কলকাতা, 27 এপ্রিল: কমিশনের নজরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অনুব্রত মণ্ডলকে "বাঘের বাচ্চা"-র মতো লড়াই করার পরামর্শ দিয়েছিলেন । বলেছিলেন, "কেষ্ট তোমার পিছনেও ওরা লাগবে । তুমি একটু চমকাবে ধমকাবে । বাঘের বাচ্চার মতো লড়াই করবে ।" একথা বলে তৃণমূল সুপ্রিমো কার্যত হুমকি দিয়েছেন বলে অভিযোগ জানায় BJP । দাবি করে, তৃণমূল সুপ্রিমোকে নির্বাচনী প্রচার প্রক্রিয়ার বাইরে বের করে দেওয়া হোক । সেই অভিযোগ পাওয়ার পর মমতার বক্তব্যের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, এই বিষয়ে বীরভূমের জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়েছে।
আগামী সোমবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্রে ভোট । প্রচারের একেবারে শেষ লগ্নে ঝড় তুলতে বৃহস্পতিবার সিউড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে অনুব্রত মণ্ডলকে তৃণমূলনেত্রী বলেন, "কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না । মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে । তোমাদের হিম্মতকে সম্মান করি । BJP-র পার্টি অফিস থেকে সবটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে । BJP-র দালালদের চিনে রাখবে ।"
মুখ্যমন্ত্রীর "একটু একটু ধমকাবে চমকাবে" উপদেশটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে BJP নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "গতকাল সিউড়ির জনসভায় মুখ্যমন্ত্রী তাঁর কাছেরজনদের উপদেশ দিয়েছেন । বলেছেন, ধমকে চমকে ভোট করাতে । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে কখনই বলতে পারেন না ধমকে চমকে ভোট করাতে হবে । বিষয়টির দিকে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছি । তাঁর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা নির্বাচন কমিশনের কাছে সেটাই আবেদন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কী মনে করছেন? আমরা নির্বাচনের প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার চাইছি । আইনের চোখে সবাই সমান । তৃণমূলের লোককে গাছে বেঁধে পেটাব আর সব ভোটারদের ধমকানো চমকানো - এই দুটোর ব্যপ্তির মধ্যে তফাত আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বসমক্ষে বলছেন ধমকে চমকে ভোট করাতে হবে । তার মানে তিনি ভোটারদের টার্গেট করছেন । কোনও রাজনৈতিক দলকে টার্গেট করছেন না।"