ETV Bharat / state

সাপুরজির ফ্ল্যাটে গ্যাংস্টারদের কাছে তৃতীয় ব্যক্তির আনাগোনা, খোঁজে গোয়েন্দারা

রিপোর্ট অনুসারে, দুই গ্যাংস্টার ছাড়াও তৃতীয় একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে । এই রিপোর্ট সরাসরি পেশ করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফের কাছে ৷ রিপোর্ট দেখে এসটিএফের গোয়েন্দারা অনুমান করছেন, ফ্ল্যাটে গ্যাংস্টারদের সঙ্গে নিয়মিত তৃতীয় কোনও ব্যক্তি দেখা করতে আসত । তবে কে এই তৃতীয় ব্যক্তি? এখন সেই তৃতীয় ব্যক্তিরই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা ।

সাপুরজির ফ্ল্যাটে উল্লাশেই থাকত গ্যাংস্টারেরা
সাপুরজির ফ্ল্যাটে উল্লাশেই থাকত গ্যাংস্টারেরা
author img

By

Published : Jun 13, 2021, 10:59 PM IST

কলকাতা, 13 জুন : বেশ উল্লাসেই দিন কাটাতেন যশপ্রীত এবং ভুল্লার । বাইরে থেকে খাবার আনিয়ে চলত দেদার উল্লাস । মাঝেমধ্যেই চলে আসত ভরতও । সম্প্রতি সাপুরজি আবাসনের 201 নম্বর ঘরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, এই তথ্যই জানতে পেরেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

রাজ্য পুলিশের গোয়েন্দা সূত্রে খবর, 20 মে ভরতের বিবাহবার্ষিকী ছিল । সেদিন ভরত ও তার স্ত্রী ওই ফ্ল্যাটে এসেছিল । সেদিন ভরতই পার্টি দিয়েছিল । নিউটাউনের অভিজাত আবাসনে শুট আউটের ঘটনায় ফরেনসিক রিপোর্টে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ রিপোর্ট অনুসারে, দুই গ্যাংস্টার ছাড়াও তৃতীয় একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে । এই রিপোর্ট সরাসরি পেশ করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফের কাছে ৷

রিপোর্ট দেখে এসটিএফের গোয়েন্দারা অনুমান করছেন, ফ্ল্যাটে গ্যাংস্টারদের সঙ্গে নিয়মিত তৃতীয় কোনও ব্যক্তি দেখা করতে আসত । তবে কে এই তৃতীয় ব্যক্তি? এখন সেই তৃতীয় ব্যক্তিরই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : নিউটাউন ও মালদার ঘটনা থেকে শিক্ষা, সতর্ক কাঁকসা থানার পুলিশ

ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করে এসটিএফ গোয়েন্দা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা । ফরেনসিক রিপোর্টে উল্লেখ রয়েছে, দু'তরফা গুলি চলেছে । রাজ্য পুলিশের এসটিএফের তরফ থেকেও গুলি চলা ছাড়াও গ্যাংস্টারদের তরফেও গুলি চালানো হয়েছে । এক্ষেত্রে মোট কত রাউন্ড গুলি চালিয়েছে? কারা প্রথম গুলি চালিয়েছে? ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি কোথায় তৈরি ? সেগুলি কোন সময়ে বানানো হয়েছে? সমস্ত কিছুই এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।

কলকাতা, 13 জুন : বেশ উল্লাসেই দিন কাটাতেন যশপ্রীত এবং ভুল্লার । বাইরে থেকে খাবার আনিয়ে চলত দেদার উল্লাস । মাঝেমধ্যেই চলে আসত ভরতও । সম্প্রতি সাপুরজি আবাসনের 201 নম্বর ঘরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, এই তথ্যই জানতে পেরেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

রাজ্য পুলিশের গোয়েন্দা সূত্রে খবর, 20 মে ভরতের বিবাহবার্ষিকী ছিল । সেদিন ভরত ও তার স্ত্রী ওই ফ্ল্যাটে এসেছিল । সেদিন ভরতই পার্টি দিয়েছিল । নিউটাউনের অভিজাত আবাসনে শুট আউটের ঘটনায় ফরেনসিক রিপোর্টে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ রিপোর্ট অনুসারে, দুই গ্যাংস্টার ছাড়াও তৃতীয় একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে । এই রিপোর্ট সরাসরি পেশ করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফের কাছে ৷

রিপোর্ট দেখে এসটিএফের গোয়েন্দারা অনুমান করছেন, ফ্ল্যাটে গ্যাংস্টারদের সঙ্গে নিয়মিত তৃতীয় কোনও ব্যক্তি দেখা করতে আসত । তবে কে এই তৃতীয় ব্যক্তি? এখন সেই তৃতীয় ব্যক্তিরই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : নিউটাউন ও মালদার ঘটনা থেকে শিক্ষা, সতর্ক কাঁকসা থানার পুলিশ

ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করে এসটিএফ গোয়েন্দা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা । ফরেনসিক রিপোর্টে উল্লেখ রয়েছে, দু'তরফা গুলি চলেছে । রাজ্য পুলিশের এসটিএফের তরফ থেকেও গুলি চলা ছাড়াও গ্যাংস্টারদের তরফেও গুলি চালানো হয়েছে । এক্ষেত্রে মোট কত রাউন্ড গুলি চালিয়েছে? কারা প্রথম গুলি চালিয়েছে? ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি কোথায় তৈরি ? সেগুলি কোন সময়ে বানানো হয়েছে? সমস্ত কিছুই এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.