভ যোগ মিথুন রাশির, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

Last Updated : Apr 21, 2023, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.