ETV Bharat / state

মমতার বক্তব্যের ভিডিয়ো খতিয়ে দেখবে কমিশন - suri

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিডিয়ো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল কমিশন।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 4:06 PM IST

Updated : Apr 27, 2019, 4:46 PM IST

কলকাতা, 27 এপ্রিল: কমিশনের নজরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অনুব্রত মণ্ডলকে "বাঘের বাচ্চা"-র মতো লড়াই করার পরামর্শ দিয়েছিলেন । বলেছিলেন, "কেষ্ট তোমার পিছনেও ওরা লাগবে । তুমি একটু চমকাবে ধমকাবে । বাঘের বাচ্চার মতো লড়াই করবে ।" একথা বলে তৃণমূল সুপ্রিমো কার্যত হুমকি দিয়েছেন বলে অভিযোগ জানায় BJP । দাবি করে, তৃণমূল সুপ্রিমোকে নির্বাচনী প্রচার প্রক্রিয়ার বাইরে বের করে দেওয়া হোক । সেই অভিযোগ পাওয়ার পর মমতার বক্তব্যের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, এই বিষয়ে বীরভূমের জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়েছে।

আগামী সোমবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্রে ভোট । প্রচারের একেবারে শেষ লগ্নে ঝড় তুলতে বৃহস্পতিবার সিউড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে অনুব্রত মণ্ডলকে তৃণমূলনেত্রী বলেন, "কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না । মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে । তোমাদের হিম্মতকে সম্মান করি । BJP-র পার্টি অফিস থেকে সবটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে । BJP-র দালালদের চিনে রাখবে ।"

মুখ্যমন্ত্রীর "একটু একটু ধমকাবে চমকাবে" উপদেশটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে BJP নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "গতকাল সিউড়ির জনসভায় মুখ্যমন্ত্রী তাঁর কাছেরজনদের উপদেশ দিয়েছেন । বলেছেন, ধমকে চমকে ভোট করাতে । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে কখনই বলতে পারেন না ধমকে চমকে ভোট করাতে হবে । বিষয়টির দিকে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছি । তাঁর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা নির্বাচন কমিশনের কাছে সেটাই আবেদন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কী মনে করছেন? আমরা নির্বাচনের প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার চাইছি । আইনের চোখে সবাই সমান । তৃণমূলের লোককে গাছে বেঁধে পেটাব আর সব ভোটারদের ধমকানো চমকানো - এই দুটোর ব্যপ্তির মধ্যে তফাত আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বসমক্ষে বলছেন ধমকে চমকে ভোট করাতে হবে । তার মানে তিনি ভোটারদের টার্গেট করছেন । কোনও রাজনৈতিক দলকে টার্গেট করছেন না।"

কলকাতা, 27 এপ্রিল: কমিশনের নজরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অনুব্রত মণ্ডলকে "বাঘের বাচ্চা"-র মতো লড়াই করার পরামর্শ দিয়েছিলেন । বলেছিলেন, "কেষ্ট তোমার পিছনেও ওরা লাগবে । তুমি একটু চমকাবে ধমকাবে । বাঘের বাচ্চার মতো লড়াই করবে ।" একথা বলে তৃণমূল সুপ্রিমো কার্যত হুমকি দিয়েছেন বলে অভিযোগ জানায় BJP । দাবি করে, তৃণমূল সুপ্রিমোকে নির্বাচনী প্রচার প্রক্রিয়ার বাইরে বের করে দেওয়া হোক । সেই অভিযোগ পাওয়ার পর মমতার বক্তব্যের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, এই বিষয়ে বীরভূমের জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়েছে।

আগামী সোমবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্রে ভোট । প্রচারের একেবারে শেষ লগ্নে ঝড় তুলতে বৃহস্পতিবার সিউড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে অনুব্রত মণ্ডলকে তৃণমূলনেত্রী বলেন, "কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না । মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে । তোমাদের হিম্মতকে সম্মান করি । BJP-র পার্টি অফিস থেকে সবটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে । BJP-র দালালদের চিনে রাখবে ।"

