ETV Bharat / state

Jagdeep Dhankhar Tweets : মুখ্যমন্ত্রী সংবিধান লঙ্ঘন করে চলেছেন, ফের মমতাকে আক্রমণ ধনকড়ের

ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এবার গোয়া সফরে তাঁকে অপমান করেছেন এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন রাজ্যপাল ৷ (WB Governor Jagdeep Dhankhar tweets CM Mamata Banerjee continually in breach of constitution)

WB Governor Jagdeep Dhankhar and CM Mamata Banerjee
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 29, 2021, 9:00 AM IST

কলকাতা, 29 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী ক্রমাগত সংবিধানের ধারা লঙ্ঘন করে চলেছেন ৷ তিনি সংবিধানের 167 ধারায় 'কর্তব্য' লঙ্ঘন এবং 166 ধারায় 'প্রশাসন'-এর রাজনীতিকরণ করছেন ৷ এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar tweets CM Mamata Banerjee continually in breach of constitution) ৷

এর আগে আরেকটি টুইটে 16 ডিসেম্বর গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যয়ের বক্তৃতার একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সংবাদমাধ্যমের এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম না-নিলেও তাঁকে আক্রমণ করে বলছেন, "রাজভবন মে এক রাজা বৈঠতা হে ৷ কিয়া নেহি বোলতা হ্যায় ৷ বিজেপি কা প্রেসিডেন্ট সে ভি বড়া ৷ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বিজেপি কা৷ অ্যায়সা বাত করতা হ্যায় ৷"

এর উত্তরে রাজ্যপাল টুইটে লেখেন, "জনসভায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই ভাষা ব্যবহার নিন্দাজনক ৷ এভাবে তিনি রাজ্যপালকে অপমান করছেন ৷ এই কথাগুলির ফলে আইন আর সংবিধান মেনে শাসনকে সুরক্ষিত রাখার কাজটি আন্তরিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ৷ বর্তমান অবস্থা খুবই দুশ্চিন্তার ৷"

  • Neither “law unto oneself”nor ‘state within state’ governance @MamataOfficial can be constitutionally sanctified. CM continually in breach of “duty”under Article 167 & politicized bureaucracy under Article 166.

    Governance needs massive uplift to be in accord with constitution.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jagdeep Dhankhar Tweets : সিনিয়র কনসালট্যান্টস পদে নিয়োগের বিস্তারিত জানতে চেয়ে টুইট রাজ্যপালের

এই টুইটে জগদীপ ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া প্রত্যুত্তরটিও পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "গোয়া সফরে আপনার 'রাজভবন মে এক রাজা...' অবস্থান আঘাত দিয়েছে এবং সংবিধানের বিধির সঙ্গে মানানসই নয় ৷ আপনি, আমি দু'জনেই সাংবিধানিক পদে রয়েছি ৷ মানুষের সমস্যায় আমাদের দু'জনকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ৷ তাই আপনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাই ৷ আমি নিশ্চিত, আপনি এ বিষয়টিকে গুরুত্ব দেবেন এবং খুব শিগগিরি কথা বলার জন্য সময় বার করবেন ৷"

রাজ্যপাল মুখ্যমন্ত্রীর আচরণকে 'স্বেচ্ছাচারী' বলে উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় 'নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছেন', এর কোনওটাই সাংবিধানিক রীতি নয় ৷ সংবিধান অনুযায়ী রাজ্যের শাসন ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করতে হবে, মত রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷

কলকাতা, 29 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী ক্রমাগত সংবিধানের ধারা লঙ্ঘন করে চলেছেন ৷ তিনি সংবিধানের 167 ধারায় 'কর্তব্য' লঙ্ঘন এবং 166 ধারায় 'প্রশাসন'-এর রাজনীতিকরণ করছেন ৷ এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar tweets CM Mamata Banerjee continually in breach of constitution) ৷

এর আগে আরেকটি টুইটে 16 ডিসেম্বর গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যয়ের বক্তৃতার একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সংবাদমাধ্যমের এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম না-নিলেও তাঁকে আক্রমণ করে বলছেন, "রাজভবন মে এক রাজা বৈঠতা হে ৷ কিয়া নেহি বোলতা হ্যায় ৷ বিজেপি কা প্রেসিডেন্ট সে ভি বড়া ৷ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বিজেপি কা৷ অ্যায়সা বাত করতা হ্যায় ৷"

এর উত্তরে রাজ্যপাল টুইটে লেখেন, "জনসভায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই ভাষা ব্যবহার নিন্দাজনক ৷ এভাবে তিনি রাজ্যপালকে অপমান করছেন ৷ এই কথাগুলির ফলে আইন আর সংবিধান মেনে শাসনকে সুরক্ষিত রাখার কাজটি আন্তরিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ৷ বর্তমান অবস্থা খুবই দুশ্চিন্তার ৷"

  • Neither “law unto oneself”nor ‘state within state’ governance @MamataOfficial can be constitutionally sanctified. CM continually in breach of “duty”under Article 167 & politicized bureaucracy under Article 166.

    Governance needs massive uplift to be in accord with constitution.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jagdeep Dhankhar Tweets : সিনিয়র কনসালট্যান্টস পদে নিয়োগের বিস্তারিত জানতে চেয়ে টুইট রাজ্যপালের

এই টুইটে জগদীপ ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া প্রত্যুত্তরটিও পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "গোয়া সফরে আপনার 'রাজভবন মে এক রাজা...' অবস্থান আঘাত দিয়েছে এবং সংবিধানের বিধির সঙ্গে মানানসই নয় ৷ আপনি, আমি দু'জনেই সাংবিধানিক পদে রয়েছি ৷ মানুষের সমস্যায় আমাদের দু'জনকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ৷ তাই আপনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাই ৷ আমি নিশ্চিত, আপনি এ বিষয়টিকে গুরুত্ব দেবেন এবং খুব শিগগিরি কথা বলার জন্য সময় বার করবেন ৷"

রাজ্যপাল মুখ্যমন্ত্রীর আচরণকে 'স্বেচ্ছাচারী' বলে উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় 'নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছেন', এর কোনওটাই সাংবিধানিক রীতি নয় ৷ সংবিধান অনুযায়ী রাজ্যের শাসন ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করতে হবে, মত রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.