ETV Bharat / state

পঞ্চম দফায় থাকবে রেকর্ড সংখ্যক QRT, জানালেন বিবেক দুবে - Central force

পঞ্চম দফায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে ১৪২ টি কুইক রেসপন্স টিম

ec
author img

By

Published : May 1, 2019, 4:31 AM IST

Updated : May 1, 2019, 5:46 AM IST

কলকাতা, ১ মে : পঞ্চম দফার নির্বাচনে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন । ইতিমধ্যেই রাজ্যের ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । এছাড়াও থাকবে ১৪২ টি কুইক রেসপন্স টিম। কমিশনের সূত্র অনুযায়ী, দেশের কোনও রাজ্যে ৭ টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য এই পরিমাণ কুইক রেসপন্স টিম ব্যবহার করা হয়নি ।

এই দফায় নির্বাচন হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুরের মতো "স্পর্শকাতর" লোকসভা কেন্দ্রে । অতীতে আরামবাগ কেন্দ্রের অন্তর্গত খানাকুল, গোঘাটে অশান্তির ঘটনা ঘটেছে । তার উপর ব্যারাকপুরে অর্জুন সিং BJP প্রার্থী হওয়ায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে ।

এদিকে নির্বাচনের আগে আমডাঙায় উদ্ধার হয়েছে বোমা । এদিকে বনগাঁ সীমান্ত এলাকা এমনিতেই স্পর্শকাতর । যা চিন্তা বাড়িয়েছে কমিশনের ।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, প্রায় প্রতিটি বুথেই থাকবে ১০০% কেন্দ্রীয় বাহিনী । বুথের বাইরের গন্ডগোল মেটাতে থাকছে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম ।

কলকাতা, ১ মে : পঞ্চম দফার নির্বাচনে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন । ইতিমধ্যেই রাজ্যের ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । এছাড়াও থাকবে ১৪২ টি কুইক রেসপন্স টিম। কমিশনের সূত্র অনুযায়ী, দেশের কোনও রাজ্যে ৭ টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য এই পরিমাণ কুইক রেসপন্স টিম ব্যবহার করা হয়নি ।

এই দফায় নির্বাচন হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুরের মতো "স্পর্শকাতর" লোকসভা কেন্দ্রে । অতীতে আরামবাগ কেন্দ্রের অন্তর্গত খানাকুল, গোঘাটে অশান্তির ঘটনা ঘটেছে । তার উপর ব্যারাকপুরে অর্জুন সিং BJP প্রার্থী হওয়ায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে ।

এদিকে নির্বাচনের আগে আমডাঙায় উদ্ধার হয়েছে বোমা । এদিকে বনগাঁ সীমান্ত এলাকা এমনিতেই স্পর্শকাতর । যা চিন্তা বাড়িয়েছে কমিশনের ।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, প্রায় প্রতিটি বুথেই থাকবে ১০০% কেন্দ্রীয় বাহিনী । বুথের বাইরের গন্ডগোল মেটাতে থাকছে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম ।

রায়গঞ্জ, ২৪ এপ্রিল, প্রসুন মৈত্র : মমতা ব্যানার্জী যদি আমার সাথে ফোন কথা বলে তাদের দলের প্রার্থী হয়ে ইসলামপুর বিধানসভার উপ-নির্বাচনে দাঁড়াতে বলে তাহলে আমি চিন্তাভাবনা করে দেখবো। এখনও কোন খবর আসেনি। তাই তিনি বলছেন ইনতে হ্যা হোগি, ইনতে জার কি, আহি না কোই খবর আপতক, ম্যারি ইয়ারকি বলে জানান ইসলামপুরের শাহেনশা আব্দুল করিম চৌধুরী। তিনি তার নতুন দল বাংলা বিকাশ পার্টির কর্মী সমর্থকদের নিয়ে আজ একটি কর্মী সভা করেন। ওই কর্মীসভায় তিনি একথা জানান। করিম চৌধুরী বলেন, ইসপামপুর বিধানসভার উপ-নির্বাচন নিয়ে একটি কর্মী সভায় মিলিত হয়েছি। আমাদের দলের স্থায়ী কোন প্রতিক না পাওয়ায় বাংলা বিকাশ পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হয়ে আমি এখানে দাঁড়াবো বলে জানান। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে মমতা বন্দোপাধ্যায় আমাকে তৃনমুল কংগ্রেস দলে ফিরে নিয়ে আসবেন। আর ইসলামপুর বিধানসভার উপ-নির্বাচনে আমাকে দাঁড় করাবেন। একথা শুনা যাচ্ছে কয়েকদিন ধরে। কিন্তু এখনও কোন ধরনের খবর আসেনি বলে জানান আব্দুল করিম। তাই তিনি বলেন, " ইনতে হ্যা হোগি, ইনতে জার কি, আহি না কোই খবর আপতক, ম্যারি ইয়ারকি "। কিন্তু এখনও কোন খবর আসেনি বলে একথা বলেন আব্দুল করিম। যদি মমতা বন্দোপাধ্যায়ের কোন খবর আসে তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখবো। তা না হলে আমি বাংলা বিকাশ পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হয়ে আগামী সোমবার নমিনেশন পত্র জমা দিব বলেও জানান আব্দুল করিম চৌধুরী। আব্দুল করিম চৌধুরী তৃনমূল কংগ্রেস ছেড়ে দেবার পর বাংলা বিকাশ পার্টি নামে একটি দল গড়েছিলেন। তৃনমূল কংগ্রেস তাকে প্রার্থী না করলে বাংলা বিকাশ পার্টি থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দী করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন করিম সাহেব। ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল লোকসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রার্থী করায় তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই আসনে আগামী ১৯ মে উপনির্বাচন হতে চলেছে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে।
Last Updated : May 1, 2019, 5:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.