কলকাতা, 26 অগস্ট : চুক্তি বিতর্কের আপাত সমাধান হতেই দল গঠনে ঝাঁপিয়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল । হাতে মাত্র পাঁচ দিন ৷ সময় কম ৷ তারই মধ্যে শক্তিশালী দল গঠনের চ্যালেঞ্জ । ইতিমধ্যে কোচ রবি ফাওলার এবং বাকি সহকারীদের ফুটবলার বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে । রবি ফাওলার অ্যান্ড কোং দল গঠনের সবুজ সংকেত পেয়েই কাজ শুরু করে দিয়েছেন ।
যে সমস্ত ফুটবলারদের পছন্দ করা হয়েছিল তাঁদের পাওয়া যাবে কি না বা ট্রান্সফার ফি দিয়ে দলবদল সম্ভব কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ইতিমধ্যে দলগঠনে সাহায্যের হাত বাড়ানোর কথা বলেছে। এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন । বলছেন, "গতকালই আমরা ক্লাবের পাঠানো চিঠি পেয়েছি । তারা সাহায্য করতে চান জেনে খুশি । তালিকা তৈরি আছে জেনে তা পাঠানোর কথা বলেছি । সেই তালিকা থেকে কোচ যদি কোনও ফুটবলার নেওয়ার কথা বলেন তাহলে তাঁকে নেওয়া যেতেই পারে।"
আরও পড়ুন, Calcutta Football League : ময়দানের ইতিহাসে প্রথমবার ইস্ট-মোহন ছাড়াই কলকাতা লিগ হওয়ার সম্ভাবনা
মহম্মদ রফিক, শঙ্কর রায়, অঙ্কিত মুখোপাধ্যায়, রাজু গাইকোয়াড়, মিরশাদ মিচু, শুভম সেনরা গত বছর থেকে রয়েছেন । মহমেডানের হয়ে খেলা আই লিগের সেরা লেফট ব্যাক হীরা মণ্ডলকে নেওয়া হচ্ছে বলে খবর । যদি তিনি যোগ দেন তাহলে ফের লাল হলুদ জার্সি পরার সুযোগ পাবেন । কারণ, তিনবছর আগে ইস্টবেঙ্গলে সই করলেও খেলা হয়নি ৷ বাদ পড়েছিলেন । কেরালা ব্লাস্টার্সের আব্দুল হাক্কুকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে । হায়দরাবাদ এফসি আদিল খানকে নেওয়ার কথা শোনা যাচ্ছে । তবে তাঁর চোটের অবস্থা কেমন তা জানার চেষ্টা হচ্ছে ।