ETV Bharat / state

স্বয়ংক্রিয় মেশিনে কীভাবে সংগৃহীত হয় প্লাজ়মা? - কোরোনা

প্লাজ়মা সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় এই মেশিনের পোশাকি নাম সেল সেপারেটার । তবে, শুধুমাত্র প্লাজ়মা নয়, এই মেশিনের মাধ‍্যমে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল কিংবা, প্লেটলেট নেওয়া যেতে পারে ৷ তেমনই হোল ব্লাড সেল-ও নেওয়া যেতে পারে ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 24, 2020, 10:41 PM IST

কলকাতা, 24 অগাস্ট : স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কীভাবে কোনও ডোনারের কাছ থেকে শুধুমাত্র প্লাজ়মা অথবা প্লেটলেট কিংবা রক্তের অন্য কোনও উপাদান সংগ্রহ করা হয়? এই বিষয়ে বলেছেন ঢাকুরিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান, চিকিৎসক ঋতম চক্রবর্তী ।

প্লাজ়মা সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় এই মেশিনের পোশাকি নাম সেল সেপারেটার । তবে, শুধুমাত্র প্লাজ়মা নয়, এই মেশিনের মাধ‍্যমে আরও অনেক কিছু করা যেতে পারে । কোনও ডোনারের কাছ থেকে এই মেশিনের মাধ‍্যমে শুধুমাত্র যেমন প্লাজ়মা, রেড ব্লাড সেল কিংবা, হোয়াইট ব্লাড সেল কিংবা, প্লেটলেট নেওয়া যেতে পারে ৷ তেমনই হোল ব্লাড সেল-ও নেওয়া যেতে পারে । এই মেশিনের মাধ‍্যমে কোনও ডোনারের কাছ থেকে শুধুমাত্র স্টেম সেল-ও নেওয়া যেতে পারে । এই মেশিনে যেমন প্রোগ্রাম সেট করে দেওয়া হবে, সেই মতো এই মেশিন কাজ করবে । যে কারণে, প্রোগ্রামে হোল ব্লাড সেট করে দেওয়া হলে যেমন ডোনারের কাছ থেকে হোল ব্লাড সংগ্রহ করবে এই মেশিন । তেমনই, প্রোগ্রামে শুধুমাত্র প্লাজ়মা নেওয়ার জন্য সেট করে দেওয়া হলে ডোনারের কাছ থেকে শুধুমাত্র প্লাজ়মা সংগ্রহ করবে এই মেশিন । এই মেশিনের প্রোগ্রামে হোল ব্লাড নেওয়ার কথা সেট করে দেওয়া হোক কিংবা শুধুমাত্র প্লাজ়মা বা প্লেটলেট নেওয়ার কথা সেট করে দেওয়া হোক, এই মেশিনের প্রোগ্রামে ডোনারের সম্পর্কেও বলে দিতে হবে ৷ অর্থাৎ, কতটা উচ্চতা, কত ওজন, পুরুষ না মহিলা, RBC কাউন্ট কত, হিমোগ্লোবিন কত, ডোনারের এমন বিভিন্ন বিষয়ে বলে দিতে হবে । ডোনারের কাছ থেকে কতটা পরিমাণে, কী চাওয়া হচ্ছে, সেটাও বলে দিতে হবে । এর পরে স্বয়ংক্রিয় এই মেশিনে প্রোগ্রাম সেট হয়ে যাবে । এই মেশিনে একটি কিট সেট করে দিয়ে ডোনারের কাছ থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহের জন্য এই মেশিন চালু করতে হবে ।

প্লাজ়মা সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় মেশিন

এই মেশিনের মাধ্যমে 60 কেজি ওজনের একজন পুরুষ ডোনারের কাছ থেকে শুধুমাত্র প্লাজ়মা সংগ্রহের জন্য 40 মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগবে । ডোনারের ওজন বেশি থাকলে বা প্লেটলেট কাউন্ট ভালো থাকলে 30 থেকে 45 মিনিটের মধ্যে প্লাজ়মা সংগ্রহ করে নিতে পারবে এই মেশিন । এটা অত্যন্ত সুরক্ষিত প্রক্রিয়া । স্বয়ংক্রিয় এই মেশিন অত্যন্ত সংবেদনশীল । ডোনারের তরফে কোনও সমস্যা দেখা দিলে কাজ বন্ধ করে দিয়ে এই মেশিন জানিয়ে দেবে। এই মেশিনের মাধ্যমে একবার প্লাজ়মা নেওয়ার 15 দিন পরে একই ডোনারের কাছ থেকে আবার প্লাজ়মা নেওয়া যাবে । অ্যাফারেসিস করে এ ভাবে প্লাজ়মা সংগ্রহের বিষয়টি স্বীকৃত ।

