কলকাতা, 19 জুন : নির্বাচন শেষ অনেকদিন ৷ তবুও রহস্যমোচন হল না শীতলকুচিকাণ্ডের ৷ 22 জুলাই তাই ফের তলব করা হয়েছে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে ।
এর আগেও 72টি প্রশ্ন করা হয়েছিল তাঁকে ৷ কিন্তু, সবকটি প্রশ্নের উত্তরই ছিল একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন ৷ তাঁর এই অসংলগ্ন উত্তরের জন্যই ফের তলব করা হয়েছে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে ৷
10 এপ্রিল ছিল চতুর্থ দফার ভোটগ্রহণ ৷ সেদিনই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি ৷ উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী ৷ আর তাতেই প্রাণ হারান চার ব্যক্তি ৷
আরও পড়ুন : Firhad Hakim : বিশ্বব্যাঙ্কের টাকায় সংস্কার হবে টালি নালা, জানালেন ফিরহাদ
এই ঘটনার পরই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ সিআইডি সূত্রে খবর, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর ।
তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পরপরই ওই পুলিশ সুপারকে সাসপেন্ড করে রাজ্য সরকার ৷ তবে সেদিন ঠিক হয়েছিল, সেই রহস্যমোচনেই বদ্ধপরিকর সিআইডি ৷ আর সেই কারণেই ফের তলব করা হয়েছে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে ৷