কলকাতা, 29 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী ক্রমাগত সংবিধানের ধারা লঙ্ঘন করে চলেছেন ৷ তিনি সংবিধানের 167 ধারায় 'কর্তব্য' লঙ্ঘন এবং 166 ধারায় 'প্রশাসন'-এর রাজনীতিকরণ করছেন ৷ এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar tweets CM Mamata Banerjee continually in breach of constitution) ৷
এর আগে আরেকটি টুইটে 16 ডিসেম্বর গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যয়ের বক্তৃতার একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সংবাদমাধ্যমের এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম না-নিলেও তাঁকে আক্রমণ করে বলছেন, "রাজভবন মে এক রাজা বৈঠতা হে ৷ কিয়া নেহি বোলতা হ্যায় ৷ বিজেপি কা প্রেসিডেন্ট সে ভি বড়া ৷ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বিজেপি কা৷ অ্যায়সা বাত করতা হ্যায় ৷"
এর উত্তরে রাজ্যপাল টুইটে লেখেন, "জনসভায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই ভাষা ব্যবহার নিন্দাজনক ৷ এভাবে তিনি রাজ্যপালকে অপমান করছেন ৷ এই কথাগুলির ফলে আইন আর সংবিধান মেনে শাসনকে সুরক্ষিত রাখার কাজটি আন্তরিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ৷ বর্তমান অবস্থা খুবই দুশ্চিন্তার ৷"
-
Neither “law unto oneself”nor ‘state within state’ governance @MamataOfficial can be constitutionally sanctified. CM continually in breach of “duty”under Article 167 & politicized bureaucracy under Article 166.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Governance needs massive uplift to be in accord with constitution.
">Neither “law unto oneself”nor ‘state within state’ governance @MamataOfficial can be constitutionally sanctified. CM continually in breach of “duty”under Article 167 & politicized bureaucracy under Article 166.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021
Governance needs massive uplift to be in accord with constitution.Neither “law unto oneself”nor ‘state within state’ governance @MamataOfficial can be constitutionally sanctified. CM continually in breach of “duty”under Article 167 & politicized bureaucracy under Article 166.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021
Governance needs massive uplift to be in accord with constitution.
আরও পড়ুন : Jagdeep Dhankhar Tweets : সিনিয়র কনসালট্যান্টস পদে নিয়োগের বিস্তারিত জানতে চেয়ে টুইট রাজ্যপালের
এই টুইটে জগদীপ ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া প্রত্যুত্তরটিও পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "গোয়া সফরে আপনার 'রাজভবন মে এক রাজা...' অবস্থান আঘাত দিয়েছে এবং সংবিধানের বিধির সঙ্গে মানানসই নয় ৷ আপনি, আমি দু'জনেই সাংবিধানিক পদে রয়েছি ৷ মানুষের সমস্যায় আমাদের দু'জনকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ৷ তাই আপনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাই ৷ আমি নিশ্চিত, আপনি এ বিষয়টিকে গুরুত্ব দেবেন এবং খুব শিগগিরি কথা বলার জন্য সময় বার করবেন ৷"
রাজ্যপাল মুখ্যমন্ত্রীর আচরণকে 'স্বেচ্ছাচারী' বলে উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় 'নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছেন', এর কোনওটাই সাংবিধানিক রীতি নয় ৷ সংবিধান অনুযায়ী রাজ্যের শাসন ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করতে হবে, মত রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