ETV Bharat / state

‘‘ফাঁকা কলসি বাজে বেশি, ’’ কেন্দ্রীয় দলকে কটাক্ষ ফিরহাদের - পৌরনিগমের মুখ্য প্রশাসক

ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার যে পরিমাণ কাজ করছে তাতে আমাদের ভয়ের কিছু নেই । কেন্দ্রীয় দল এসে কী করবে ? কেন্দ্রীয় দলের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘‘ফাঁকা কলসি বাজে বেশি ।’’

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Oct 16, 2020, 6:55 PM IST

কলকাতা, 16 অক্টোবর : পুজোর সময় রাজ্যের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখেতে আসতে পারে কেন্দ্রীয় দল ৷ সেই প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর ৷ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন কেন্দ্রীয় দল বাংলায় আসতেই পারেন । তাতে রাজ্য সরকারের ভয়ের কিছু নেই ৷

ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার যে পরিমাণ কাজ করছে তাতে আমাদের ভয়ের কিছু নেই । কেন্দ্রীয় দল এসে কী করবে ? কেন্দ্রীয় দলের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘‘ফাঁকা কলসি বাজে বেশি ।’’ অন্যদিকে হাইকোর্ট জনস্বার্থ মামলার রায় দিয়েছে রাজ্য সরকার যে 50 হাজার টাকা মাস্ক ও স্যানিটাইজেশনের জন্য ক্লাবগুলিকে দেবে তার হিসেব দিতে হবে । যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ হাকিম । তবে কোর্ট যা রায় দেবে রাজ্য সরকার তাই মানবে বলে জানিয়েছেন তিনি ।

তবে ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন, ‘‘ বাংলাকে যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল, সেই বকেয়া টাকা এখনও তাঁরা দেয়নি ৷ আমফান থেকে এই কোরোনা, GST কোনও কিছুর টাকাই কেন্দ্র দিচ্ছে না । কেন্দ্র সরকার শুধুমাত্র টিম পাঠিয়ে পরিদর্শন করেছে ।’’ এর পাশাপাশি তিনি বলেন, BJP খুনোখুনির রাজনীতি করতে চাইছে ৷ তিনি বলেন, কোনও ব্যক্তি মারা গেলে মৃতদেহ নিয়ে রাজনীতি করছে BJP ।

তাঁর আরও দাবি, BJP ধ্বংসাত্মক রাজনীতিতে মেতে উঠেছে ৷ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য শুধু নাটক করে চলেছে । কিন্তু এই সব করে বিশেষ লাভ হবে না ৷ কারণ বাংলার মানুষ BJP-র কোনও প্ররোচনায় পা দেবে না বলেও জানান তিনি ।

কলকাতা, 16 অক্টোবর : পুজোর সময় রাজ্যের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখেতে আসতে পারে কেন্দ্রীয় দল ৷ সেই প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর ৷ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন কেন্দ্রীয় দল বাংলায় আসতেই পারেন । তাতে রাজ্য সরকারের ভয়ের কিছু নেই ৷

ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার যে পরিমাণ কাজ করছে তাতে আমাদের ভয়ের কিছু নেই । কেন্দ্রীয় দল এসে কী করবে ? কেন্দ্রীয় দলের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘‘ফাঁকা কলসি বাজে বেশি ।’’ অন্যদিকে হাইকোর্ট জনস্বার্থ মামলার রায় দিয়েছে রাজ্য সরকার যে 50 হাজার টাকা মাস্ক ও স্যানিটাইজেশনের জন্য ক্লাবগুলিকে দেবে তার হিসেব দিতে হবে । যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ হাকিম । তবে কোর্ট যা রায় দেবে রাজ্য সরকার তাই মানবে বলে জানিয়েছেন তিনি ।

তবে ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন, ‘‘ বাংলাকে যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল, সেই বকেয়া টাকা এখনও তাঁরা দেয়নি ৷ আমফান থেকে এই কোরোনা, GST কোনও কিছুর টাকাই কেন্দ্র দিচ্ছে না । কেন্দ্র সরকার শুধুমাত্র টিম পাঠিয়ে পরিদর্শন করেছে ।’’ এর পাশাপাশি তিনি বলেন, BJP খুনোখুনির রাজনীতি করতে চাইছে ৷ তিনি বলেন, কোনও ব্যক্তি মারা গেলে মৃতদেহ নিয়ে রাজনীতি করছে BJP ।

তাঁর আরও দাবি, BJP ধ্বংসাত্মক রাজনীতিতে মেতে উঠেছে ৷ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য শুধু নাটক করে চলেছে । কিন্তু এই সব করে বিশেষ লাভ হবে না ৷ কারণ বাংলার মানুষ BJP-র কোনও প্ররোচনায় পা দেবে না বলেও জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.