ETV Bharat / state

স্কুলে যোগ দিতে পারছেন না শিক্ষক, আইনানুগ ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

প্রাইমারি শিক্ষা পর্ষদ চলতি বছরের 7 মার্চ গৌতম বড়ুয়াকে শ্যামদিঘি ফ্রি প্রাইমারি স্কুল থেকে পুরুলিয়ার তলাজুড়ি প্রাইমারি স্কুলে বদলি করে দেয় । 8 মার্চ তাঁকে রিলিজ় অর্ডার দেওয়া হয় । কিন্তু অন্যায়ভাবে বদলি করা হচ্ছে, এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় 17 জুন মামলাটি খারিজ করে দেন এবং ফের আবেদনের নির্দেশ দেন । আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আগামী 2 সপ্তাহের মধ্যে আইনানুগ ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন । এছাড়াও গৌতমবাবু যাতে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুয়ায়ী নতুন স্কুলে যোগ দিতে পারেন, তার ব্যবস্থা করারও নির্দেশ দেন ।

hc
author img

By

Published : Aug 31, 2019, 9:15 PM IST

কলকাতা, 31 অগাস্ট : মার্চ মাসে এসেছিল শিক্ষা দপ্তরের তরফে বদলির নির্দেশ । কিন্তু সেই নির্দেশ মেনে নতুন স্কুলে যোগ দেননি বর্ধমান জেলার প্রাইমারি স্কুলের শিক্ষক গৌতম বড়ুয়া । অন্যায়ভাবে বদলির প্রতিবাদ করায় এতদিন ছিল না তাঁর কোনও চাকরি । পাচ্ছিলেন না মাইনেও । অবশেষে হাইকোর্টের নির্দেশ, আগামী দু'সপ্তাহের মধ্যেই গৌতমবাবু যাতে স্কুলে যোগ দিতে পারেন তার আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।

প্রাইমারি শিক্ষা পর্ষদ চলতি বছরের 7 মার্চ গৌতম বড়ুয়াকে শ্যামদিঘি ফ্রি প্রাইমারি স্কুল থেকে পুরুলিয়ার তলাজুড়ি প্রাইমারি স্কুলে বদলি করে দেয় । 8 মার্চ তাঁকে রিলিজ় অর্ডার দেওয়া হয় । কিন্ত অন্যায়ভাবে বদলি করা হচ্ছে, এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় 17 জুন মামলাটি খারিজ করে দেন এবং ফের আবেদনের নির্দেশ দেন ।

এরপর এই বদলির বিরুদ্ধে আন্দোলনে নামেন গৌতম বড়ুয়াসহ আরও 14 জন শিক্ষক । বিকাশ ভবনের সামনে অনশনে বসেন তাঁরা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দপ্তর 26 জুলাই আরও একটি বিজ্ঞপ্তি জারি করে । তাতে জানানো হয়, গৌতমবাবুকে পুরুলিয়া নয়, বর্ধমানেরই অন্য একটি স্কুলে বদলি করা হল । এপর্যন্ত সব ঠিকঠাক থাকলেও কেন গৌতম বড়ুয়া নতুন স্কুলে যোগ দিতে পারছেন না?

গৌতম বড়ুয়ার আইনজীবী বিবেকানন্দ বাউরি জানান, 7 মার্চ পুরুলিয়ার যে স্কুলে তাঁকে বদলি করা হয়, সেই স্কুলে তিনি যোগ দেননি । কিন্তু বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদ যেহেতু 8 মার্চ রিলিজ় অর্ডার দিয়ে দিয়েছে, তাই তারা ফের রিলিজ় অর্ডার দিতে পারবে না বলে জানিয়ে দেয় । এদিকে পুরুলিয়া জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে জানানো হচ্ছে, যেহেতু গৌতমবাবু পুরুলিয়া জেলার স্কুলে যোগ দেননি তাই তাদের তরফে রিলিজ় অর্ডার দেওয়ার প্রশ্নই উঠছে না ।

