কলকাতা, 8 এপ্রিল : আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Ballygunge Assembly by poll) ৷ তৃণমূলের তরফে এই উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে বিজেপি ছেড়ে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (TMC Candidate Babul Supriyo) ৷ এই ভোট বৈতরণী পার হতে এবার ঘুরিয়ে নিজের পুরনো দলের সমালোচনা করলেন বাবুল ৷ তুলে ধরতে চাইলেন নিজের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি ৷
বৃহস্পতিবার মাথায় ফেজ টুপি চাপিয়ে এক ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ তাঁর পাশের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-দের ৷ সেখান থেকে বাবুল বলেন, "আমার ভাবমূর্তির সঙ্গে একটি সাম্প্রদায়িক তকমা এঁটে দেওয়া হয়েছিল ৷ কিন্তু এটা ঠিক নয় ৷ আগে আমি 70 শতাংশ মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পেতাম ৷ এখন সব মানুষের সঙ্গে মিশতে পারি ৷ আমি সেই 4-5 জন সঙ্গীত শিল্পীর মধ্যে পড়ি যাঁরা পাকিস্তানে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন ৷ আমি যখন বিজেপিতে ছিলেম, কাউকে ভয় পেতাম না ৷ এখন কেউ বিতর্ক তৈরি করতে চাইলে করতেই পারেন ৷ "
আরও পড়ুন : রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের ঘণ্টাখানেক বৈঠক
উপনির্বাচনের প্রচারের মাঝে বাবুলের এই 70 শতাংশ ও 100 শতাংশ তত্ত্বকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ মনে করা হচ্ছে, এর ফলে একদিকে যেমন ঘুরিয়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদের বিষয়টি হাতিয়ার করলেন বাবুল সুপ্রিয় ৷ একইসঙ্গে নিজের ধর্মনিরপেক্ষ অবস্থানও তুলে ধরার চেষ্টা করলেন ৷ অতীতে বিজেপিতে থাকার সময়ে 2018 সালে বাবুলের তৎকালীন লোকসভা কেন্দ্র আসানসোলে হিংসার প্রসঙ্গ তুলে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে বেশকিছু নাগরিক মঞ্চ ৷ বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুলকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে চলছে প্রচার ৷ বামেদের প্রচারেও বিষয়টি উঠছে ৷ সেই প্রেক্ষিতে এদিন বাবুলের ইফতারে যোগদান ও এই মন্তব্য ভোট বাক্সে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার ৷