ETV Bharat / state

কোনও রিপোর্ট ছাড়াই বৈঠকে মুখ্যসচিব-ডিজিপি, বিরক্ত ধনকড় - west bengal dgp Virendra

দরকারি রিপোর্ট বা কাগজপত্র ছাড়াই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠকে গিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজিপি বীরেন্দ্র ৷ তাতে বেশ বিরক্ত হয়েছেন রাজ্যপাল ৷ সেই বিরক্তি তিনি টুইট করে প্রকাশও করলেন ৷ শনিবার সন্ধ্যা 6 টায় এই বৈঠক হয় ৷ তার ঘণ্টা দেড়েক পর টুইট করেন ধনকড় ৷

'বিরক্ত' প্রকাশ করে ধনকরের টুইট ৷
'বিরক্ত' প্রকাশ করে ধনকরের টুইট ৷
author img

By

Published : May 8, 2021, 10:34 PM IST

কলকাতা, 8 মে : শনিবার সন্ধ্যা ছ'টায় রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্য সরকারের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর ৷ সেই মতো দু'জনেই পৌঁছন রাজভবনে ৷ দেখাও হয় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ৷ তবে এই বৈঠকের পর বিরক্ত রাজ্যপাল ৷ তা নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি একটি টুইটও করেন ৷ তাতে লেখেন, যা প্রয়োজনীয় কাগজপত্র এবং রিপোর্ট নিয়ে আসার কথা ছিল মুখ্যসচিব এবং ডিজিপির, তা তাঁরা না নিয়েই চলে যান বৈঠক করতে ৷ এমন ঘটনায় যে তিনি রীতিমতো বিরক্ত হয়েছেন তা স্পষ্টই প্রকাশ করেছেন রাজ্যপাল ৷

রাজ্যপাল টুইটে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে আজ সন্ধ্যা 6টায় রাজভবনে ডেকে পাঠানো হয় । যা চাওয়া হয়েছিল দুর্ভাগ্যবশত দু'জনেই সেসব কাগজপত্র বা রিপোর্ট ছাড়াই এসেছিলেন ৷ দেরি না করে সেসব তাঁদের পাঠানোর কথা বলা হয়েছে ৷ এমন ঘটনায় বেশ বিরক্ত অনুভব করছি ৷ আশা করছি এবার উপযুক্ত সাড়া মিলবে ।"

  • Chief Secretary @MamataOfficial and DGP @WBPolice called on me at Raj Bhawan at 6 PM today.

    Unfortunately both came without any paper or reports sought. Directed them to send the same without delay. In a sense disgusted with such stance. Hope there is appropriate response now. pic.twitter.com/RJUnCZp1VY

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শুভেন্দুতেই আস্থা অমিতদের, বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার পথে নন্দীগ্রামের বিধায়ক

কলকাতা, 8 মে : শনিবার সন্ধ্যা ছ'টায় রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্য সরকারের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর ৷ সেই মতো দু'জনেই পৌঁছন রাজভবনে ৷ দেখাও হয় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ৷ তবে এই বৈঠকের পর বিরক্ত রাজ্যপাল ৷ তা নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি একটি টুইটও করেন ৷ তাতে লেখেন, যা প্রয়োজনীয় কাগজপত্র এবং রিপোর্ট নিয়ে আসার কথা ছিল মুখ্যসচিব এবং ডিজিপির, তা তাঁরা না নিয়েই চলে যান বৈঠক করতে ৷ এমন ঘটনায় যে তিনি রীতিমতো বিরক্ত হয়েছেন তা স্পষ্টই প্রকাশ করেছেন রাজ্যপাল ৷

রাজ্যপাল টুইটে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে আজ সন্ধ্যা 6টায় রাজভবনে ডেকে পাঠানো হয় । যা চাওয়া হয়েছিল দুর্ভাগ্যবশত দু'জনেই সেসব কাগজপত্র বা রিপোর্ট ছাড়াই এসেছিলেন ৷ দেরি না করে সেসব তাঁদের পাঠানোর কথা বলা হয়েছে ৷ এমন ঘটনায় বেশ বিরক্ত অনুভব করছি ৷ আশা করছি এবার উপযুক্ত সাড়া মিলবে ।"

  • Chief Secretary @MamataOfficial and DGP @WBPolice called on me at Raj Bhawan at 6 PM today.

    Unfortunately both came without any paper or reports sought. Directed them to send the same without delay. In a sense disgusted with such stance. Hope there is appropriate response now. pic.twitter.com/RJUnCZp1VY

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শুভেন্দুতেই আস্থা অমিতদের, বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার পথে নন্দীগ্রামের বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.