কলকাতা, 4 মে : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় ফুড কর্পোরেশনের তরফে 3.38 লাখ টন চাল রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ টুইট করে সেকথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । পাশাপাশি জানান, চার সপ্তাহ দেরি হল এই কাজ সম্পূর্ণ হতে ।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রেশন বিলির কথা গত মাসে ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । পাশাপাশি এই রেশন বিলিতে যাতে কোনও দুর্নীতি না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধও জানান তিনি । কিন্তু একইসঙ্গে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার রেশন রাজ্যে বিলি না হওয়ার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করান তিনি ।
গত মাসের ভিডিয়ো বার্তায় রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "রাজ্য সরকারের তরফে কোনও কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় অনুমোদিত চাল দেওয়া হচ্ছে না । আমার মনে হয়, এমন কোনও কারণ নেই যেখানে জনতার জন্য নির্দিষ্ট ও কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে দেওয়া খাদ্যসামগ্রী বিলি করা সম্ভব হচ্ছে না ।"
আজ সেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অনুমোদিত 3.38 লাখ টন চাল বিনামূল্যে বিতরণের জন্য রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে টুইটে জানালেন জগদীপ ধনকড় । পাশাপাশি এই চাল বিলিতে দুর্নীতি হলে আধিকারিকদের অরাজনৈতিকভাবে পদক্ষেপ করতেও বলেন তিনি । গত মাসের ভিডিয়ো বার্তাতেও রেশন সামগ্রীর দুর্নীতির ক্ষেত্রে সচেতন হতে বলেছিলেন রাজ্যপাল । এমনকী, যে সমস্ত আধিকারিকরা নজর দেবেন না তাঁরা ভবিষ্যতে বিপদে পড়বে বলেও মন্তব্য করেছিলেন তিনি ।