ETV Bharat / state

Fraud Case in Kolkata : দিল্লি মেডিক্যাল কলেজে ভর্তির নামে 52 লক্ষ টাকার প্রতারণা, অসম থেকে ধৃত 1

কলকাতার ছাত্রীকে দিল্লির মেডিক্যাল কলেজে ভর্তি করার নামে 52 লক্ষ টাকা আত্মসাৎ করে অসমে চম্পট (Fraud of Rs 52 Lakh in Name of Admission in Delhi Medical College) । সেখান থেকে গ্রেফতার এক যুবক ৷ গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

Kolkata Police Investigation
Kolkata Police
author img

By

Published : Mar 21, 2022, 6:07 PM IST

কলকাতা, 21 মার্চ : কলকাতার গলফ গ্রীনের বাসিন্দা এক ছাত্রীর বাবার কর্মসূত্রে অসমে গিয়ে আলাপ ভাস্কর চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে । নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দেন ভাস্কর চক্রবর্তী । তাঁর মেয়েকে দিল্লির মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেবেন বলে আশ্বাস দেন ভাস্কর (Fraud of Rs 52 Lakh in Name of Admission in Delhi Medical College) ৷

গত সপ্তাহে যাদবপুর এলাকায় ভাস্কর এসে অভিযোগকারিণীর বাবার কাছ থেকে মোট 52 লক্ষ টাকা নিয়ে যান । পরবর্তীকালে অভিযোগকারিণীর ইমেলে দিল্লি মেডিক্যাল কলেজের বেশ কিছু ফর্ম পাঠান ৷ এই পর্যন্ত সবকিছু ঠিকই চলছিল ৷ কিন্তু অভিযোগকারিণীর পরিবারের সন্দেহ হয়, যখন একটা সময়ের পর ভাস্কর চক্রবর্তী নামে ওই যুবক তাঁদের সঙ্গে আর যোগাযোগ রাখছিলেন না ৷

তার পরেই তারা দিল্লি মেডিক্যাল কলেজের (Delhi Medical College) সূত্রে জানতে পারেন, অভিযোগকারিণীর নামে সেই কলেজে কোন অ্যাডমিশনই হয়নি । এর পরেই অভিযোগকারিণীর বাবা স্থানীয় গলফ গ্রীন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই অসম (Assam) থেকে ভাস্কর চক্রবর্তীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।

আরও পড়ুন : Swasthysathi Dues : স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস রাজ্যের

ভাস্কর চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে এবং ধৃতের কাছে কিভাবে দিল্লি মেডিক্যাল কলেজের বেশ কিছু লেটার প্যাড এবং কাগজপত্র পৌঁছাল, তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ৷

কলকাতা, 21 মার্চ : কলকাতার গলফ গ্রীনের বাসিন্দা এক ছাত্রীর বাবার কর্মসূত্রে অসমে গিয়ে আলাপ ভাস্কর চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে । নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দেন ভাস্কর চক্রবর্তী । তাঁর মেয়েকে দিল্লির মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেবেন বলে আশ্বাস দেন ভাস্কর (Fraud of Rs 52 Lakh in Name of Admission in Delhi Medical College) ৷

গত সপ্তাহে যাদবপুর এলাকায় ভাস্কর এসে অভিযোগকারিণীর বাবার কাছ থেকে মোট 52 লক্ষ টাকা নিয়ে যান । পরবর্তীকালে অভিযোগকারিণীর ইমেলে দিল্লি মেডিক্যাল কলেজের বেশ কিছু ফর্ম পাঠান ৷ এই পর্যন্ত সবকিছু ঠিকই চলছিল ৷ কিন্তু অভিযোগকারিণীর পরিবারের সন্দেহ হয়, যখন একটা সময়ের পর ভাস্কর চক্রবর্তী নামে ওই যুবক তাঁদের সঙ্গে আর যোগাযোগ রাখছিলেন না ৷

তার পরেই তারা দিল্লি মেডিক্যাল কলেজের (Delhi Medical College) সূত্রে জানতে পারেন, অভিযোগকারিণীর নামে সেই কলেজে কোন অ্যাডমিশনই হয়নি । এর পরেই অভিযোগকারিণীর বাবা স্থানীয় গলফ গ্রীন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই অসম (Assam) থেকে ভাস্কর চক্রবর্তীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।

আরও পড়ুন : Swasthysathi Dues : স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস রাজ্যের

ভাস্কর চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে এবং ধৃতের কাছে কিভাবে দিল্লি মেডিক্যাল কলেজের বেশ কিছু লেটার প্যাড এবং কাগজপত্র পৌঁছাল, তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.