ETV Bharat / state

এবার থেকে রবিবারেও করোনার টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম

করোনার নতুন স্ট্রেন ধরা পড়েছে কলকাতায় । এই অবস্থায় আরও বেশি করে করোনার টিকাকরণ করতে চায় কলকাতা পৌরনিগম ।

এবার থেকে রবিবারেও করোনা টিকাকরণ হবে কলকাতা পৌরনিগমে
এবার থেকে রবিবারেও করোনা টিকাকরণ হবে কলকাতা পৌরনিগমে
author img

By

Published : Mar 9, 2021, 11:06 PM IST

কলকাতা , 9 মার্চ : কলকাতায় ব্রিটেনের নতুন প্রজাতির করোনা স্ট্রেন ধরা পড়ায় দুশ্চিন্তা বাড়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের । তাই আরও বেশি করে করোনার টিকাকরণ করতে চায় কলকাতা পৌরনিগম। এই অবস্থায় কলকাতায় করোনা ভ্যাকসিনের টিকাকরণের কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হল । 17টি থেকে বাড়িয়ে 51টি কেন্দ্র করল কলকাতা পৌরনিগম । প্রতিদিন একটি সেন্টার থেকে 100 জনের টিকাকরণ করা হবে । এদিকে ষাটোর্ধ্ব নাগরিকদের পাশাপাশি 45 বছর বয়সি কো-মরবিডিটি আছে এমন রোগীদেরও টিকাকরণ করছে কলকাতা পৌরনিগম । আজ কলকাতা পৌরনিগমের সবকটি পৌর স্বাস্থ্যকেন্দ্রে মোট 4 হাজার 412 জন করোনা ভ্যাকসিনের টিকা নিয়েছেন । এমনিতে নিয়মিতভাবে করোনা পরীক্ষা করে যেমন করোনাকে নিয়ন্ত্রণ আনা হয়েছে । এবার থেকে ছুটির দিন অর্থাৎ রবিবারগুলিতে অতিরিক্ত করে ভ্যাক্সিনেশনে আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে করোনাকে । এই মর্মে আগামীকাল বৈঠক করবে পৌরনিগম ও রাজ্য সরকার । এর জন্য অতিরিক্ত খরচ কোথা থেকে আসবে তা নিয়ে আলোচনা হবে পৌরনিগম ও রাজ্য সরকারের মধ্যে ।

আরও পড়ুন :নেত্রী বললেন, "ফালতু পিছন ডাকবে না"

এখনও পর্যন্ত কলকাতা পৌরনিগমের 51 শতাংশ কর্মীর টিকাকরণের কাজ সম্পন্ন হয়েছে । 16 জানুয়ারি থেকে কলকাতা পৌরনিগমের কর্মীদের টিকাকরণ শুরু হয়েছে । 100 দিনের কর্মী , পৌরস্বাস্থ্যকর্মী, পৌরচিকিৎসক, নার্সের সর্বপ্রথম টিকাকরণ করেছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা , 9 মার্চ : কলকাতায় ব্রিটেনের নতুন প্রজাতির করোনা স্ট্রেন ধরা পড়ায় দুশ্চিন্তা বাড়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের । তাই আরও বেশি করে করোনার টিকাকরণ করতে চায় কলকাতা পৌরনিগম। এই অবস্থায় কলকাতায় করোনা ভ্যাকসিনের টিকাকরণের কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হল । 17টি থেকে বাড়িয়ে 51টি কেন্দ্র করল কলকাতা পৌরনিগম । প্রতিদিন একটি সেন্টার থেকে 100 জনের টিকাকরণ করা হবে । এদিকে ষাটোর্ধ্ব নাগরিকদের পাশাপাশি 45 বছর বয়সি কো-মরবিডিটি আছে এমন রোগীদেরও টিকাকরণ করছে কলকাতা পৌরনিগম । আজ কলকাতা পৌরনিগমের সবকটি পৌর স্বাস্থ্যকেন্দ্রে মোট 4 হাজার 412 জন করোনা ভ্যাকসিনের টিকা নিয়েছেন । এমনিতে নিয়মিতভাবে করোনা পরীক্ষা করে যেমন করোনাকে নিয়ন্ত্রণ আনা হয়েছে । এবার থেকে ছুটির দিন অর্থাৎ রবিবারগুলিতে অতিরিক্ত করে ভ্যাক্সিনেশনে আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে করোনাকে । এই মর্মে আগামীকাল বৈঠক করবে পৌরনিগম ও রাজ্য সরকার । এর জন্য অতিরিক্ত খরচ কোথা থেকে আসবে তা নিয়ে আলোচনা হবে পৌরনিগম ও রাজ্য সরকারের মধ্যে ।

আরও পড়ুন :নেত্রী বললেন, "ফালতু পিছন ডাকবে না"

এখনও পর্যন্ত কলকাতা পৌরনিগমের 51 শতাংশ কর্মীর টিকাকরণের কাজ সম্পন্ন হয়েছে । 16 জানুয়ারি থেকে কলকাতা পৌরনিগমের কর্মীদের টিকাকরণ শুরু হয়েছে । 100 দিনের কর্মী , পৌরস্বাস্থ্যকর্মী, পৌরচিকিৎসক, নার্সের সর্বপ্রথম টিকাকরণ করেছে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.