মুখ্যমন্ত্রীর "একটু একটু ধমকাবে চমকাবে" উপদেশটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে BJP নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "গতকাল সিউড়ির জনসভায় মুখ্যমন্ত্রী তাঁর কাছেরজনদের উপদেশ দিয়েছেন । বলেছেন, ধমকে চমকে ভোট করাতে । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে কখনই বলতে পারেন না ধমকে চমকে ভোট করাতে হবে । বিষয়টির দিকে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছি । তাঁর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা নির্বাচন কমিশনের কাছে সেটাই আবেদন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কী মনে করছেন? আমরা নির্বাচনের প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার চাইছি । আইনের চোখে সবাই সমান । তৃণমূলের লোককে গাছে বেঁধে পেটাব আর সব ভোটারদের ধমকানো চমকানো - এই দুটোর ব্যপ্তির মধ্যে তফাত আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বসমক্ষে বলছেন ধমকে চমকে ভোট করাতে হবে । তার মানে তিনি ভোটারদের টার্গেট করছেন । কোনও রাজনৈতিক দলকে টার্গেট করছেন না।"

Intro:কলকাতা, ২৮ এপ্রিল: লোকসভা কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন মাইক্রো অবজারভাররা বন্ধ খামে।যে রিপোর্ট পাঠাচ্ছেন, তা খুলে ফেলা হচ্ছে। ফলে স্কুটিনি প্রহসনে পরিণত হচ্ছে। এমনই অভিযোগ আনল সিপিআইএম। সিপিআইএম নেতা রবীন দেব আজ এই অভিযোগ নিয়ে দ্বারস্থ হলেন স্পেশাল অবজার্ভারের। তার দাবি সবটা শোনার পর অজয় নায়েক পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।


Body:একগুচ্ছ অভিযোগ নিয়ে আজ সিপিআইএমের তরফে রবীন দেব দেখা করেন অজয়ের সঙ্গে। মূল অভিযোগ ছিল স্কুটিনি প্রক্রিয়া নিয়ে। তার দাবি, স্কুটিনি প্রক্রিয়া রীতিমতো প্রহসনে পরিণত হয়েছে। আসলে প্রথম দফার নির্বাচনে স্কুটিনি নিয়ে নিয়ে দিল্লির নির্বাচন সদন প্রশ্ন তোলার পর, স্কুটিনি নিয়ে জলঘোলা হয় বিস্তর। সূত্র জানাচ্ছে, নির্বাচন সদন বিষয়টি নিয়ে বিশেষ পর্যবেক্ষকের রিপোর্ট পাওয়ার পরেই, সেই স্কুটিনি কে অনুমোদন দিয়েছে। কিন্তু তারপর থেকেই অতিরিক্ত সতর্কতা এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। সূত্র জানাচ্ছে, তারপর থেকেই প্রতি দফায় জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছেছে নির্দেশ। সব দিক খতিয়ে দেখার পরেই পাঠাতে হবে স্কুটিনি রিপোর্ট।

যদিও সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রবীন দেব। তিনি বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করার পর বলেন, “ মাইক্রো অফিসার পাড়া বন্ধ খামে যে রিপোর্ট পাঠান তা দেখার কথা অবজার্ভারের। কিন্তু এ রাজ্যের সরকারি কর্মী, যারা ভোটের কাজে যুক্ত, তারা আগেই খুলে ফেলছেন সেই খাম। ফলে স্কুটিনি প্রক্রিয়া প্রহসনে পরিণত হচ্ছে।"


Conclusion:পাশাপাশি আরও একগুচ্ছ অভিযোগ আনেন সিপিআইএম নেতা। তিনি দাবি করেছেন, তৃণমূল সুপ্রিমো ধরনা মঞ্চে যে পুলিশ কর্তারা ছিলেন তাদের অবিলম্বে সরাতে হবে। পাশাপাশি তার দাবি কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশের ট্রানস্ফার হয়নি। এখনো অনেক পুলিশ অফিসার আছেন যারা তিন বছরের বেশি একই জায়গায় রয়ে গিয়েছেন। অবিলম্বে তাদের সরানোর দাবি জানিয়েছে সিপিএম।
Last Updated : Apr 27, 2019, 4:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.