কলকাতা, 24 অগাস্ট : স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কীভাবে কোনও ডোনারের কাছ থেকে শুধুমাত্র প্লাজ়মা অথবা প্লেটলেট কিংবা রক্তের অন্য কোনও উপাদান সংগ্রহ করা হয়? এই বিষয়ে বলেছেন ঢাকুরিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান, চিকিৎসক ঋতম চক্রবর্তী ।

প্লাজ়মা সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় এই মেশিনের পোশাকি নাম সেল সেপারেটার । তবে, শুধুমাত্র প্লাজ়মা নয়, এই মেশিনের মাধ‍্যমে আরও অনেক কিছু করা যেতে পারে । কোনও ডোনারের কাছ থেকে এই মেশিনের মাধ‍্যমে শুধুমাত্র যেমন প্লাজ়মা, রেড ব্লাড সেল কিংবা, হোয়াইট ব্লাড সেল কিংবা, প্লেটলেট নেওয়া যেতে পারে ৷ তেমনই হোল ব্লাড সেল-ও নেওয়া যেতে পারে । এই মেশিনের মাধ‍্যমে কোনও ডোনারের কাছ থেকে শুধুমাত্র স্টেম সেল-ও নেওয়া যেতে পারে । এই মেশিনে যেমন প্রোগ্রাম সেট করে দেওয়া হবে, সেই মতো এই মেশিন কাজ করবে । যে কারণে, প্রোগ্রামে হোল ব্লাড সেট করে দেওয়া হলে যেমন ডোনারের কাছ থেকে হোল ব্লাড সংগ্রহ করবে এই মেশিন । তেমনই, প্রোগ্রামে শুধুমাত্র প্লাজ়মা নেওয়ার জন্য সেট করে দেওয়া হলে ডোনারের কাছ থেকে শুধুমাত্র প্লাজ়মা সংগ্রহ করবে এই মেশিন । এই মেশিনের প্রোগ্রামে হোল ব্লাড নেওয়ার কথা সেট করে দেওয়া হোক কিংবা শুধুমাত্র প্লাজ়মা বা প্লেটলেট নেওয়ার কথা সেট করে দেওয়া হোক, এই মেশিনের প্রোগ্রামে ডোনারের সম্পর্কেও বলে দিতে হবে ৷ অর্থাৎ, কতটা উচ্চতা, কত ওজন, পুরুষ না মহিলা, RBC কাউন্ট কত, হিমোগ্লোবিন কত, ডোনারের এমন বিভিন্ন বিষয়ে বলে দিতে হবে । ডোনারের কাছ থেকে কতটা পরিমাণে, কী চাওয়া হচ্ছে, সেটাও বলে দিতে হবে । এর পরে স্বয়ংক্রিয় এই মেশিনে প্রোগ্রাম সেট হয়ে যাবে । এই মেশিনে একটি কিট সেট করে দিয়ে ডোনারের কাছ থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহের জন্য এই মেশিন চালু করতে হবে ।

প্লাজ়মা সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় মেশিন

এই মেশিনের মাধ্যমে 60 কেজি ওজনের একজন পুরুষ ডোনারের কাছ থেকে শুধুমাত্র প্লাজ়মা সংগ্রহের জন্য 40 মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগবে । ডোনারের ওজন বেশি থাকলে বা প্লেটলেট কাউন্ট ভালো থাকলে 30 থেকে 45 মিনিটের মধ্যে প্লাজ়মা সংগ্রহ করে নিতে পারবে এই মেশিন । এটা অত্যন্ত সুরক্ষিত প্রক্রিয়া । স্বয়ংক্রিয় এই মেশিন অত্যন্ত সংবেদনশীল । ডোনারের তরফে কোনও সমস্যা দেখা দিলে কাজ বন্ধ করে দিয়ে এই মেশিন জানিয়ে দেবে। এই মেশিনের মাধ্যমে একবার প্লাজ়মা নেওয়ার 15 দিন পরে একই ডোনারের কাছ থেকে আবার প্লাজ়মা নেওয়া যাবে । অ্যাফারেসিস করে এ ভাবে প্লাজ়মা সংগ্রহের বিষয়টি স্বীকৃত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.