এমতবস্থায় আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আগামী 2 সপ্তাহের মধ্যে আইনানুগ ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন । এছাড়াও গৌতমবাবু যাতে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুয়ায়ী নতুন স্কুলে যোগ দিতে পারেন, তার ব্যবস্থা করারও নির্দেশ দেন ।

কলকাতা, 31 অগাস্ট : মার্চ মাসে এসেছিল শিক্ষা দপ্তরের তরফে বদলির নির্দেশ । কিন্তু সেই নির্দেশ মেনে নতুন স্কুলে যোগ দেননি বর্ধমান জেলার প্রাইমারি স্কুলের শিক্ষক গৌতম বড়ুয়া । অন্যায়ভাবে বদলির প্রতিবাদ করায় এতদিন ছিল না তাঁর কোনও চাকরি । পাচ্ছিলেন না মাইনেও । অবশেষে হাইকোর্টের নির্দেশ, আগামী দু'সপ্তাহের মধ্যেই গৌতমবাবু যাতে স্কুলে যোগ দিতে পারেন তার আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।

প্রাইমারি শিক্ষা পর্ষদ চলতি বছরের 7 মার্চ গৌতম বড়ুয়াকে শ্যামদিঘি ফ্রি প্রাইমারি স্কুল থেকে পুরুলিয়ার তলাজুড়ি প্রাইমারি স্কুলে বদলি করে দেয় । 8 মার্চ তাঁকে রিলিজ় অর্ডার দেওয়া হয় । কিন্ত অন্যায়ভাবে বদলি করা হচ্ছে, এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় 17 জুন মামলাটি খারিজ করে দেন এবং ফের আবেদনের নির্দেশ দেন ।

এরপর এই বদলির বিরুদ্ধে আন্দোলনে নামেন গৌতম বড়ুয়াসহ আরও 14 জন শিক্ষক । বিকাশ ভবনের সামনে অনশনে বসেন তাঁরা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দপ্তর 26 জুলাই আরও একটি বিজ্ঞপ্তি জারি করে । তাতে জানানো হয়, গৌতমবাবুকে পুরুলিয়া নয়, বর্ধমানেরই অন্য একটি স্কুলে বদলি করা হল । এপর্যন্ত সব ঠিকঠাক থাকলেও কেন গৌতম বড়ুয়া নতুন স্কুলে যোগ দিতে পারছেন না?

গৌতম বড়ুয়ার আইনজীবী বিবেকানন্দ বাউরি জানান, 7 মার্চ পুরুলিয়ার যে স্কুলে তাঁকে বদলি করা হয়, সেই স্কুলে তিনি যোগ দেননি । কিন্তু বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদ যেহেতু 8 মার্চ রিলিজ় অর্ডার দিয়ে দিয়েছে, তাই তারা ফের রিলিজ় অর্ডার দিতে পারবে না বলে জানিয়ে দেয় । এদিকে পুরুলিয়া জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে জানানো হচ্ছে, যেহেতু গৌতমবাবু পুরুলিয়া জেলার স্কুলে যোগ দেননি তাই তাদের তরফে রিলিজ় অর্ডার দেওয়ার প্রশ্নই উঠছে না ।

এমতবস্থায় আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আগামী 2 সপ্তাহের মধ্যে আইনানুগ ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন । এছাড়াও গৌতমবাবু যাতে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুয়ায়ী নতুন স্কুলে যোগ দিতে পারেন, তার ব্যবস্থা করারও নির্দেশ দেন ।

