ETV Bharat / state

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

author img

By

Published : Jun 10, 2019, 12:33 PM IST

Updated : Jun 10, 2019, 1:00 PM IST

আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

ফাইল ফোটো

কলকাতা, 10 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । গতকাল দিল্লি পৌঁছেছেন তিনি । সন্দেশখালির ঘটনার পর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক যে তাৎপর্যপূর্ণ, তা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আজ প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। ভোট পরবর্তী সন্ত্রাসে পশ্চিমবঙ্গে যখন একের পর এক খুনের ঘটনা ঘটছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বৈঠক যে খুব গুরুত্বপূর্ণ তা মনে করছেন অনেকেই ।

তবে বৈঠকে বসার আগে রাজ্যপাল বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মূলত সৌজন্যমূলক। আমি নিজেই সময় চেয়েছিলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, কিন্তু ভিড় থাকায় শুভেচ্ছা জানাতে পারিনি। শুভেচ্ছা জানাতেই আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। তবে, উনি যদি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু জানতে চান, তাহলে আমার কাছে যা রিপোর্ট আছে তা আমি জানাব ।"

উল্লেখ্য, 8 জুন তৃণমূল-BJP সংঘর্ষে সন্দেশখালির ন্যাজাটে তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে । সেই ঘটনার প্রতিবাদে আজ বসিরহাটে বনধ ডেকেছে BJP ।

কলকাতা, 10 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । গতকাল দিল্লি পৌঁছেছেন তিনি । সন্দেশখালির ঘটনার পর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক যে তাৎপর্যপূর্ণ, তা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আজ প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। ভোট পরবর্তী সন্ত্রাসে পশ্চিমবঙ্গে যখন একের পর এক খুনের ঘটনা ঘটছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বৈঠক যে খুব গুরুত্বপূর্ণ তা মনে করছেন অনেকেই ।

তবে বৈঠকে বসার আগে রাজ্যপাল বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মূলত সৌজন্যমূলক। আমি নিজেই সময় চেয়েছিলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, কিন্তু ভিড় থাকায় শুভেচ্ছা জানাতে পারিনি। শুভেচ্ছা জানাতেই আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। তবে, উনি যদি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু জানতে চান, তাহলে আমার কাছে যা রিপোর্ট আছে তা আমি জানাব ।"

উল্লেখ্য, 8 জুন তৃণমূল-BJP সংঘর্ষে সন্দেশখালির ন্যাজাটে তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে । সেই ঘটনার প্রতিবাদে আজ বসিরহাটে বনধ ডেকেছে BJP ।

Intro:কলকাতা, ৬ মে : নির্বাচনী স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে আজ নবান্নে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক করেন তিনি । সূত্রের খবর, দীর্ঘ এই বৈঠকে রাজ‍্যের শাসক দলের ভোট বিপর্যয় নিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা করেন মমতা। সামনের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ানোর পথ নিয়েও কথা হয়। প্রশান্ত কিশোরের সঙ্গে বিধানসভা ভোটের জন‍্য চুক্তি স্বাক্ষরিত হয়। শাসক দলের এমন গুরুত্বপূর্ণ বৈঠক কেন নবান্নে হল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।


Body:লোকসভা ভোট বিপর্যয় নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন তৃণমূল সুপ্রিমো । ইতিমধ্যেই কালীঘাটে পর পর দুটো সাংগঠনিক বৈঠক করেছেন তিনি । গঠন করেছেন জয়হিন্দ বাহিনী এবং বঙ্গজননী ব্রিগেড । তবুও সামনের নির্বাচন গুলোকে নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । প্রশান্ত কিশোরের মতো একজন প্রখ্যাত নির্বাচনী স্ট্রাটেজিস্টকে নবান্নে ডাকেন মমতা । অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে করে প্রশান্ত কিশোরকে নবান্নে নিয়ে আসেন। দীর্ঘ ১ ঘণ্টা ৪০ মিনিট বৈঠক হয় তার সঙ্গে । বিশেষ এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থাপিত ছিলেন। জানা গেছে, বিধানসভা নির্বাচনের জন‍্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়ছে মমতা এবং প্রশান্ত কিশোরের । এর ফলে তৃণমূলের হয়ে বিধানসভা ভোটের কৌশল নির্ধারণ করে দেবেন এই নির্বাচনী স্ট‍্যাটেজিস্ট। তবে নবান্নের মতো রাজ‍্যের একটি প্রধান প্রশাসনিক ভবনে এমন বৈঠক হওয়াই তৈরি হয়েছে তামাম বিতর্ক।


Conclusion:
Last Updated : Jun 10, 2019, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.