ETV Bharat / state

ওরা থাকে বাড়িতে, আমরা মানুষের পাশে থাকি ; BJP-কে কটাক্ষ ফিরহাদের - firhad hakim said on corona relief fund, bjp is doing politics and we are working for the people

রাজ্য BJP-র নেতাদের বাড়ি বসে বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম । বললেন, ওদের বাড়ি বসে বিক্ষোভ দেখানোটাই ভালো ।

firhad hakim said on corona relief fund, bjp is doing politics and we are working for the people
বাড়িতে বসে বিক্ষোভ দেখানোই ভালো, BJP কে কটাক্ষ ফিরহাদ হাকিমের
author img

By

Published : Apr 26, 2020, 5:21 PM IST

কলকাতা, 26 এপ্রিল : "ওরা থাকে বাড়িতে, আমরা বিপদের সময় মানুষের পাশে থাকি ৷ এটাই সবচেয়ে বড় তফাত ৷ " এভাবেই আজ BJP নেতাদের বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম ।

তিনি বলেন, "নিজেদের বাড়িতে বসেই বিক্ষোভ করাটা ভালো । প্রতিবাদ করুক ৷ প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার । কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি ৷ কোরোনা প্রতিরোধ করার জন্য । আগামী দিনেও মানুষের জন্য এই ভাবেই কাজ করে যাব । বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেশন দোকানে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে কি না তার খবর যেমন আমরা নিচ্ছি সেই সঙ্গে রেশনের দোকানের বাইরে সোশাল ডিসট্যান্স মেনে লাইন ঠিক করা হচ্ছে ৷ রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারিও আমরা করছি । প্রত্যেকটা এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ৷ প্রতিটি এলাকার মানুষকে সচেতন করে তোলার কাজ করছি আমরা । মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করছেন ৷ রাস্তায় নেমে কাজ করছেন প্রত্যেকদিন । ওরা থাকে বাড়িতে আর আমরা থাকি রাস্তায় এটাই বড় পার্থক্য । যে যা পারে সেটাই করতে পারে ৷ এটা গণতান্ত্রিক দেশ । ওরা এই সময় রাজনীতি করছে আর আমরা এই সময় মানুষের জন্য কাজ করছি । "

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী আগামী 6 মাসের জন্য খাদ্যসামগ্রী বিনামূল্যে সরবরাহ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । তা নতুন কিছু নয় । এর অনেক আগে থেকেই আমরা রাজ্যে সেসব শুরু করে দিয়েছি । প্রধানমন্ত্রী ঘোষণা করার আগে থেকেই এই সব ব্যবস্থা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ৷ মে মাস থেকেই বিনামূল্যে চাল, ডাল, গম দেওয়া হচ্ছে । আগামী 6 মাসও দেওয়া হবে ৷ তা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । এগুলো নতুন কিছু নয় ৷ "

কলকাতা, 26 এপ্রিল : "ওরা থাকে বাড়িতে, আমরা বিপদের সময় মানুষের পাশে থাকি ৷ এটাই সবচেয়ে বড় তফাত ৷ " এভাবেই আজ BJP নেতাদের বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম ।

তিনি বলেন, "নিজেদের বাড়িতে বসেই বিক্ষোভ করাটা ভালো । প্রতিবাদ করুক ৷ প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার । কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি ৷ কোরোনা প্রতিরোধ করার জন্য । আগামী দিনেও মানুষের জন্য এই ভাবেই কাজ করে যাব । বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেশন দোকানে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে কি না তার খবর যেমন আমরা নিচ্ছি সেই সঙ্গে রেশনের দোকানের বাইরে সোশাল ডিসট্যান্স মেনে লাইন ঠিক করা হচ্ছে ৷ রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারিও আমরা করছি । প্রত্যেকটা এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ৷ প্রতিটি এলাকার মানুষকে সচেতন করে তোলার কাজ করছি আমরা । মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করছেন ৷ রাস্তায় নেমে কাজ করছেন প্রত্যেকদিন । ওরা থাকে বাড়িতে আর আমরা থাকি রাস্তায় এটাই বড় পার্থক্য । যে যা পারে সেটাই করতে পারে ৷ এটা গণতান্ত্রিক দেশ । ওরা এই সময় রাজনীতি করছে আর আমরা এই সময় মানুষের জন্য কাজ করছি । "

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী আগামী 6 মাসের জন্য খাদ্যসামগ্রী বিনামূল্যে সরবরাহ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । তা নতুন কিছু নয় । এর অনেক আগে থেকেই আমরা রাজ্যে সেসব শুরু করে দিয়েছি । প্রধানমন্ত্রী ঘোষণা করার আগে থেকেই এই সব ব্যবস্থা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ৷ মে মাস থেকেই বিনামূল্যে চাল, ডাল, গম দেওয়া হচ্ছে । আগামী 6 মাসও দেওয়া হবে ৷ তা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । এগুলো নতুন কিছু নয় ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.