পুনে, 21 সেপ্টেম্বর: রাস্তায় ছোটখাটো গর্তে লুকিয়ে বিপদ! যেমনটা ঘটল মহারাষ্ট্রের পুনেতে ৷ পুরনিগমের একটি ট্রাক চলতে চলতে হঠাৎ গর্তে পড়ে একেবারে মাটির ভিতর ঢুকে গেল ৷ দিনের আলোয় চোখের সামনে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন ৷ ঘটনাটি ঘটেছে পোস্ট অফিস চত্বরে ৷
অনুমান একশো বছরেরও বেশি পুরনো ওই পোস্ট অফিসের ওই জায়গায় আগে বড় কুয়ো ছিল ৷ রাস্তা খারাপের জন্য এমন দুর্ঘটনা মানতে রাজি নয় স্থানীয় প্রশাসন ৷ সিসি ক্যামেরায় দুর্ঘটনাটি স্পষ্ট দেখা যাচ্ছে ৷
শুক্রবার বেলা 3টে ৷ পুনের বুধওয়ার পেঠ এলাকায় প্রধান ডাক ঘরের কম্পাউন্ডে ট্রাকটি দাঁড়িয়েছিল ৷ এরপর ট্রাকটি চলতে শুরু করার পরেই হঠাৎ একটি গর্তের মধ্যে পড়ে একেবারে মাটির ভিতরে ঢুকে গেল ৷ এই দুর্ঘটনায় অবশ্য কারও হতাহতের খবর মেলেনি ৷ কাছাকাছি রাখা একটি বাইকও ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছে ৷
দিনের ব্যস্ত সময়ে আচমকা এমন একটি ঘটনায় সবাই ভয় পেয়ে যায় ৷ পুরনিগম কমিশনার রাজেন্দ্র ভোসালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তিনি এই প্রসঙ্গে বলেন, "ওই জায়গায় একটি কুয়ো ছিল ৷ তার উপর ব্লক দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে ৷ গাড়ির চাকা ওই জায়গাটায় আটকে যায় এবং একটা ব্লক কুয়োয় পড়ে যায় ৷ এর ফলে একটা বড় গর্ত তৈরি হয় এবং দুর্ঘটনাটি ঘটে ৷" পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রাকটিকে ক্রেনের সাহায্যে গর্ত থেকে বের করে আনে ৷
এই ঘটনায় রাস্তার খারাপ অবস্থার কথাও তোলেন অনেকে ৷ এই বিষয়ে পুরনিগমের কমিশনার রাজেন্দ্র ভোসলে বলেন, "রাস্তার খারাপ অবস্থার জন্য গর্ত তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা ৷ সব রাস্তাগুলির অবস্থা ভালো ৷ কেন এই দুর্ঘটনা ঘটল, তা পূর্ণাঙ্গ তদন্ত চলছে ৷"