ETV Bharat / state

যাদবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে মধুচক্র, গ্রেপ্তার 13 - jadavpur

যাদবপুরে মধুচক্র থেকে চার যুবতি সহ 13 জন গ্রেপ্তার।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 1, 2019, 5:17 AM IST

Updated : Apr 1, 2019, 7:28 AM IST

কলকাতা, 1এপ্রিল : যাদবপুরে মধুচক্র থেকে চার যুবতি সহ 13জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে দালাল সহ ন'জন রয়েছে।

রীতিমত ভদ্র পরিবেশ। বেশ কিছু অভিজাত মানুষের বাস। কাছেই আবার শিক্ষাপ্রতিষ্ঠান। অভিযোগ, সেখানে চালানো হচ্ছিল মধুচক্র। দিনভর অপরিচিত লোকজনের আনাগোনা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা যাদবপুর থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর সেখানে তল্লাশি চালিয়ে 13জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মধ্যে দালাল সহ ন'জন রয়েছে। তারা হল অভিমন্যু নায়েক, মণীন্দ্র শাহ, সৈকত ঘোষ, তপন দাশগুপ্ত, সোমনাথ ব্যানার্জি, সুরজিৎ রায়, মান্তু দাস, সাবর্ণ সাহা, সনজিৎ যাদব।

এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছেন যাদবপুর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ কৌশিক সিংহ রায়।

কলকাতা, 1এপ্রিল : যাদবপুরে মধুচক্র থেকে চার যুবতি সহ 13জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে দালাল সহ ন'জন রয়েছে।

রীতিমত ভদ্র পরিবেশ। বেশ কিছু অভিজাত মানুষের বাস। কাছেই আবার শিক্ষাপ্রতিষ্ঠান। অভিযোগ, সেখানে চালানো হচ্ছিল মধুচক্র। দিনভর অপরিচিত লোকজনের আনাগোনা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা যাদবপুর থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর সেখানে তল্লাশি চালিয়ে 13জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মধ্যে দালাল সহ ন'জন রয়েছে। তারা হল অভিমন্যু নায়েক, মণীন্দ্র শাহ, সৈকত ঘোষ, তপন দাশগুপ্ত, সোমনাথ ব্যানার্জি, সুরজিৎ রায়, মান্তু দাস, সাবর্ণ সাহা, সনজিৎ যাদব।

এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছেন যাদবপুর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ কৌশিক সিংহ রায়।

Last Updated : Apr 1, 2019, 7:28 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.