কলকাতা, 18 জুন : চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা হবে । ঠেকানো হবে নিগ্রহ । জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে গতকাল একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিকিৎসকদের সুরক্ষায় নির্দিষ্ট কিছু নির্দেশ দেন পুলিশ আধিকারিকদের । সেই নিয়ে আজ লালবাজারে উচ্চ পর্যায়ের বৈঠকে পুলিশ কর্তারা । পুলিশ কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে এই বৈঠকে সিনিয়র পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন ।
গতকাল নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে রাজ্য পুলিশের DG সুরজিৎ কর পুরকায়স্থ এবং কলকাতা পুলিশ কমিশনারকে নির্দিষ্ট নির্দেশ দেন । ঘোষণা করেন, নিরাপত্তায় নজর রাখতে নোডাল পুলিশ অফিসার নিয়োগ করা হবে । বসানো হবে কলাপসিবল গেটও । পাশাপাশি রোগী কল্যাণ সমিতিকে সক্রিয় হবারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এ ছাড়াও চিকিৎসক এবং রোগীর পরিবারের মধ্যস্থতার জন্য নির্দিষ্ট জনসংযোগ আধিকারিক নিয়োগের নির্দেশও দিয়েছেন তিনি ।
বৈঠক চলাকালীন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ফের চিকিৎসক নিগ্রহ হলে কোনওভাবেই তা সহ্য করা হবে না । পুলিশকে নির্দেশ দেন রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নেওয়ার জন্য । এবার সেই নির্দেশ বাস্তবায়নে কী কী পদক্ষেপ করা হল সেদিকেই সবার নজর ।