কলকাতা, 23 জুন: দিকে দিকে বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারার অভিযোগ নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট ৷ ক্যানিং 1 ব্লকে 274টি পদের একটিতেও বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেননি ৷ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ।
এই বিষয়ে শুক্রবার প্রধান বিচারপতি বলেন,"274টি পদে কেউ মনোনয়ন জমা দিতে পারেননি ৷ আমি তো অবাক ! একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে ?" আগামী সোমবার কমিশনকে এই বিষয়টি নিয়ে হলফনামা দিতে নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। বিরোধী রাজনৈতিক দলের তরফে আইনজীবী সুবীর স্যানাল বলেন, "274টি পদে কোনও বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি ।"
আরও পড়ুন : মনোনয়নে বাধা, সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছেও মমতা-সাক্ষাৎ হল না নওশাদের
ক্যানিং 1 ব্লকে মোট 30টি গ্রাম পঞ্চায়েত, 10টি পঞ্চায়েত সমিতি রয়েছে ৷ মোট 274টি পদ । রাজ্যের বক্তব্য একই ইস্যুতে একাধিক মামলা দায়ের হয়েছে । অর্থাৎ, এই অভিযোগকে তারা আমল দিতে রাজি নয় ৷ অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে চোপড়ায় এক কংগ্রেস ও এক সিপিআইএম কর্মী খুনের অভিযোগ । এই ঘটনার জন্য বিরোধীরা জমা দিতে পারেনি মনোনয়ন ।
বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত । গুলি চালানোর ঘটনায় কমিশনে অভিযোগ জানানোর নির্দেশ মামলাকারীকে । এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । 25 জুনের মধ্যে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তা জানাতে হবে মামলাকারীকে । প্রয়োজনে মামলাকারী পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন । এমনই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
আরও পড়ুন : মনোনয়ন জমা দিতে অপারগ বিরোধীরাদের এসকর্ট করবে কলকাতা পুলিশ, নির্দেশ হাইকোর্টের