কলকাতা, 15 জুলাই : তিনবছর ধরে সর্দি-কাশিতে ভুগছিল । সঙ্গে ছিল শ্বাসকষ্ট । আজ সেই রোগীর ফুসফুস থেকে অস্ত্রোপচার করে প্লাস্টিকের টুকরো বের করল SSKM-এর চিকিৎসকদের একটি দল । তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বছর ছয়েকের রোহিত দলুইকে ।
ঘাটালের দাসপুর এলাকার বাসিন্দা রোহিত দলুই । তিনবছর ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল সে । স্থানীয় চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে সাময়িকভাবে রোহিত সুস্থ হত ঠিকই, কিন্তু ফের শুরু হত সর্দি-কাশি আর শ্বাসকষ্টের সমস্যা । মে মাস থেকে রোহিতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । চিকিৎসার জন্য পাঁশকুড়ায় নিয়ে গেলে তাঁকে কলকাতায় নিয়ে আসার পরামর্শ দেন চিকিৎসক ।
শনিবার SSKM হাসপাতালের বহির্বিভাগে দেখানো হয় রোহিতকে । ব্রঙ্কোস্কপি করানো হয় তার । রিপোর্টে রোহিতের ফুসফুসের ডান দিকের নিচের অংশে একটা কিছু আটকে থাকতে দেখেন চিকিৎসকরা । এরপর X-RAY সহ ওই নাবালকের আরও পরীক্ষা-নিরীক্ষা করানো হয় । রিপোর্ট দেখে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় । গতকাল ENT বিভাগের প্রধান অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল রোহিতের অস্ত্রপচার করে । ফুসফুস থেকে বের করা হয় প্লাস্টিকের টুকরো । চিকিৎসকরা জানিয়েছেন, এই ফরেন বডি ফুসফুসে থাকার কারণে মাঝেমধ্যেই ফুসফুসে সংক্রমণ হত রোহিতের । তার জেরেই ফুসফুসের ডানদিক কাজ করা বন্ধ হয়ে যেত ।
চিকিৎসক অরুনাভ সেনগুপ্ত বলেন, "এভাবে এতো সময় ধরে ফরেন বডি ফুসফুসের মধ্যে আটকে ছিল । এই ঘটনা বিরল । এর জন্য ওই কিশোরের মৃত্যু হতে পারত । শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়েছে । তবে, শিশুটির ফুসফুসের ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে ।"