কলকাতা, 2 নভেম্বর : উৎসবের মরশুমে এক লাফে কোরোনা সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে অনেকটাই । কলকাতায় প্রতিদিন প্রায় 900 জন করে কোরোনায় আক্রান্ত হচ্ছেন । কোরোনায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম ।
শহরে জীবাণুনাশক স্প্রে করা বাড়ানো হয়েছে । স্বাস্থ্য দপ্তরে থেকে আক্রান্ত ব্যক্তির নাম ও বাড়ির ঠিকানা এসে পৌঁছলে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে ওই ব্যক্তির বাড়ি ও এলাকার চারদিক জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । তবে জীবাণুনাশক স্প্রে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা পৌরনিগমের কর্মীদের ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার জানিয়েছেন জীবাণুনাশক স্প্রে করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হচ্ছে পৌরকর্মীদের । অনেকেই কোরোনার পরীক্ষা করার সময় ভুল ঠিকানা দিচ্ছে । ফলে জীবানুনাশক স্প্রে করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পৌরকর্মীদের ।
দেবব্রত মজুমদার জানিয়েছেন অনেক সময় বেসরকারি জায়গা থেকে কোরোনার পরীক্ষা করার জন্য পৌরনিগমের কাছে আক্রান্ত ব্যক্তির তথ্য আসতে তিন থেকে চার দিন সময় লাগে । এর ফলে জীবাণুনাশক স্প্রে করতে তিন-চারদিন সময় নষ্ট হয় । এছাড়াও তিনি জানিয়েছেন যদি কোনও জায়গায় ঠিকমতো জীবাণুনাশক স্প্রে না করা হয় সেই ক্ষেত্রে বোরো কো-অর্ডিনেটর এবং ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করতে ।