গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, চার চাকায় আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা - Car hits Bike - CAR HITS BIKE
🎬 Watch Now: Feature Video
Published : Sep 21, 2024, 10:43 AM IST
Road Accident in Alipurduar: মোটর ভেহিক্যাল দফতরের গাড়ির ধাক্কায় মৃত এক বাইক আরোহী । ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘাতক গাড়িটিতে ভাঙ্চুর চালিয়ে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা । ঘটনাটি ঘটেছে 31 নম্বর জাতীয় সড়কের আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত উত্তর পানিয়েলগুড়ির কাছে । খবর পেয়েই আলিপুরদুয়ার এসডিপিও-র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । বাইক আরোহীর দেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠাানো হয় । মৃতের নাম গোবিন রাভা (35) ৷ পানবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে মোটর ভেহিক্যাল দফতর লেখা বোলেরো গাড়ি একটি বাইককে ধাক্কা মারে ৷ বাইক আরোহী জাতীয় সড়কে ছিটকে পড়ে যান ৷ ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় । ঘাতক গাড়িটিতে দু'জন ছিল ৷ দুর্ঘটনা ঘটার পর তাঁরা এলাকা থেকে পালিয়ে যান ৷ ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে এবং গাড়িটিতে ভাঙচুর চালায় ৷ পরবর্তীতে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এমপি ৷