ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে চড়বে পারদ

author img

By

Published : Feb 23, 2023, 7:00 AM IST

Updated : Feb 23, 2023, 7:08 AM IST

আবহাওয়ার খামখেয়ালিতে ভুগছে বাংলা ৷ উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে গরম বাড়বে (Temperature will Increase in South Bengal)বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷

ETV Bharat
বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বঙ্গে প্রকট আবহাওয়ার খামখেয়ালিপনা (Weather Update of West Bengal)৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Possibility in North Bengal)৷ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ তথা ফাল্গুন মাসের শুরু । ভরা বসন্তে বৃষ্টি ভ্রুকুটি বঙ্গে । জমতে থাকা গরমে স্বস্তির পরশ বলা যায় । হাওয়া অফিস আগামী পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে তাতে শীত বিদায়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে ।

তবে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে তার থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই । সেদিক থেকে বুধবার বিকেল এবং রাতের হওয়া বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা কমল । দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দখিনা বাতাস বইতে শুরু করেছে । রোদের তাপ গায়ে বেশ চড়া লাগছে । সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই চড়তে শুরু করেছে । স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা । বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ ।

হাওয়া অফিস বলছে, তিনদিন পর থেকে এই তাপমাত্রা আরও চড়বে । ফলে বসন্তেই গ্রীষ্মের অস্বস্তি বোধ হবে । ইতিমধ্যে গায়ে ছ্যাঁকার মতো লাগছে রোদের তাপ । ঘাম হচ্ছে । সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি । আবহবিদরা বলছেন উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিণে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাই দুয়ারে গরম বলাই যায় । বাতাসে জলীয় বাষ্প প্রবেশের কারণেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার এই বৃদ্ধি । বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : লক্ষ্মীবারে গাড়ি-বাড়ি কেনার জন্য শুভদিন ধনুর, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বঙ্গে প্রকট আবহাওয়ার খামখেয়ালিপনা (Weather Update of West Bengal)৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Possibility in North Bengal)৷ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ তথা ফাল্গুন মাসের শুরু । ভরা বসন্তে বৃষ্টি ভ্রুকুটি বঙ্গে । জমতে থাকা গরমে স্বস্তির পরশ বলা যায় । হাওয়া অফিস আগামী পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে তাতে শীত বিদায়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে ।

তবে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে তার থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই । সেদিক থেকে বুধবার বিকেল এবং রাতের হওয়া বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা কমল । দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দখিনা বাতাস বইতে শুরু করেছে । রোদের তাপ গায়ে বেশ চড়া লাগছে । সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই চড়তে শুরু করেছে । স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা । বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ ।

হাওয়া অফিস বলছে, তিনদিন পর থেকে এই তাপমাত্রা আরও চড়বে । ফলে বসন্তেই গ্রীষ্মের অস্বস্তি বোধ হবে । ইতিমধ্যে গায়ে ছ্যাঁকার মতো লাগছে রোদের তাপ । ঘাম হচ্ছে । সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি । আবহবিদরা বলছেন উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিণে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাই দুয়ারে গরম বলাই যায় । বাতাসে জলীয় বাষ্প প্রবেশের কারণেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার এই বৃদ্ধি । বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : লক্ষ্মীবারে গাড়ি-বাড়ি কেনার জন্য শুভদিন ধনুর, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

Last Updated : Feb 23, 2023, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.