Intro:স্কুলে যোগদিতে পারছেন না শিক্ষক Body:
মানস নস্কর---

প্রশাসনিক জটিলতার জাতাকলে দীর্ঘদিন ধরে স্কুলে যোগদিতে পারছেন না শিক্ষক

কলকাতা ৩১ অগাস্ট ঃ
মার্চ মাসে বদলির নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর। কিন্ত যোগ দেননি স্কুলে। অন্যয় বদলির প্রতিবাদ করতে গিয়ে এতদিন ছিল না কোন স্কুলই। হাইকোর্টের নির্দেশ, আগামী দুসপ্তাহের মধ্যে ঐ শিক্ষক যাতে স্কুলে যোগদিতে পারেন আইন অনুয়ায়ী ব্যাবস্থা নিতে হবে।


প্রাইমারি শিক্ষা পর্ষদ চলতি বছরের মার্চ মাসে বর্ধমান জেলার একটি প্রাইমারি স্কুলের শিক্ষক গৌতম বড়ুয়াকে বদলি করে দেয় পুরুলিয়ার একটি স্কুলে।কিন্ত অন্যায় ভাবে বদলি করা হচ্ছে দাবি করে সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।তাকে রিলিজ অর্ডার দেওয়া হয়ে গেলেও তিনি যোগ দেননি স্কুলে।ফলে সেই মার্চ মাস থেকে মাইনে বন্ধ হয়ে যায় গৌতম বাবুর।এরপর অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে আন্দোলনে নামেন গৌতম বড়ুয়া সহ আরো ১৪ জন শিক্ষক। সল্টলেকের বিকাশভবনের সামনে অনশন আন্দোলন করেন তারা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দপ্তর ২৬ জুলাই এক বিজ্ঞপ্তি দিয়ে জানায় গৌতম বড়ুয়াকে পুরুলিয়া নয় বর্ধমানেরই অন্য একটি স্কুলে বদলি করে দেওয়া হলো।কিন্ত তিনি স্কুলে যোগ দিতে পারছেন না।কেন যোগ দিতে পারছেন না?

এই ব্যাপারে গৌতম বড়ুয়ার আইনজীবী বিবেকানন্দ বাউরি জানালেন,গৌতম বাবুকে শ্যাম দিঘি ফ্রি প্রাইমারি স্কুল(পশ্চিম বর্ধমান) থেকে পুরুলিয়ার তলাজুড়ি প্রাইমারি স্কুলে বদলি করে দেওয়া হয়।৭ মার্চ ২০১৯ পশ্চিম বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে বদলির নির্দেশ দেওয়া হয়। এবং ৮ মার্চ তাকে রিলিজ অর্ডার দেওয়া হয়। তিনি হাইকোর্টে আসেন। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ১৭ জুন মামলাটি খারিজ করে দেন। এবং নতুন করে আবার আবেদন করার নির্দেশ দেন। ইতিমধ্যে গৌতম বাবু সহ আরো শিক্ষকদের অনশন আন্দোলনের ফলে সরকার তাদের সিদ্ধান্তে বদল আনে।২৬ জুলাই তাকে বর্ধমানেরই একটি স্কুলে বদলির নির্দেশ দেওয়া হয়। কিন্ত তিনি এখনো যোগ দিতে পারছেন না স্কুলে।কারন ৭ মার্চ পুরুলিয়ার যে স্কুলে তাকে বদলি করা হয় সেই স্কুলে তিনি যোগ দেননি।কিন্ত বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদ ৮ মার্চ যেহেতু রিলিজ অর্ডার একবার দিয়ে দিয়েছিল তাই আবার রিলিজ অর্ডার দিতে পারবে না বলছে।এদিকে পুরুলিয়া জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে জানানো হচ্ছে, আমাদের জেলার স্কুলে যোগ দেয়নি। তাহলে আমাদের রিলিজ অর্ডার দেওয়ার প্রশ্নই ওঠে না!এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা প্রাইমারি শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আগামী ২ সপ্তাহের মধ্যে আইন অনুয়ায়ী ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং গৌতম বাবু যাতে ২৬ জুলাই স্কুল শিক্ষা দপ্তর যে নির্দেশ দিয়েছে সেই অনুয়ায়ী স্কুলে যোগদিতে পারেন তার ব্যাবস্থা করবেন।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.