ETV Bharat / state

Draupadi Murmu : ভোট চাইতে জুলাইতে রাজ্যে আসছেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর এই প্রথম বঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ৷ তবে জুলাইয়ের ঠিক কত তারিখে তিনি আসছেন তা এখনও জানা যায়নি ৷

Draupadi Murmu
ভোট চাইতে জুলাইতে রাজ্যে আসছেন দ্রৌপদী মুর্মু
author img

By

Published : Jun 26, 2022, 9:59 PM IST

কলকাতা, 26 জুন : দোরগোড়ায় রাষ্ট্রপতি নির্বাচন । জুলাইয়ের প্রথম দিকেই ভোট চাইতে রাজ্যে আসতে চলেছেন এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu will come to West Bengal to Ask for Votes)। যদিও জুলাই মাসের কত তারিখে তিনি আসছেন তা এখনও চূড়ান্ত হয়নি ৷

চলতি সপ্তাহেই দ্রৌপদী মুর্মু মনোনয়ন পত্র জমা দিয়েছেন । আর তারপরেই তিনি নিজেই রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বদের ফোন করে তাঁর পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন । ইতিমধ্যেই তাঁর সমর্থনে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে দ্রৌপদী মুর্মু ফোন করেছেন সোনিয়া গান্ধি, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ।

নির্বাচনের আগে প্রায় সবকটি রাজ্যেই যাওয়ার পরিকল্পনা রয়েছে দ্রৌপদী মুর্মুর । তবে এ রাজ্যে এসে বিজেপির আদিবাসী নেত্রী কী বার্তা দেন তাই এখন দেখার ৷ কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বাকি বিরোধীদের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম যে তৃণমূল শিবিরের জন্য পাল্লায় ভারী থাকবে তা বলার অপেক্ষা রাখে না । তাই এই পরিস্থিতিতে দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে ঘাসফুল শিবিরের সঙ্গে কেমন সমীকরণ দাঁড়াবে সেটাই এখন দেখার অপেক্ষায় বঙ্গ ও দেশ ।

আরও পড়ুন : সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

কলকাতা, 26 জুন : দোরগোড়ায় রাষ্ট্রপতি নির্বাচন । জুলাইয়ের প্রথম দিকেই ভোট চাইতে রাজ্যে আসতে চলেছেন এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu will come to West Bengal to Ask for Votes)। যদিও জুলাই মাসের কত তারিখে তিনি আসছেন তা এখনও চূড়ান্ত হয়নি ৷

চলতি সপ্তাহেই দ্রৌপদী মুর্মু মনোনয়ন পত্র জমা দিয়েছেন । আর তারপরেই তিনি নিজেই রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বদের ফোন করে তাঁর পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন । ইতিমধ্যেই তাঁর সমর্থনে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে দ্রৌপদী মুর্মু ফোন করেছেন সোনিয়া গান্ধি, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ।

নির্বাচনের আগে প্রায় সবকটি রাজ্যেই যাওয়ার পরিকল্পনা রয়েছে দ্রৌপদী মুর্মুর । তবে এ রাজ্যে এসে বিজেপির আদিবাসী নেত্রী কী বার্তা দেন তাই এখন দেখার ৷ কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বাকি বিরোধীদের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম যে তৃণমূল শিবিরের জন্য পাল্লায় ভারী থাকবে তা বলার অপেক্ষা রাখে না । তাই এই পরিস্থিতিতে দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে ঘাসফুল শিবিরের সঙ্গে কেমন সমীকরণ দাঁড়াবে সেটাই এখন দেখার অপেক্ষায় বঙ্গ ও দেশ ।

আরও পড়ুন : সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.