কলকাতা, 3 জানুয়ারি : রাতে ভালো ঘুম হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের । সকালে তাঁর অক্সিজেনের সাপোর্ট খোলা হয়েছে । ইসিজি করে সন্তোষজনক রিপোর্ট পাওয়া গিয়েছে । টোস্ট, ছানা, কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করেছেন । ভালো আছেন বোর্ড প্রেসিডেন্ট । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানা গিয়েছে ।
দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে গতকাল দুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । আজ সকালে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । গতকাল রাতে তাঁর ভালো ঘুম হয়েছে । রক্তচাপ, পালস, শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে । রবিবার সকালে ইসিজি করেও দেখা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক । তিনি কথা বলছেন ।
আরও পড়ুন : সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট
এদিকে, গতরাতে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ছিলেন । ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । গতকাল একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে । বাকি দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হবে না, বাইপাস সার্জারি করতে হবে । এই বিষয়ে চিকিৎসকদের 9 সদস্যের মেডিকেল বোর্ড আগামী কাল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।